International Day of Zero Tolerance for Female Genital Mutilation 2022: যৌনসুখ কমাতে সেলাই করে দেওয়া হয় যোনিপথ! ঘৃণ্য প্রথার বিরুদ্ধে গর্জে ওঠার দিন আজ

Last Updated:

Female genital mutilation: মহিলাদের যৌনসুখের অধিকারকে খর্ব করার জন্য এমন ভয়ঙ্কর প্রথা প্রচলিত রয়েছে যেখানে মহিলার ক্লিটোরিস এবং ল্যাবিয়া কেটে ফেলা হয়।

#নয়াদিল্লি: ফিমেল জেনিটাল মিউটিলেশন (Female genital mutilation)! বিশ্বের নানান প্রান্তে এখনও মহিলাদের যৌনসুখের অধিকারকে খর্ব করার জন্য এমন ভয়ঙ্কর প্রথা প্রচলিত রয়েছে যেখানে মহিলার ক্লিটোরিস এবং ল্যাবিয়া কেটে ফেলা হয়। মহিলাদের যৌনইচ্ছা ও যৌন আনন্দ কমিয়ে দিতে যোনিপথের বেশিরভাগ অংশ সেলাই করেও দেওয়া হয়! সাধারণত কন্যাশিশুদের উপরই এই অত্যাচার চলে আসছে সামাজিক নিয়মের নাম করে। International Day of Zero Tolerance for Female Genital Mutilation 2022 নারীর যৌনাঙ্গ কেটে ফেলার বিরুদ্ধে গর্জে ওঠার দিন। এই অপমানজনক অভ্যাসের অবসান ঘটাতে সচেতনতা বাড়াতে এই দিনটি পালিত হচ্ছে বিশ্বজুড়ে। প্রতি বছর ৬ ফেব্রুয়ারি পালিত হয় International Day of Zero Tolerance for Female Genital Mutilation।
থিম
চলতি মাসেই জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ঘোষণা করেন নারী যৌন অঙ্গচ্ছেদের বিরুদ্ধে জিরো টলারেন্সের আন্তর্জাতিক দিবসের এবারের মূল থিম নারী যৌনাঙ্গচ্ছেদ বন্ধে বিনিয়োগকে ত্বরান্বিত করা (Accelerating Investment to End Female Genital Mutilation)। প্রতি বছর চার মিলিয়নেরও বেশি মেয়ে এই প্রথার শিকার হয়। জাতিসংঘ এমন আয়োজনগুলিতে বিনিয়োগ করার পরিকল্পনা করেছে যা এমন সামাজিক আচার ও বিশ্বাস পরিবর্তনে সহায়তা করতে পারে।
advertisement
advertisement
ইতিহাস
আফ্রিকার নানান দেশ, দক্ষিণ কুর্দিস্তান, ইয়েমেন, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া এবং ভারতের মুম্বইয়ের মতো অনেক জায়গাতেই মহিলাদের লিঙ্গচ্ছেদের প্রথাটি রয়েছে। সাধারণত মহিলারাই নিজেদের কন্যা সন্তানদের যৌন আনন্দকে দমিয়ে রাখতে এই প্রথা পালন করেন। তাদের বিশ্বাস মেয়েদের যৌনাঙ্গ ছেদ করলে তা তাদের শুদ্ধ ও পবিত্র করে তোলে। তাদের আরও বিশ্বাস যে মহিলাদের যৌনাঙ্গ বিকৃত করলে যৌনমিলনের সময় পুরুষদের সুখ আরও বহুগুণ বেড়ে যায়।
advertisement
১৯৭০ সাল থেকে এই জঘন্য প্রথা নিয়ে সরব হয়েছেন মানুষ। মূত্রনালীর দীর্ঘস্থায়ী সংক্রমণ, ঋতুচক্রের সমস্যা, ক্রমাগত ব্যথা, গুরুতর রক্তপাত, সিস্ট তৈরি এবং প্রসবকালীন জটিলতার মতো ক্ষতিকারক প্রভাবগুলিকে বারে বারে তুলে ধরেছেন বিরোধীরা।
পশ্চিম আফ্রিকার টোগো জনজাতির ফৌজিয়া কাসিন্দজা যৌনাঙ্গ বিকৃতির শিকার হওয়া থেকে অল্পের জন্য পালিয়ে বাঁচেন এবং পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের মানসিক হাসপাতালে ঠাঁই হয় তাঁর। ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে এই জঘন্য সমস্যাটিকে ফের প্রকাশ্যে আনে। জাতিসংঘের সাধারণ পরিষদ, ২০১২ সালের ৬ ফেব্রুয়ারিকে নারীর যৌন অঙ্গচ্ছেদের জন্য জিরো টলারেন্স আন্তর্জাতিক দিবস হিসাবে প্রতিষ্ঠা করে।
advertisement
তাৎপর্য
মহিলাদের যৌনাঙ্গচ্ছেদ একজন মহিলার শারীরিক অখণ্ডতা এবং স্বাস্থ্যের মৌলিক অধিকার লঙ্ঘন করে। অনেক দেশই এই প্রথাকে নিষিদ্ধ করেলেও বিশ্বের কিছু অংশে তা এখনও গোপনে অব্যাহত। জাতিসঙ্ঘের দীর্ঘস্থায়ী উন্নয়ন লক্ষ্য ৫ অনুযায়ী, নারীর যৌন অঙ্গচ্ছেদ বিরোধী আন্তর্জাতিক দিবসের লক্ষ্য হল ২০৩০ সালের মধ্যে এই প্রথা সম্পূর্ণরূপে নির্মূল করার অভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
International Day of Zero Tolerance for Female Genital Mutilation 2022: যৌনসুখ কমাতে সেলাই করে দেওয়া হয় যোনিপথ! ঘৃণ্য প্রথার বিরুদ্ধে গর্জে ওঠার দিন আজ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement