Weekend Destination: বাংলার মধ্যেই প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা! ২দিনের জন‍্য নতুন ঠিকানা হলুদ পলাশের দেশে!

Last Updated:

পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্যে পালাবদলের পর ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ছোট বড় হোমস্টে। কিন্তু তারই মাঝখানে একটি ব্যতিক্রমী হোম স্টে এটা যেখানে গেলে মিলবে হলুদ পলাশ।

+
ঝাড়গ্রামের

ঝাড়গ্রামের হলুদ পলাশের বাগান 

ঝাড়গ্রাম: রাজ্যের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম এক উল্লেখযোগ্য ঠিকানা। দূর দূরান্ত থেকে শহরের কোলাহল ভুলে নির্জন প্রকৃতির মাঝখানে হাওয়া বদলের জন্য ছুটে আসে। পর্যটকদের কথা মাথায় রেখে রাজ্যে পালাবদলের পর ঝাড় গ্রামের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে ছোট বড় হোমস্টে। কিন্তু তারই মাঝখানে একটি ব্যতিক্রমী হোমস্টের নাম হল ঘরোয়া।
আরও পড়ুনঃ মাত্র ‘৩‘ লক্ষণে বুঝবেন হার্ট অ‍্যাটাক আসন্ন! অবহেলা করলেই সর্বনাশ! মিলিয়ে নিন
ঝাঁ ঝা চকচকে, রাজকীয় পরিবেশের থেকে কিছুটা দূরে এসে ঝাড়গ্রামের বাণীভবনে তৈরি হয়েছে এই ঘরোয়া নামকর হোমস্টে। ঘরোয়া নামকরণ এর পেছনে রয়েছে আলাদা এক তাৎপর্যপূর্ণ যুক্তি। হোমস্টে মানেই ঝা চকচকে চার দেওয়াল, কোথাও বা আবার সুইমিংপুলের চাকচিক্য, কোথাও আর রংবাহারি আলোর ঝলকানি, কিন্তু এই ঘরোয়া হোম স্টে তে রয়েছে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ। দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষ হাওয়া বদলের উদ্দেশ্যে ঝাড়গ্রামকে বেছে নেয় তাঁরা যাতে বাড়িকে পিছনে ফেলে রেখে আবার যেন ঘরেরই পরিবেশ ফিরে পায় তাই জন্য এই ঘরোয়া হোমস্টে গড়ে তোলা।
advertisement
এই হোমস্টেতে বসন্ত ঋতুতে বাড়তি পাওনা হলুদ পলাশ। সর্বত্র নানা রংবেরঙের পলাশ দেখা গেলেও হলুদ পলাশ কিন্তু অত্যন্ত ব্যতিক্রমী। এই হলুদ পলাশ এই হোমস্টেতে এলেই একমাত্র দেখতে পাওয়া যাবে, যা দেখে এই হোমস্টে তে থাকা আবাসিকদের মন ভরিয়ে দেবে। এই হোমস্টেতে জঙ্গলমহলের সাংস্কৃতিক যে নৃত্য সেই নৃত্যের নামে হোমস্টের রুমগুলির নামকরণ করা হয়েছে। যেমন রয়েছে টুসু, ভাদু, ঝুমুর। হোমস্টেতে আসা অতিথীরা যাতে জঙ্গলমহলের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে জানতে পারে সেই জন্যই এই নামকরণ। এই হোমস্টেতে চারটি রুম রয়েছে। সবুজে ঘেরা প্রাকৃতিক ঘরোয়া পরিবেশের মধ্যে মানুষের মন জুড়িয়ে দিতে এই হোমস্টে।
advertisement
advertisement
ঘর ছেড়ে এসে শহরের কোলাহল থেকে ধরে আবারো ঘরের পরিবেশ ফিরে পেতে এই হোমস্টেতে মানুষ যাতে বারবার ফিরে আসে সেই জন্যই শহরের বুকে গড়ে ওঠা আর পাঁচটা হোমস্টে রিসোর্ট থেকে ব্যতিক্রমী ভাবনা নিয়ে ব্যতিক্রমী নাম নিয়ে এই ঘরোয়া হোমস্টে তৈরি। অতিথিরাও এখানে এসে নিজেদের ঘরের পরিবেশকে পেয়ে স্বাভাবিকভাবেই যেন নিজেদের ঘরের চেনা ছন্দে ফিরে পায়।
advertisement
বুদ্ধদেব বেরা
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Destination: বাংলার মধ্যেই প্রাকৃতিক সৌন্দর্যের ঠিকানা! ২দিনের জন‍্য নতুন ঠিকানা হলুদ পলাশের দেশে!
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement