বয়স কি এগোচ্ছে চল্লিশের দিকে? এ সময় অনেকের জীবনেই শুরু হয় মিডলাইফ ক্রাইসিস৷ অনেকে ফিরে দেখতে চান অতীত পথে৷ হিসেব করে নেন কী পেয়েছেন আর কী পাননি৷ অনেকেই আবার নতুন করে শুরু করতে চান জীবন৷ তার পরও চল্লিশের কাছে পৌঁছে গেলে বাদ দিন কিছু অস্বাস্থ্যকর বিষয় (Habits to embrace if you are going to be of 40 years soon)৷
চল্লিশের আশেপাশে বা চল্লিশে পৌঁছে গেলে নেগেটিভ মানুষকে বাদ দিন জীবন থেকে৷ নেগেটিভ চিন্তাধাার মানুষ আপনাকে সব সময় পিছন দিকে টানবে৷ জীবনকে উপভোগ করার বদলে ক্রমশ বিৃতষ্ণা বাড়বে জীবনের উপর৷ ফলে মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে৷ পরিবার বা বন্ধুমহলে একজন নেগেটিভ মনস্ক থাকলেও আপনার অখুশির পাল্লা ভারী হতে বাধ্য৷