Vitamin-D Deficiency: শরীরে নেই পর্যাপ্ত ভিটামিন ডি? করোনায় আক্রান্ত হলে বাড়বে সমস্যা, হতে পারে মৃত্যুও, বলছে গবেষণা

Last Updated:

Coronavirus: পর্যাপ্ত ভিটামিন ডি যাদের ছিল সেই রোগীদের মৃত্যুহার ছিল ২.৩ শতাংশ, উল্টোদিকে ভিটামিন ডি-এর ঘাটতি হওয়া রোগীদের ক্ষেত্রে মৃত্যুর হার ২৫.৬ শতাংশ

স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। সংক্রমণের নিরিখে শীর্ষে আজ ফের কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৮ জন। তবে অন্যান্য জেলায় সংক্রমিতের সংখ্যা ১০০-এর নিচেই। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৭৩৬ জন। মৃত্যু হয়েছে ৩২ জনের। সংক্রমণের নিরিখে শীর্ষে আজ ফের কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় কোভিড পজিটিভ ১০৮ জন। তবে অন্যান্য জেলায় সংক্রমিতের সংখ্যা ১০০-এর নিচেই। এদিন রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৭ হাজার ২৪৯ জন।
#নয়াদিল্লি: শরীরে ভিটামিন ডি-এর (vitamin D) অভাব থাকলে কোভিড-১৯ আক্রান্ত হলে গুরুতর ক্ষেত্রে মৃত্যুও ঘটছে (Vitamin-D Deficiency), জানা গিয়েছে নতুন একটি গবেষণায়। ‘PLOS ONE Journal-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা। ইজরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের আজরিলি ফ্যাকাল্টি অফ মেডিসিন এবং ইসরায়েলের নাহারিয়ার গ্যালিলি মেডিকেল সেন্টারের গবেষকরা ভিটামিন ডি-এর অভাব (Vitamin-D Deficiency) এবং কোভিড-১৯ সংক্রমণ ও মৃত্যুহারের মধ্যে সম্পর্ক খুঁজে বের করেছেন।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে গ্যালিলি মেডিক্যাল সেন্টারে (GMC) করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১,১৭৬ জন রোগীর উপর এই গবেষণা করা হয়। ভিটামিন ডি-এর অভাব (20 ng/mL-এর কম) থাকা রোগীদের কোভিড সংক্রমণ ও আশঙ্কার সম্ভাবনা যাদের ভিটামিন ডি বেশি (40 ng/mL-এর বেশি) তাদের থেকে ১৪ গুণ বেশি।
advertisement
advertisement
গুরুত্বপূর্ণ বিষয়, পর্যাপ্ত ভিটামিন ডি যাদের ছিল সেই রোগীদের মৃত্যুহার ছিল ২.৩ শতাংশ, উল্টোদিকে ভিটামিন ডি-এর ঘাটতি (Vitamin-D Deficiency) হওয়া রোগীদের ক্ষেত্রে মৃত্যুর হার ২৫.৬ শতাংশ।
বয়স, লিঙ্গ, ঋতু (গ্রীষ্ম/শীতকালীন), দীর্ঘস্থায়ী রোগভোগ সবকিছুকে মিলিয়েই এই গবেষণা করা হয় যার ফলাফল বলছে শরীরে কম ভিটামিন ডি স্তর রোগের তীব্রতা এবং মৃত্যুহার বাড়াতে পারে।
advertisement
“আমাদের প্রাপ্ত ফলাফল থেকে এটাই বলা যায় যে শরীরে ভিটামিন ডি-এর স্বাভাবিক মাত্রা বজায় রাখা বাঞ্ছনীয়। যারা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের জন্য এটা উপকারী,” বলেন গ্যালিলি মেডিকেল সেন্টার এবং বার-ইলান ইউনিভার্সিটির আজরিয়েলি ফ্যাকাল্টি অফ মেডিসিনের ডাঃ অ্যামিয়েল ড্রর। তিনি আরও বলেন, “স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে নিয়মিত ভিটামিন ডি (Vitamin-D Deficiency) গ্রহণের জন্য সকলেই একমত।”
advertisement
গবেষণায় অংশগ্রহণকারী এন্ডোক্রিনোলজিস্ট ডাঃ আমির বাশকিন বলেন, “বিশেষত কোভিড-১৯ মহামারীর ক্ষেত্রে এটা ঠিকই যে পর্যাপ্ত ভিটামিন ডি শ্বাসকষ্টজনিত অসুস্থতাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে।”
গবেষণার সহ-লেখক অধ্যাপক মাইকেল এডেলস্টেইন বলেন, “কোভিড-১৯ এর আক্রান্ত হলে সমস্যাগুলিকে বাড়িয়ে তুলে মৃত্যুর দিকেও ঠেকে দিতে পারে রোগীর ভিটামিন ডি-এর ঘাটতি।”
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vitamin-D Deficiency: শরীরে নেই পর্যাপ্ত ভিটামিন ডি? করোনায় আক্রান্ত হলে বাড়বে সমস্যা, হতে পারে মৃত্যুও, বলছে গবেষণা
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement