World Day Of Social Justice 2022: বিশ্বজুড়ে পালিত সামাজিক ন্যায়বিচার দিবস! জানুন এর ইতিহাস ও তাৎপর্য

Last Updated:

World Day Of Social Justice 2022 Theme: বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস ২০২২-এর থিম হল ‘আনুষ্ঠানিক কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার অর্জন’

আজ বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
আজ বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস
#নয়াদিল্লি: একজন ব্যক্তি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক, সম্পদগত, সুযোগের দিকে যে সুবিধাগুলি পেতে পারেন তাকেই সামাজিক ন্যায়বিচার বলে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস (World Day Of Social Justice 2022) প্রতি বছর ২০ ফেব্রুয়ারি পালন করা হয়। ২০০৭ সালের ২৬ নভেম্বর জাতিসংঘ কোপেনহেগেন চুক্তি এবং সামাজিক উন্নয়নের কর্মসূচির পর্যালোচনা করে। জাতিসংঘ (United Nations) পরে ঘোষণা করে যে সাধারণ পরিষদের ৬৩ তম অধিবেশন থেকে ২০ ফেব্রুয়ারিকে বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস (World Day Of Social Justice 2022) হিসাবে পালন করা হবে।
World Day Of Social Justice 2022: ইতিহাস ও তাৎপর্য
দারিদ্র্য, সংখ্যালঘু বিচার, লিঙ্গ বৈষম্য, বেকারত্ব এবং মানবাধিকারের সমস্যা মোকাবিলার জন্য বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস গুরুত্বপূর্ণ। আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বেশ কয়েকটি সংস্থা মানুষের সামাজিক ন্যায়বিচার প্রচারের জন্য কাজ করে চলেছে। সাধারণ পরিষদ স্বীকার করেছে যে, রাষ্ট্রের মধ্যে শান্তি ও নিরাপত্তা অর্জন ও বজায় রাখার জন্য সামাজিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার (World Day of Social Justice) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ন্যায়বিচারের অনুপস্থিতি শান্তি, নিরাপত্তা এবং মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার অসম্মান ঘটায়।
advertisement
advertisement
জাতিসংঘের ২০৩০ কর্মসূচি এবং মহাসচিবের প্রতিবেদনে সবধরনের কর্মসংস্থানকে অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বৈষম্য কমাতে শ্রমশক্তিতে নারীদের অংশগ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামও সামাজিক সুরক্ষা এবং কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে।
advertisement
World Day Of Social Justice 2022: থিম
বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস ২০২২-এর থিম হল ‘আনুষ্ঠানিক কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার অর্জন’ (Achieving Social Justice through Formal Employment)। বিশ্বের কর্মরত জনসংখ্যার প্রায় ৬০ শতাংশ পুরুষ, মহিলা এবং যুব সম্প্রদায় তাদের জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অসংগঠিত অর্থনৈতিক ক্ষেত্রকেই। প্রায়ই সামাজিক সুরক্ষা এবং কর্মচারী সম্পর্কিত নানা বঞ্চনার মুখে পড়েন এই মানুষরা।
advertisement
কর্মসংস্থানের মান উন্নত করার জন্য দারিদ্র্য ও বৈষম্য কমানো, কাজের অগ্রগতি, উৎপাদনশীলতা এবং স্থায়িত্ব বৃদ্ধি করা প্রয়োজন। অনেক দেশই ইলেকট্রনিক সিস্টেম, কর্মসংস্থান শনাক্তকরণ এবং ই-কমার্সের মতো ই-ফরমালাইজেশন ব্যবস্থার মাধ্যমে ইনফরমাল থেকে ফরমাল এমপ্লয়মেন্টের দিকে এগনোর জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Day Of Social Justice 2022: বিশ্বজুড়ে পালিত সামাজিক ন্যায়বিচার দিবস! জানুন এর ইতিহাস ও তাৎপর্য
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement