প্রথম বার সঙ্গীর সঙ্গে যৌনমিলন, কোন কোন চিন্তা ভিড় করে আসে পুরুষদের মনে?
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
প্রথম বার সঙ্গীকে আদর করার মুহূর্তে নানা ধরনের চিন্তা ভিড় করে আসে মাথায়। এমন সময়ে একজন নারী এবং পুরুষের মনে ঠিক কী কী চলে, তা নিয়ে খানিক ধোঁয়াশা থেকেই যায়। বিশেষ করে পুরুষরা সেই পরিস্থিতিতে কী চিন্তা করেন, তার নাগাল পাওয়া মুশকিল।
#কলকাতা: নতুন প্রেম। মনে হাজার অনুভূতির ভিড়। সঙ্গীর সঙ্গে প্রথম বার ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তগুলি নেহাত কম বিশেষ নয়। সম্পর্কের ভিত শক্ত করতে পারস্পারিক বোঝাপড়ার সঙ্গেই প্রয়োজন আনন্দময় যৌনজীবন। কিন্তু প্রথম বার সঙ্গীকে আদর করার মুহূর্তে নানা ধরনের চিন্তা ভিড় করে আসে মাথায়। এমন সময়ে একজন নারী এবং পুরুষের মনে ঠিক কী কী চলে, তা নিয়ে খানিক ধোঁয়াশা থেকেই যায়। বিশেষ করে পুরুষরা সেই পরিস্থিতিতে কী চিন্তা করেন, তার নাগাল পাওয়া মুশকিল। কারণ এ বিষয়ে প্রিয় বন্ধু বা ঘনিষ্ঠ কারও সঙ্গেই আলোচনা করতে তাঁরা বিশেষ স্বচ্ছন্দবোধ করেন না। কিন্তু আদৌ কী ভাবেন তাঁরা? এক ঝলকে দেখে নেওয়া যাক কিছু সম্ভাবনা।
বাড়ির বাথরুম পরিষ্কার তো?
যৌন সঙ্গমের পর হাত-মুখ ধুতে বা স্নানের জন্য সঙ্গী বাথরুমে যেতেই পারেন। অপরিচ্ছন্নতার কারণে যাতে তাঁকে অসুবিধায় না পড়তে হয়, সে বিষয়ে সতর্ক থাকেন পুরুষরা।
পকেটে কন্ডোম আছে তো?
প্রথম বার যৌন উত্তেজনার সময়ে শরীরের উপর নিয়ন্ত্রণ থাকে না। তাই সাবধান থাকতে কন্ডোম সঙ্গে রাখেন পুরুষরা। কিন্তু ঘনিষ্ঠ হওয়ার সময়ে সেটি কোথায় আছে, আদৌ সঙ্গে আছে কি না, এই সব প্রশ্ন জাগে তাঁদের মনে ।
advertisement
advertisement
সঙ্গীর শরীরের দিকে বিশেষ নজর
প্রথম বার যৌন সঙ্গমের সময় সঙ্গীকে খুব কাছ থেকে দেখে নেওয়ার সুযোগ মেলে। তখনই ভালবাসার মানুষের শরীরকে ভাল করে চিনে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। সঙ্গীর শরীরে কোথাও জন্মের দাগ, উল্কি বা আঘাতের চিহ্ন আছে কি না, সুযোগ পেলে সবই খতিয়ে দেখে নেন তাঁরা।
advertisement
সঙ্গীর প্রত্যাশা পূরণ হল কি না
সঙ্গীর সঙ্গে প্রথম বার আদরের মুহূর্তটা কেমন হবে, সব পুরুষই কম বেশি তা নিয়ে মনে মনে ছবি এঁকে রাখেন। সেই ছবির সঙ্গে বাস্তবের চিত্রটা আদৌ মিলল কি না, সেই প্রশ্নের উত্তর খুঁজতে তাঁরা সদাই ওয়াকিবহাল।
(এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 7:06 PM IST