ফাস্ট ফুড সেন্টারের লোগো কেন লাল আর হলুদ রঙের হয়?
Last Updated:
আউটিং থেকে উইন্ডো শপিং, উইকেন্ড ট্যুর হোক বা পার্টি রেস্তোরাঁ হপিং না হলে কী চলে? আর খাদ্যরসিক বাঙালির কাছে শেষ পাতে মিষ্টিটার মতো রেস্তোরাঁ ভ্রমণটুকু না হলে আদেও কোনও আউটিং জমে না।
#কলকাতা: আউটিং থেকে উইন্ডো শপিং, উইকেন্ড ট্যুর হোক বা পার্টি রেস্তোরাঁ হপিং না হলে কী চলে? আর খাদ্যরসিক বাঙালির কাছে শেষ পাতে মিষ্টিটার মতো রেস্তোরাঁ ভ্রমণটুকু না হলে আদেও কোনও আউটিং জমে না। তার মধ্যেও হট ফেভারিট ফাস্ট ফুড। যতই ডায়েটের কচকচানি থাক, ডাক্তারের চোখ রাঙানি থাক— ফাস্ট ফুডকে ভুলে থাকবে এত বড় বুকের পাটা ক’টা বাঙালির আছে? তাই দিব্যি বসে খোশমেজাজে, চেয়ার খানি চেপে ফাস্ট ফুডের রসাস্বাদন হয় ষোলো আনা। কিন্তু এই সমস্ত স্ন্যাক্স সেন্টারগুলোর নাম বা লোগোর দিকে কখনও তাকিয়ে দেখেছি আমরা?
advertisement
কেএফসি থেকে ম্যাক ডোনাল্ডস, আমাদের প্রিয় ফুড ডেস্টিনেশনগুলোর খাবারের স্বাদ আমাদের যতটা মুখস্থ ততটা কিন্তু এদের লোগোর দিকে খেয়াল করে দেখি না আমরা। কিন্তু একটু লক্ষ্য করলেই বোঝা যাবে প্রত্যেকের নাম আর লোগোতে একটা বিষয়ে কিন্তু দারুণ মিল আছে। কী সেটা?
advertisement
প্রত্যেকের নাম আর লোগোতে লাল-হলুদ রঙের ছড়াছড়ি। কিন্তু পৃথিবীতে এত রঙ থাকতে ওই দু’টো রঙের প্রতি এত প্রেম কেন? জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই। আসলে এই রঙের পিছনে রয়েছে একটা বিজ্ঞান সম্মত কারণ। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের মনস্তত্ব।
লাল রং:
লাল রং আমাদের মধ্যে খাবারের প্রতি প্রেম, খাওয়ার ইচ্ছে, আগ্রহ সবটাই বাড়িয়ে তোলে। এক কথায় বলতে গেলে লাল রঙে আমাদের খিদে বাড়ে। আর এই কারণেই ফুড জাংশনগুলো লাল রঙের প্রতি আকৃষ্ট হয়।
advertisement
হলুদ রং:
হলুদ রং বন্ধুত্বের প্রতীক। খুশি আর আনন্দের প্রকাশ থাকে উজ্জ্বল হলুদ রঙের মধ্যে। সেই কারণে হলুদ রং ব্যবহার করা হয় রেস্তোরাঁর নাম আর লোগোতে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 04, 2018 3:26 PM IST