. সুরক্ষিত যৌনজীবনের জন্য কন্ডোম খুবই প্রয়োজনীয়৷ ভারতে বহুল ব্যবহৃত কন্ট্রসেপ্টিভের মধ্যে কন্ডোম অন্যতম৷ যৌনরোগ ছড়িয়ে পড়া রোধ করতেও কন্ডোম প্রাসঙ্গিক৷ কিন্তু কন্ডোম ব্যবহার করলে অনেক সময়েই তা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়(painful condom)৷ কী করে দূর করা যায় সেই সমস্যা? জানিয়েছেন সেক্সোলজিস্ট ডক্টর সারাংশ জৈন৷