Winter Health Tips: শীতের এই এক ফলে ১০ ফলের গুণ, লিভারের সব অসুখের মহৌষধ, ত্বক-চুলে আনে জ্যোৎস্নার জেল্লা
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
এই ফলে থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ব্যথার বিরুদ্ধে লড়াই করে, রয়েছে ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে।
কোচবিহার: সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি রয়েছে ফলে। কিন্তু নিত্যদিন বিভিন্নরকমের ফল খাওয়া হয়ে ওঠে না অনেকেরই! কিন্তু একটা ফলেই যদি ১০টা ফলের গুণ থাকে, তবে কেমন হয়? শুনতে অবাক লাগছে তো? কিন্তু আপনার হাতের নাগালেই রয়েছে এমন একটি ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমের সমস্যার সমাধান করে আবার মেটায় চুল ও ত্বকের সমস্যা।
ফলটির নাম হল বাতাবি লেবু। সামান্য কাঁচা সর্ষের তেল, সামান্য বিট নুন, সামান্য চিনি, দুটো- একটা শুকনো লঙ্কা পোড়া অথবা দুটো বা একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে বাতাবি লেবুর স্বাদ জিভে লেগে থাকবে। একে অনেকেই জাম্বুরার ভর্তা বলে থাকেন। বাতাবি লেবু রস বানিয়েও খাওয়া যায়।
চিকিৎসক অসীম আইচ জানান, ” নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু অ্যালকোহল না খেলেও হয়। এই রোগটির জন্য দায়ি অতিরিক্ত ক্যালরি সেবন। এই সমস্যায় দারুণ উপকারী বাতাবি লেবু। এতে নারিনগিনের মতো অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে যেটি ব্যথার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। জাম্বুরাতে রয়েছে ভিটামিন সি যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে। এছাড়া এই ফলে রয়েছে আয়রন যা শরীরে রক্তাল্পতার সমস্যা দূর করে। রয়েছে পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।”
advertisement
advertisement
তিনি আরোও জানান, ” জাম্বুরাতে অ্যান্টিঅক্সিড্যান্টের পরিমাণ বেশি। তাই ত্বকের যত্ন নেয় এই লেবু। ত্বকের তারুণ্য ধরে রাখে। এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যাঁদের হজমের গোলমাল লেগেই রয়েছে, তাঁদের জন্য উপকারী এই ফল। রক্তে শর্করার ভারসাম্য ঠিক রাখতেও সাহায্য করে জাম্বুরা। তবে অবশ্যই বাড়িতে এনে খাওয়া উচিত। রাস্তার পাশের জুসের দোকান কিংবা ফলের দোকান থেকে কাটা ফল কখনওই খাবেন না।
advertisement
Sarthak Pandit
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 29, 2024 5:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Health Tips: শীতের এই এক ফলে ১০ ফলের গুণ, লিভারের সব অসুখের মহৌষধ, ত্বক-চুলে আনে জ্যোৎস্নার জেল্লা









