হোম /খবর /লাইফস্টাইল /
সারোগেসি পদ্ধতি ঠিক কী? কত ধরনের সারোগেসি হয়?

Surrogacy: সারোগেসি পদ্ধতি ঠিক কী? কত ধরনের সারোগেসি হয়?

Types of Surrogacy

Types of Surrogacy

Surrogacy: গত কয়েক বছর ধরেই ‘সারোগেসি’ শব্দটা বেশ আলোচিত৷ প্রিয়ঙ্কা-নিকের (Priyanka Chopra and Nick Jonas) প্রথম সন্তানলাভের সংবাদে আবার তা প্রাসঙ্গিক হয়ে উঠল

  • Last Updated :
  • Share this:

শাহরুখ খান, আমির খান-সহ অনেক বলিউড তারকাই সন্তানলাভ করেছেন সারোগেসিতে (surrogacy)৷ তালিকায় নতুন সংযোজন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ গত কয়েক বছর ধরেই ‘সারোগেসি’ শব্দটা বেশ আলোচিত৷ প্রিয়ঙ্কা-নিকের (Priyanka Chopra and Nick Jonas) প্রথম সন্তানলাভের সংবাদে আবার তা প্রাসঙ্গিক হয়ে উঠল৷

সারোগেসির রকমফের (Types of Surrogacy)-

ট্র্যাডিশনাল সারোগেসি (Traditional Surrogacy)-

এই পদ্ধতিতে সারোগেট মায়ের দেহে ইঞ্জেকশনের মাধ্যমে সন্তানের বাবার স্পার্ম প্রবেশ করানো হয়৷ এর পর নির্দিষ্ট সময়ে সারোগেট মা সন্তানের জন্ম দেন৷ তার পর নবজাতককে বড় করে তোলেন তার আইনি বাবা মা৷ এই পদ্ধতিতে সারোগেট মা-ই শিশুর বায়োলজিক্যাল মাদার৷ কারণ তাঁর ডিম্বাণুই নিষিক্ত হয়৷ এই পদ্ধতিতে কিছু ক্ষেত্রে ডোনর স্পার্ম-এরও সন্ধান করা হয়৷ সেক্ষেত্রে শিশুর বায়োলজিক্যাল বাবা মা দুজনেই অপরিচিত৷ ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে বড় করে তার আইনত বাবা মা৷ অর্থাৎ যে দম্পতির উদ্যোগে ও ব্যয়ে সারোগেসি করানো হয়েছে৷

আরও পড়ুন : চল্লিশের দোরগোড়ায় বয়স? এখনই এই নিয়মগুলি মানতে শুরু করুন

জেস্টেশনাল সারোগেসি (Gestational Surrogacy)-

এ ক্ষেত্রে যাঁদের উদ্যোগে ও ব্যয়ে সারোগেসি করানো হচ্ছে, সেই দম্পতির ডিম্বাণু ও শুক্রাণুকে নিষিক্ত করা হয়৷ এর পর ভ্রূণটিকে জেস্টেশনাল সারোগেট মাদারের ইউটেরাসে প্রবেশ করানো হয়৷ এই পদ্ধতিতে সারোগেট মাদারের সঙ্গে ভূমিষ্ঠ সন্তানের কোনও বায়োলজিক্যাল সম্পর্ক থাকে না৷ কারণ ডিম্বাণু ও শুক্রাণু দু’টির উৎসই শিশুর আইনি বাবা মা৷ সারোগেট মাদার শুধু সন্তান বহন ও প্রসব করেন৷

আরও পড়ুন :  কন্ডোম কি সঙ্গিনীর কাছে অস্বস্তি ও যন্ত্রণাদায়ক? কী করবেন সমস্যা এড়াতে?

জটিলতা (Challenges in Surrogacy)-

সারোগেসিতে সন্তানলাভের জন্য সরকার নির্ধারিত নিয়ম পালন করতে হয়৷ সারোগেসি করাতে ইচ্ছুক বাবা মা এবং সারোগেট মাদারকে চুক্তি স্বাক্ষর করতে হয়, যাতে পরবর্তীতে সন্তানের আইনি অধিকার নিয়ে কোনও জটিলতা দেখা না দেয়৷ অন্যান্য প্রেগন্যান্সির মতো সারোগেসিতেও চিকিৎসাগত ঝুঁকি থাকে৷

আরও পড়ুন : প্রাতরাশে খান রাতভর ভেজানো আমন্ড, বাড়বে স্মৃতিশক্তি ও কমবে মধুমেহ

সম্প্রতি প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস সামাজিক মাধ্যমে সারোগেসির মাধ্যমে সন্তানলাভের খবর জানিয়েছেন৷ প্রিয়াঙ্কা ও নিক বিয়ে করেন ২০১৮ সালে৷ দম্পতির আবেদন, জীবনে বিশেষ মুহূর্তে যখন তাঁরা নিজস্ব পরিবারের দিকে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন, তখন তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানো হবে৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Surrogacy