WHO on Blood Pressure: বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট! ২০৫০-এর মধ্যে কীভাবে এড়ানো যাবে ব্লাড প্রেশারে ৭ কোটি ৬০ লক্ষ মৃত্যু? জানুন মারণরোগ নিয়ে

Last Updated:

WHO on Blood Pressure: সংস্থার সমীক্ষায় বলছে, প্রতি পাঁচ জন ব্লাড প্রেশার রোগীর মধ্যে চার জনের উপযুক্ত চিকিৎসা করা হয় না

ভারতে অন্যতম ঝুঁকিপূর্ণ মৃত্যুর কারণ হিসেবে অন্যতম হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ
ভারতে অন্যতম ঝুঁকিপূর্ণ মৃত্যুর কারণ হিসেবে অন্যতম হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ
উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। সংস্থার সমীক্ষায় বলছে, প্রতি পাঁচ জন ব্লাড প্রেশার রোগীর মধ্যে চার জনের উপযুক্ত চিকিৎসা করা হয় না৷ কিন্তু যদি দেশে দেশে সচেতনতা বাড়ে, তাহলে ২০২৩ থেকে ২০৫০-এর মধ্যে ৭৬ মিলিয়ন মৃত্যু এড়ানো যাবে৷ উচ্চ রক্তচাপের মতো জীবনযাপন সংক্রান্ত সমস্যার বিশ্বব্যাপী প্রভাব নিয়ে এই প্রথম রিপোর্ট প্রকাশ করল বিশ্বস্বাস্থ্য সংস্থা৷
ভারতে অন্যতম ঝুঁকিপূর্ণ মৃত্যুর কারণ হিসেবে অন্যতম হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ৷ বিশ্ব স্বাস্থ্যসংস্থার পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কর মধ্যে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত৷ এই রোগ ধীরে ধীরে ডেকে আনে হৃদরোগ, কিডনির সমস্যা-সহ অন্য শারীরিক জটিলতা৷
১৯৯০ সালে সারা বিশ্বে উচ্চরক্তচাপ রোগীর সংখ্যা ছিল ৬৫০ মিলিয়ন৷ ২০১৯-এ সেই সংখ্যা পৌঁছেছে ১.৩ বিলিয়নে৷ কিন্তু ভীতিজনক বিষয় হল, উচ্চরক্তচাপে আক্রান্তদের মধ্যে অর্ধেকই তাঁদের বিপজ্জনক পরিস্থিতি নিয়ে সচেতন নন৷ পরিসংখ্যান বলছে, নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের মধ্যে এই অসুখের প্রবণতা বেশি৷
advertisement
advertisement
বিশেষজ্ঞদের মতে, নীরব ঘাতক এই রোগকে প্রতিহত করা যায় জীবনযাপনে পরিবর্তন এনে৷ স্বাস্থ্যকর ডায়েট, তামাক থেকে দূরে থাকা, শারীরিক পরিশ্রম বেশি করার মতো কাজের মধ্যে দিয়েই নিয়ন্ত্রণে রাখা যায় এই অসুখ৷ তবে যত তাড়াতাড়ি উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে পদ্ধতি শুরু হবে, তত দ্রুত কাজ হবে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
WHO on Blood Pressure: বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট! ২০৫০-এর মধ্যে কীভাবে এড়ানো যাবে ব্লাড প্রেশারে ৭ কোটি ৬০ লক্ষ মৃত্যু? জানুন মারণরোগ নিয়ে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement