Weekend Trip: ঠিক যেন এক রূপকথার জগৎ! বৃষ্টিতে কংসাবতীর কূল ছাপানো বর্ষার রূপ, কংসাবতীর কূল ছাপানো বর্ষার রূপ, উইকএন্ড কাটানোর সেরা জায়গা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Weekend Trip: কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সূর্যাস্ত দেখতে অনেকে আসেন।
বাঁকুড়া: কংসাবতী নদীর পাশে একটা সুন্দর ছোট্ট পাহাড়। শাল মহুয়ার জঙ্গলে ঘেরা বাঁকুড়ার সারেঙ্গা এই বড়দি পাহাড় তলিতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সঙ্গে সূর্যাস্ত দেখতে অনেকে আসেন। বাঁকুড়া জেলার এটি একটি আপেক্ষিক ভাবে নতুন পর্যটনকেন্দ্র হল বড়দি পাহাড়। পাহাড় নয়, এটি একটি ছোট টিলা।
বাঁকুড়া থেকে রাইপুরের রাস্তায় পড়ে পিড়রগাড়ি মোড়। সেখান থেকে খাতড়া যাওয়ার রাস্তায় ছ’কিমি দূরে চুয়াগাড়া মোড়। ওই মোড় থেকে চার কিলোমিটার গেলেই পাওয়া যাবে নেতুরপুর পঞ্চায়েতের কালাপাথর গ্রাম লাগোয়া বড়দি পাহাড়। তার কোলঘেঁষে বয়ে চলেছে কংসাবতী নদী। নদীর তীরে কালাপাথর গ্রামে রয়েছে একটি ঝর্ণা। স্থানীয় মানুষের কাছে তা কালাঝর্ণা নামে পরিচিত।
advertisement
আরও পড়ুন: বাঁকুড়ার কাছেই এই রাজবাড়ি ইতিহাসের জীবন্ত দলিল, সপ্তাহান্তে ঘুরে আসুন
পাহাড় বাদেও রয়েছে, একটি ইকো রিসোর্ট। এই ইকো রিসোর্ট টিতে রয়েছে সব রকমের ব্যবস্থা। থাকা, খাওয়া, বাচ্চাদের জন্য পার্ক। প্রিয় মানুষের সঙ্গে হাঁটার জন্য সুন্দর রোমান্টিক রাস্তা। মূলত পাহাড় নদী ছাড়াও এই ইকোরিসোরিটি হচ্ছে মূল একটি আকর্ষণের জায়গা। মানুষের ভিড় শীতে স্বাভাবিকভাবেই বেশি! তবে বর্ষাতেও দেখা যায় ভিড়।
advertisement
advertisement
আরও পড়ুন: হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাক্ষী বাঁকুড়ার এই রাজবাড়ি, অবশ্যই ঢুঁ মারুন! গেলে ফিরতে চাইবেন না গ্যারান্টি…
এই বর্ষায় ঘুরে দেখুন অজানা অচেনা বাঁকুড়া! বর্ষা কিন্তু বেশ ভালই রয়েছে। মিস করবেন না কিন্তু বাঁকুড়ার বড়দি পাহাড় ইকো রিসোর্ট, এবং নদীর ধারের টিলা।
নীলাঞ্জন ব্যানার্জী
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 5:45 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: ঠিক যেন এক রূপকথার জগৎ! বৃষ্টিতে কংসাবতীর কূল ছাপানো বর্ষার রূপ, কংসাবতীর কূল ছাপানো বর্ষার রূপ, উইকএন্ড কাটানোর সেরা জায়গা
