West Medinipur News: সুবিশাল দালান, সাদা ধবধবে রাজ প্যালেস ঘিরে অগাধ ইতিহাস, ঘুরে দেখে আসুন এই গরমে

Last Updated:

West Medinipur News: সুবর্ণরেখা নদী কেন্দ্রে বাণিজ্য কেন্দ্র থেকে অর্থ তোলার জন্য মানসিংহ এই লক্ষণনাথে একটি পরিবারকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এখানেই গড়ে ওঠে তাদের রাজবাড়ি, জানুন ইতিহাস।

+
লক্ষ্মণনাথ

লক্ষ্মণনাথ রাজ প্যালেস 

পশ্চিম মেদিনীপুর: রাজবাড়ির সামনের অংশে, সারি দিয়ে থাকা বেশ কয়েকটি শিবের মন্দির। বিশাল আকার জায়গা জুড়ে প্রাচীন এক রাজবাড়ি। তবে অন্দরমহলেই কান পাতলে শোনা যায় ইতিহাসের কাহিনী। বাংলা এবং ওড়িশা সীমানা লাগোয়া, বর্তমানে ওড়িশা রাজ্যের অধীন এই রাজবাড়িশুধু ইতিহাস গবেষকদের কাছে ইতিহাসের এক আকর নয়, ভ্রমণপিপাসু মানুষের কাছে এক অন্যতম ডেস্টিনেশন।
তবে নেপথ্যে রয়েছে মোগল ও পাঠানের যুদ্ধের এক ইতিহাসের কাহিনী। স্বাভাবিকভাবে গরমের ছুটিতে কোথাও থেকে ঘুরে আসার পরিকল্পনা করলে ঘুরে দেখতে পারেন বাংলা সীমানায় থাকা এই সুপ্রাচীন রাজবাড়ি। জানতে পারবেন নানা ইতিহাস। বিশাল বিশাল খিলান যুক্ত এই রাজবাড়ি, সাদা ধবধবে রাজবাড়ির রুচি ও সংস্কৃতি মিল রয়েছে বাংলার সঙ্গে।
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের খুব কাছেই এক প্রাচীন জনপদ লক্ষণনাথ। সুবর্ণরেখা নদীর তীরবর্তী এই এলাকার এককালে ছিল ব্যবসা-বাণিজ্যের বন্দর। এখান থেকেই চলত ব্যবসা। ইংরেজ শাসনের আগে তৎকালীন বাংলার অন্তর্গত জলেশ্বর এবং সংলগ্ন এলাকায় মোগল পাঠানের যুদ্ধের সময় এই লক্ষণনাথ এলাকায় সুবর্ণরেখা নদীকে কেন্দ্র করে চলতো ব্যবসা বাণিজ্য। পরবর্তীতে ১৫৭৫ সালের পর পাঠানদের যুদ্ধে পরাস্ত করে মোগলরা। এরপর, বন্যার কারণে জলেশ্বর থেকে অনতিদূরে এবং সুবর্ণরেখা নদী কেন্দ্রে বাণিজ্য কেন্দ্র থেকে অর্থ তোলার জন্য মানসিংহ এই লক্ষণনাথে একটি পরিবারকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এখানেই গড়ে ওঠে তাঁদের রাজবাড়ি। তৎকালীন সময়ে এই এলাকা ছিল সুবে বাংলার অধীনে।
advertisement
রাজবাড়িটি মোগল স্থাপত্য অনুসরণে নির্মিত সামনে বিশাল মাঠ মোগল ভাবনায় যাকে বলা হয় দেওয়ান-ই-আম। প্রধান প্রবেশ পথ দিয়ে ভেতরে প্রবেশ করলে চারদিক ঘেরা মহলের মাঝখানে বিশাল উঠোন। পেছনের দিকে রয়েছে অন্দরমহল। এখানে যারা বসতি স্থাপন করেছিলেন তাদের পদবী রায়, তাই ওড়িশা সরকার এটিকে রায় মহাশয় প্যালেস বলে চিহ্নিত করেছেন। এখানে রয়েছেন ন’টি শিবের মন্দির রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দির। রাশানের পশ্চিম প্রান্তে রয়েছে শ্যামা মায়ের মন্দিরও। ইতিহাস গবেষকদের মতে, পরবর্তীতে বাংলা বিহার এবং ওড়িশা ভাগ হয়ে যাওয়ার পর লক্ষণনাথ থেকে যায় ওড়িশা রাজ্যের অধীনে। পাশেই দাঁতন হয়ে যায় বাংলার শেষ সীমানা। এখানেই গড়ে ওঠে সুবিশাল রাজবাড়ি।
advertisement
বর্তমানে সেই সময়ের কড়ি, বর্গা সুবিশাল দালান খিলান এবং একাধিক মন্দির এখনও রয়ে গিয়েছে। উত্তর পুরুষদের পাশাপাশি গ্রামের মানুষ তার রক্ষণাবেক্ষণ করেন। বিশাল আকার জায়গা জুড়েই প্রতিষ্ঠিত এই রাজবাড়ি। সামনেই রয়েছে একাধিক শিবের মন্দির। রয়েছে দুর্গা মন্ডপ থেকে আরও বেশকিছু মন্দিরও। এখানের ভাষা, লোকসংস্কৃতি এবং রুচি দুই রাজ্যের মিশ্র সংস্কৃতির প্রভাবে তৈরি। স্বাভাবিকভাবে এই দেশের ছুটিতে যারা একটু ঘুরে আসার প্ল্যান করছেন তারা ঘুরে দেখতে পারেন বাংলা ও ওড়িশা সীমানায় থাকার এই রাজবাড়ি। জানতে পারবেন নানা ইতিহাস।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
West Medinipur News: সুবিশাল দালান, সাদা ধবধবে রাজ প্যালেস ঘিরে অগাধ ইতিহাস, ঘুরে দেখে আসুন এই গরমে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement