Surrogacy: সারোগেসি পদ্ধতি ঠিক কী? কত ধরনের সারোগেসি হয়?

Last Updated:

Surrogacy: গত কয়েক বছর ধরেই ‘সারোগেসি’ শব্দটা বেশ আলোচিত৷ প্রিয়ঙ্কা-নিকের (Priyanka Chopra and Nick Jonas) প্রথম সন্তানলাভের সংবাদে আবার তা প্রাসঙ্গিক হয়ে উঠল

শাহরুখ খান, আমির খান-সহ অনেক বলিউড তারকাই সন্তানলাভ করেছেন সারোগেসিতে (surrogacy)৷ তালিকায় নতুন সংযোজন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস৷ গত কয়েক বছর ধরেই ‘সারোগেসি’ শব্দটা বেশ আলোচিত৷ প্রিয়ঙ্কা-নিকের (Priyanka Chopra and Nick Jonas) প্রথম সন্তানলাভের সংবাদে আবার তা প্রাসঙ্গিক হয়ে উঠল৷
সারোগেসির রকমফের (Types of Surrogacy)-
ট্র্যাডিশনাল সারোগেসি (Traditional Surrogacy)-
advertisement
এই পদ্ধতিতে সারোগেট মায়ের দেহে ইঞ্জেকশনের মাধ্যমে সন্তানের বাবার স্পার্ম প্রবেশ করানো হয়৷ এর পর নির্দিষ্ট সময়ে সারোগেট মা সন্তানের জন্ম দেন৷ তার পর নবজাতককে বড় করে তোলেন তার আইনি বাবা মা৷ এই পদ্ধতিতে সারোগেট মা-ই শিশুর বায়োলজিক্যাল মাদার৷ কারণ তাঁর ডিম্বাণুই নিষিক্ত হয়৷ এই পদ্ধতিতে কিছু ক্ষেত্রে ডোনর স্পার্ম-এরও সন্ধান করা হয়৷ সেক্ষেত্রে শিশুর বায়োলজিক্যাল বাবা মা দুজনেই অপরিচিত৷ ভূমিষ্ঠ হওয়ার পর শিশুকে বড় করে তার আইনত বাবা মা৷ অর্থাৎ যে দম্পতির উদ্যোগে ও ব্যয়ে সারোগেসি করানো হয়েছে৷
advertisement
আরও পড়ুন : চল্লিশের দোরগোড়ায় বয়স? এখনই এই নিয়মগুলি মানতে শুরু করুন
জেস্টেশনাল সারোগেসি (Gestational Surrogacy)-
এ ক্ষেত্রে যাঁদের উদ্যোগে ও ব্যয়ে সারোগেসি করানো হচ্ছে, সেই দম্পতির ডিম্বাণু ও শুক্রাণুকে নিষিক্ত করা হয়৷ এর পর ভ্রূণটিকে জেস্টেশনাল সারোগেট মাদারের ইউটেরাসে প্রবেশ করানো হয়৷ এই পদ্ধতিতে সারোগেট মাদারের সঙ্গে ভূমিষ্ঠ সন্তানের কোনও বায়োলজিক্যাল সম্পর্ক থাকে না৷ কারণ ডিম্বাণু ও শুক্রাণু দু’টির উৎসই শিশুর আইনি বাবা মা৷ সারোগেট মাদার শুধু সন্তান বহন ও প্রসব করেন৷
advertisement
সারোগেসিতে সন্তানলাভের জন্য সরকার নির্ধারিত নিয়ম পালন করতে হয়৷ সারোগেসি করাতে ইচ্ছুক বাবা মা এবং সারোগেট মাদারকে চুক্তি স্বাক্ষর করতে হয়, যাতে পরবর্তীতে সন্তানের আইনি অধিকার নিয়ে কোনও জটিলতা দেখা না দেয়৷ অন্যান্য প্রেগন্যান্সির মতো সারোগেসিতেও চিকিৎসাগত ঝুঁকি থাকে৷
advertisement
আরও পড়ুন : প্রাতরাশে খান রাতভর ভেজানো আমন্ড, বাড়বে স্মৃতিশক্তি ও কমবে মধুমেহ
সম্প্রতি প্রিয়ঙ্কা চোপড়া ও তাঁর স্বামী নিক জোনাস সামাজিক মাধ্যমে সারোগেসির মাধ্যমে সন্তানলাভের খবর জানিয়েছেন৷ প্রিয়াঙ্কা ও নিক বিয়ে করেন ২০১৮ সালে৷ দম্পতির আবেদন, জীবনে বিশেষ মুহূর্তে যখন তাঁরা নিজস্ব পরিবারের দিকে সম্পূর্ণ মনোনিবেশ করেছেন, তখন তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানো হবে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Surrogacy: সারোগেসি পদ্ধতি ঠিক কী? কত ধরনের সারোগেসি হয়?
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement