Winter Gardening Tips: পচা জিনিসের কামাল! রঙিন পিটুনিয়া, গাঁদা, সূর্যমুখীতে ভরবে শীতের বাগান
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
Winter Gardening Tips: যাঁরা বাড়িতে ফুল গাছ লাগাতে ভালবাসেন তাঁরা সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করলেই বাড়ির ফুল গাছ হয়ে উঠবে আরও সুন্দর ফুলও হবে বেশি
সুজয় ঘোষ, দার্জিলিং: উত্তরবঙ্গ মানেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক মায়াবী জায়গা। এখানকার প্রকৃতি বরাবরই মন মুগ্ধ করে পর্যটকদের যার টানে শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর ধরেই দূর-দূরান্ত থেকে ছুটে আসে পর্যটকেরা। তবে এই শীত এলে যেন উত্তরবঙ্গ পর্যটকদের এক রঙিন দেশ উপহার দেয়। শীতের মৌসুমে উত্তরবঙ্গ জুড়ে যেন ফুলের মেলা বসে।
ফুল ভালবাসেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। দিনে দিনে এই ফুলের সৌখিনতা যেন বেড়েই চলেছে। শীত আসতেই দেখা যায় নিজের বাড়িকে রঙিন সাজে সাজাতে বাড়ির বাগান থেকে শুরু করে বারান্দা ভরে উঠে বিভিন্ন রংবেরঙের ফুলের গাছে। শীত পড়তেই চারিদিক জুড়ে যেন ফুলের উৎসব। বাড়ি সাজাতে চাহিদা বাড়ছে ফুল গাছেরও। শীত আসতেই ঘন কুয়াশা, ফ্যাকাশে আকাশ এবং ঝরে যাওয়া গাছের পাতার মাঝেও যেন রংবেরঙের ফুল রঙিন করে তোলে সমস্ত জায়গা। তবে যাঁরা বাড়িতে ফুল গাছ লাগাতে ভালবাসেন তাঁরা সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করলেই বাড়ির ফুল গাছ হয়ে উঠবে আরও সুন্দর ফুলও হবে বেশি।
advertisement
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফার্ম বিভাগের দায়িত্বে থাকা অমরেন্দ্র পাণ্ডে জানান শীত এলেই চারিদিক যেন ফুলের উৎসবে মেতে ওঠে। শীতকালে সব থেকে চাহিদা থাকে মেরিগোল্ড অর্থাৎ গাঁদা ফুলের, এর পাশাপাশি পিটুনিয়া, রক্ত গাঁদা, সূর্যমুখী-সহ আরও বিভিন্ন রংবেরঙের ফুলে ভরে উঠে চারদিক। তবে এই ফুল গাছের জন্য সামান্য একটু যত্ন প্রয়োজন। কোনও কীটনাশক নয়, আপনার প্রতিনিয়ত ফেলে দেওয়া শাক-সবজির অংশ পচিয়ে সার তৈরি করেই গাছের গোড়ায় দিলে ফুল গাছগুলি বেশ ভাল হবে এবং গাছে ফুলও বেশি হবে।
advertisement
advertisement
আরও পড়ুন : আসছে বছরের শেষ পূর্ণিমা! কতক্ষণ থাকবে শুভ তিথি? তুলসিতলায় এই ছোট্ট কাজেই খুলবে কপাল! নতুন বছরে ভাসবেন টাকার সাগরে
বর্তমানে যাঁরা ফুলপ্রেমী এবং ফুল গাছ লাগাতে ভালবাসেন তাঁরা এই ছোট্ট পদ্ধতি অবলম্বন করলেই ফুল বেশ ভাল হবে। শীত আসতেই ইতিমধ্যেই চারিদিক রংবেরঙের ফুলে ভরে উঠেছে। শীতের ছুটিতে আপনিও যদি উত্তরবঙ্গে পাহাড়ি গ্রামে ঘুরতে যাওয়ার কথা ভাবেন যেদিকেই তাকাবেন সেদিকেই রং বেরঙের ফুল মন মুগ্ধ করবে আপনার।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2024 7:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Winter Gardening Tips: পচা জিনিসের কামাল! রঙিন পিটুনিয়া, গাঁদা, সূর্যমুখীতে ভরবে শীতের বাগান