'দাঁড়াও, তোমার হাত কাঁপছে কেন...?' চিৎকার করে উঠল কনে! পরমুহূর্তে যা ঘটল, ঘাম ছুটল বরের!

Last Updated:
Groom: সম্প্রতি এমনই একটি ঘটনা চরম শোরগোল ফেলে দিয়েছে যেখানে মালাবদলের ঠিক আগের মুহূর্তেই ঘটে যায় চমকে দেওয়া ঘটনা। এমনই কিছু, যে মুহূর্তের মধ্যে বিয়ে নিয়ে মতবদল করে কনে। কী এমন ঘটেছিল সেই বিয়ের রাতে?
1/13
চলছে বিয়ের মরশুম। আর তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একের পর এক নতুন নতুন বিয়ের ঘটনা ও ছবি ভাইরাল হচ্ছে। কোথাও বিয়ের নানা সুন্দর সুন্দর মুহূর্ত যেমন সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কাড়ে তেমনই আবার উঠে আসে এমন কিছু ঘটনা যা মুহূর্তে কাঁপিয়ে দেয় বুক। Representative Image
চলছে বিয়ের মরশুম। আর তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একের পর এক নতুন নতুন বিয়ের ঘটনা ও ছবি ভাইরাল হচ্ছে। কোথাও বিয়ের নানা সুন্দর সুন্দর মুহূর্ত যেমন সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কাড়ে তেমনই আবার উঠে আসে এমন কিছু ঘটনা যা মুহূর্তে কাঁপিয়ে দেয় বুক। Representative Image
advertisement
2/13
সম্প্রতি এমনই একটি ঘটনা চরম শোরগোল ফেলে দিয়েছে যেখানে মালাবদলের ঠিক আগের মুহূর্তেই ঘটে যায় চমকে দেওয়া ঘটনা। এমনই কিছু ঘটে যায় যে মুহূর্তের মধ্যে বিয়ে নিয়ে মতবদল করে কনে। কী এমন ঘটেছিল সেই বিয়ের রাতে? Representative Image
সম্প্রতি এমনই একটি ঘটনা চরম শোরগোল ফেলে দিয়েছে যেখানে মালাবদলের ঠিক আগের মুহূর্তেই ঘটে যায় চমকে দেওয়া ঘটনা। এমনই কিছু ঘটে যায় যে মুহূর্তের মধ্যে বিয়ে নিয়ে মতবদল করে কনে। কী এমন ঘটেছিল সেই বিয়ের রাতে? Representative Image
advertisement
3/13
জানা যায়, উত্তরপ্রদেশের মহারাজপুরে, বর যখন কনের গলায় মালা পরাতে উদ্যত হন, তখনই কনে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। দুই পক্ষের মধ্যে এরপর অনেক বাকবিতণ্ডা চলে। পঞ্চায়েত পর্যন্ত ডাকা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষমেশ কনে ছাড়াই বরযাত্রী ফিরে যেতে বাধ্য হয়। Representative Image
জানা যায়, উত্তরপ্রদেশের মহারাজপুরে, বর যখন কনের গলায় মালা পরাতে উদ্যত হন, তখনই কনে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। দুই পক্ষের মধ্যে এরপর অনেক বাকবিতণ্ডা চলে। পঞ্চায়েত পর্যন্ত ডাকা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। শেষমেশ কনে ছাড়াই বরযাত্রী ফিরে যেতে বাধ্য হয়। Representative Image
advertisement
4/13
উত্তর প্রদেশের মহারাজপুরের এই বিয়ের ছাদনাতলায় ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, বর যখন কনের গলায় মালা পরাতে যান তখনই কনের চোখ পড়ে যায় তাঁর হাতের দিকে। কনে আচমকা বলে ওঠেন, "আমি এই বিয়ে করব না।" Representative Image
উত্তর প্রদেশের মহারাজপুরের এই বিয়ের ছাদনাতলায় ঠিক কি ঘটেছিল? জানা গিয়েছে, বর যখন কনের গলায় মালা পরাতে যান তখনই কনের চোখ পড়ে যায় তাঁর হাতের দিকে। কনে আচমকা বলে ওঠেন, "আমি এই বিয়ে করব না।" Representative Image
advertisement
5/13
কনের এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায়। উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে যায় যে পঞ্চায়েত পর্যন্ত ডাকতে হয়। এই গোটা নাটকটি ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। কনে ছাড়াই শেষমেশ বিদায় নিতে হয় বর ও বরযাত্রীকে। Representative Image
কনের এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই হতবাক হয়ে যায়। উভয় পক্ষের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। পরিস্থিতি এতটাই শোচনীয় হয়ে যায় যে পঞ্চায়েত পর্যন্ত ডাকতে হয়। এই গোটা নাটকটি ঘণ্টার পর ঘণ্টা চলতে থাকে। কনে ছাড়াই শেষমেশ বিদায় নিতে হয় বর ও বরযাত্রীকে। Representative Image
advertisement
6/13
জানা যায়, মহারাজপুরের একটি গ্রামের এক মেয়ের বিয়ে শিবলি এলাকার এক যুবকের সঙ্গে ঠিক হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বাজনা বাজিয়ে মহা ধুমধামের সঙ্গে কনের বাড়ির দরজায় বরযাত্রীরা এসে পৌঁছয়। Representative Image
জানা যায়, মহারাজপুরের একটি গ্রামের এক মেয়ের বিয়ে শিবলি এলাকার এক যুবকের সঙ্গে ঠিক হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় বাজনা বাজিয়ে মহা ধুমধামের সঙ্গে কনের বাড়ির দরজায় বরযাত্রীরা এসে পৌঁছয়। Representative Image
advertisement
7/13
দ্বারচরের আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তখন শুভ মুহূর্ত মেনে মালা বদলের পালা। বর-কনে এসে দাঁড়ালেন ছাদনাতলায়। দুজনের হাতেই মালা। এরপরেই ঘটল সেই চমকে দেওয়া ঘটনাটি। Representative Image
দ্বারচরের আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর তখন শুভ মুহূর্ত মেনে মালা বদলের পালা। বর-কনে এসে দাঁড়ালেন ছাদনাতলায়। দুজনের হাতেই মালা। এরপরেই ঘটল সেই চমকে দেওয়া ঘটনাটি। Representative Image
advertisement
8/13
বর যখন কনের গলায় মালা পরাতে শুরু করল, তখনই কনের চোখ পড়ল তাঁর হাতের দিকে। কনে দেখলেন, বরের হাত কাঁপছিল। কনে সঙ্গে সঙ্গে বেঁকে বসল, বলল, 'দাঁড়াও, তোমার হাত কাঁপছে কেন?' Representative Image
বর যখন কনের গলায় মালা পরাতে শুরু করল, তখনই কনের চোখ পড়ল তাঁর হাতের দিকে। কনে দেখলেন, বরের হাত কাঁপছিল। কনে সঙ্গে সঙ্গে বেঁকে বসল, বলল, 'দাঁড়াও, তোমার হাত কাঁপছে কেন?' Representative Image
advertisement
9/13
উত্তরে বর চুপ করে রইল। তখন বরের পরিবারের সদস্যরা বলেন যে তিনি- হয়ত নার্ভাস ছিলেন। কিন্তু কনে এইসব অজুহাতে কর্ণপাত করলেন না। উল্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, "না, আমি এঁকে বিয়ে করব না। তিনি হয় অসুস্থ, নয়তো মদ্যপান করেছে।" Representative Image
উত্তরে বর চুপ করে রইল। তখন বরের পরিবারের সদস্যরা বলেন যে তিনি- হয়ত নার্ভাস ছিলেন। কিন্তু কনে এইসব অজুহাতে কর্ণপাত করলেন না। উল্টে তিনি স্পষ্ট জানিয়ে দেন, "না, আমি এঁকে বিয়ে করব না। তিনি হয় অসুস্থ, নয়তো মদ্যপান করেছে।" Representative Image
advertisement
10/13
কনের পরিবারের সদস্যরা তখন হইহই করে ওঠেন। তাঁরা জানান, এমনকি 'দ্বারচর' অনুষ্ঠানের সময়ও বরের হাত কাঁপছিল। সেটা মোটেই নার্ভাসনেস বা উদ্বেগের লক্ষণ নয়। হতে পারে বর মদ্যপান করেছেন। Representative Image
কনের পরিবারের সদস্যরা তখন হইহই করে ওঠেন। তাঁরা জানান, এমনকি 'দ্বারচর' অনুষ্ঠানের সময়ও বরের হাত কাঁপছিল। সেটা মোটেই নার্ভাসনেস বা উদ্বেগের লক্ষণ নয়। হতে পারে বর মদ্যপান করেছেন। Representative Image
advertisement
11/13
এরপরেই বর-কনে দু-পক্ষের লোকেদের মধ্যে এই নিয়ে তুমুল গণ্ডগোল বেঁধে যায়। তাঁরা একে অপরের সঙ্গে সাথে তর্ক শুরু করে দেন। বিষয়টি আরও তীব্র আকার ধারণ করলে, পঞ্চায়েত ডাকা হয়। কিন্তু কিছুতেই কিছু মীমাংসা হয়নি। Representative Image
এরপরেই বর-কনে দু-পক্ষের লোকেদের মধ্যে এই নিয়ে তুমুল গণ্ডগোল বেঁধে যায়। তাঁরা একে অপরের সঙ্গে সাথে তর্ক শুরু করে দেন। বিষয়টি আরও তীব্র আকার ধারণ করলে, পঞ্চায়েত ডাকা হয়। কিন্তু কিছুতেই কিছু মীমাংসা হয়নি। Representative Image
advertisement
12/13
পরদিন অর্থাৎ শনিবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে আলোচনা চলে। অনেক প্রভাবশালী ব্যক্তিও এগিয়ে এসেছিলেন বরের পক্ষের হয়ে কথা বলতে, কিন্তু মেয়েটি কিছুতেই আর বিয়েতে রাজি হননি। Representative Image
পরদিন অর্থাৎ শনিবার সকাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে আলোচনা চলে। অনেক প্রভাবশালী ব্যক্তিও এগিয়ে এসেছিলেন বরের পক্ষের হয়ে কথা বলতে, কিন্তু মেয়েটি কিছুতেই আর বিয়েতে রাজি হননি। Representative Image
advertisement
13/13
শেষ পর্যন্ত, উভয় পক্ষের তরফে পঞ্চায়েতের করের লেনদেন এবং খরচ বিনিময় করা হয়। দিনভর বিয়ে নিয়ে তুমুল জল্পনা চলতে থাকে গোটা এলাকায়। পরে কনের পরিবারের সদস্যরা জানান, বর মাতাল ছিল, মদ খেয়ে বিয়ে করতে এসেছিল যা কিছুতেই মেনে নেওয়া যায় না। Representative Image
শেষ পর্যন্ত, উভয় পক্ষের তরফে পঞ্চায়েতের করের লেনদেন এবং খরচ বিনিময় করা হয়। দিনভর বিয়ে নিয়ে তুমুল জল্পনা চলতে থাকে গোটা এলাকায়। পরে কনের পরিবারের সদস্যরা জানান, বর মাতাল ছিল, মদ খেয়ে বিয়ে করতে এসেছিল যা কিছুতেই মেনে নেওয়া যায় না। Representative Image
advertisement
advertisement
advertisement