Weekend Destination: নিরিবিলিতে ইতিহাসের কোলে কিছুটা সময় কাটাতে চান? দু'দিনের ছুটিতে ঘুরে আসুন এই জায়গায়

Last Updated:

সমুদ্র, পাহাড় বাদ দিয়ে কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চান? ইতিহাস-সংস্কৃতি আপনাকে টানে? তবে এই শীতে আপনার জন্য অপেক্ষা করছে মনের মতো এক ডেস্টিনেশন

+
ইতিহাস

ইতিহাস ক্ষেত্র

পশ্চিম মেদিনীপুর: বেড়াতে পছন্দ করেন? সমুদ্র, পাহাড় বাদ দিয়ে কিছুটা সময় নিরিবিলিতে কাটাতে চান? ইতিহাস-সংস্কৃতি আপনাকে টানে? তবে এই শীতে আপনার জন্য অপেক্ষা করছে মনের মতো এক ডেস্টিনেশন। নদীর পাড়ে সাজানো এক মন্দির নগরী, যা শুধু চোখে দেখলেই প্রশান্তি মেলে। কলকাতা থেকে খুব কাছেই, অত্যন্ত কম খরচে যাওয়া যায় এই জায়গায়।
গ্রামের এক পাশ দিয়ে বয়ে গিয়েছে কংসাবতী নদী। তার পাড়েই রয়েছে একাধিক প্রাচীন মন্দির যা বিভিন্ন প্রাচীন রীতির আদলে নির্মিত। কোথাও রয়েছে টেরাকোটার ছোঁয়া, কোনওটি আবার বেশ কয়েকশো বছর পুরানো। অনতিদূরে জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, এখনও রয়েছে কয়েকটি মন্দির, রাসমঞ্চ।
মেদিনীপুর শহর থেকে সামান্য দূরেই অবস্থিত পাথরা গ্রাম। ছোট্ট এই গ্রামে দেউল, রত্ন, দালান, প্রায় সমস্ত রীতিরই মন্দির দেখা যায়। গ্রামে প্রবেশ করলে লক্ষ্য করতে পারবেন একাধিক মন্দির, সংখ্যা প্রায় তিরিশেরও বেশি। পাশ দিয়ে বয়ে চলেছে কংসাবতী নদী। তার পাশেই গড়ে উঠেছে বিভিন্ন মন্দির। কোনও মন্দির টেরাকোটা শিল্প রীতিতে নির্মিত, কোনওটি পঞ্চরত্ন মন্দির, আবার কোনওটি দেউল রীতির আদলে নির্মিত। এলাকার ইতিহাস গবেষক ইয়াসিন পাঠান এই মন্দিরগুলি  সংরক্ষণের উদ্যোগ নিয়েছিলেন। পরবর্তীতে সরকারিভাবে এই মন্দির সংরক্ষণের ব্যবস্থা করা হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত এলাকার জমিদার হিসেবে পরিচিত ছিল মজুমদার পরিবার। তাদের পৃষ্ঠপোষকতায় এই  আলাকায় একাধিক মন্দির গড়ে ওঠে। প্রতিদিনের কাজের চাপ , শহরের কোলাহল, দৈনন্দিন ব্যস্ততা ছেড়ে গ্রামীণ পরিবেশে ইতিহাসের কোলে কিছুটা সময় কাটাতে চাইলে চলে আসুন পাথরা গ্রামে। বাস, ট্রেন কিংবা চার-চাকার গাড়িতে এখানে পৌঁছনো যায়। বাসে এলে নামতে হবে মেদিনীপুর বাস স্ট্যান্ডে, সেখান থেকে টোটোয় চেপে পৌঁছে যাবেন এই গ্রামে। ট্রেনে এলে নামতে হবে মেদিনীপুর স্টেশনে।
advertisement
গুগল লোকেশন: https://maps.app.goo.gl/M3FbwyTkDQvc1dw29
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Destination: নিরিবিলিতে ইতিহাসের কোলে কিছুটা সময় কাটাতে চান? দু'দিনের ছুটিতে ঘুরে আসুন এই জায়গায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement