Valentine's week 2022: আসছে প্রেমের সপ্তাহ! প্রিয় মানুষের জন্য কীভাবে সাজিয়ে রাখবেন গোলাপ বা চুম্বন?

Last Updated:

Happy Valentine's Day: কথা দিন, ভরসা দিন। যতই ঝড় আসুক না কেন ভালোবাসাকে ফেলে যাবেন না পথের ধারে।

#নয়াদিল্লি: ভালোবাসার সপ্তাহ অর্থাৎ Valentine's week শুরু হতে চলেছে ৭ ফেব্রুয়ারি ২০২২। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই বিশেষ প্রেম সপ্তাহের (Valentine's week 2022) পিছনে রয়েছে ২৭০ খ্রিস্টাব্দের একটি গল্প। বলা হয়, সেই সময়ে রোমান সাম্রাজ্যে দ্বিতীয় ক্লডিয়াস গথিকাস নামে একজন মানুষ থাকতেন যিনি প্রেম ও বিবাহের কঠোর বিরোধী ছিলেন। ক্লডিয়াস বিশ্বাস করতেন, প্রেম বা বিয়ে করলে লক্ষ্যচ্যুত হয়ে সৈন্যরা যুদ্ধে হেরে যায়।
এই কারণে তিনি তাঁর শাসনামলে সৈন্যদের বিয়ে নিষিদ্ধ করেছিলেন। কিন্তু ওই একই রাজ্যে ভ্যালেন্টাইন (Saint Valentine) নামে একজন ক্যাথলিক উপাসকও ছিলেন। এই আদেশের বিরোধিতা করায় ক্লডিয়াস ভ্যালেন্টাইনকে হত্যা করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে দিনটিতে সেন্ট ভ্যালেন্টাইন (Saint Valentine) মারা যান, সেইন ছিল ১৪ ফেব্রুয়ারি। তখন থেকে এই দিনটি ভ্যালেন্টাইনস ডে (Valentine's Day) হিসাবে পালিত হচ্ছে।
advertisement
advertisement
ভ্যালেন্টাইন সপ্তাহে (Valentine's week 2022) কী কী প্ল্যান করবেন এখন থেকেই ভেবে রাখুন:
প্রথম দিন - Rose Day
শুধু যে প্রেমিক প্রেমিকাদেরই উৎসব এই দিনটা, এমন নয়। বন্ধুবান্ধব ও প্রিয়জনকে গোলাপ উপহার দিয়েও রোজ ডে উদযাপন করতে পারেন। কিন্তু সঙ্গী ছাড়া অন্য কাউকে গোলাপ দিতে হলে সঠিক রঙের গোলাপ বেছে নিতেই হবে। গোলাপ ফুলের অনেক রঙ এবং প্রতিটা রঙের অর্থও ভিন্ন।
advertisement
দ্বিতীয় দিন - Propose Day
প্রেমের প্রস্তাব দিতে নির্দিষ্ট দিন লাগে নাকি? যে কোন সময়ই প্রেমের প্রস্তাব দেওয়া যায়, কিন্তু প্রেমের প্রস্তাব দিতে হলে ভ্যালেন্টাইনস সপ্তাহের (Valentine's week 2022) দ্বিতীয় দিনটিও বেছে নিতে পারেন। প্রি সঙ্গীকে বারেবারেই জানাতে পারেন ভালোবাসার কথা।
তৃতীয় দিন - Chocolate Day
প্রিয়জনকে তাঁদের প্রিয় চকলেট উপহার দিতে পারেন। বাজারে বিভিন্ন ডিজাইন ও ফ্লেভারের চকলেট তো পাওয়াই যায়। চকলেট আর প্রেমের সম্পর্ক দীর্ঘকালের। চকলেটে জমে উঠুক আপনার চকলেটি প্রেম।
advertisement
চতুর্থ দিন - Teddy Day
টিন এজারদের মধ্যে টেডি ডে’র গুরুত্ব একটু বেশিই। ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হতা না হতেই বাজারে ছোট-বড় নানা ধরনের টেডিতে ছেয়ে গিয়েছে। এই দিনে আপনি আপনার সঙ্গীকে যেকোনও একটা টেডি উপহার দিতেই পারেন।
পঞ্চম দিন - Promise Day
কথা দিন, ভরসা দিন। যতই ঝড় আসুক না কেন ভালোবাসাকে ফেলে যাবেন না পথের ধারে। বিশ্বাস ভঙ্গের এই দুনিয়ায় একসঙ্গে থাকার এবং একসঙ্গে বাঁচার প্রতিশ্রুতি দিন। সম্পর্কের বুননকে প্রতিশ্রুতির সুতোয় বাঁধুন আরও শক্তিশালী করে।
advertisement
ষষ্ঠ দিন - Hug Day
ভালোবাসলে স্পর্শানুভূতি খুব গুরুত্বপূর্ণ। কোনও শব্দ ছাড়া কেবল স্পর্শের মাধ্যমেই ভালোবাসা প্রকাশ করা যায়, সেই ভালোবাসার ভাষা অনেক বেশি বাঙ্ময়। জড়িয়ে ধরে বিশ্বাসের উষ্ণতা ছড়িয়ে দিন। আলিঙ্গন করে শান্ত করে দিন সমস্ত কোলাহল।
সপ্তম দিন - Kiss Day
প্রেমের সপ্তাহের সপ্তম দিনটি হল চুম্বনের দিন। চুম্বনের অনুভূতি নিমেষে শান্ত করে দিতে পারে সম্পর্কের সব অস্থিরতা। গভীর চুম্বনে একে অন্যের প্রতি ভরসা, আস্থা আর ভালোবাসাকে বেঁধে রাখুন। প্রিয়তম মানুষের কপালে, হাতে বা ঠোঁটে একটা আদরের চুমু ভালোবাসা প্রকাশের পথকে সহজ করে দেয়।
advertisement
অষ্টম দিন - Valentine's Day
এই দিনটি প্রেমিক যুগলদের কাছে খুবই বিশেষ। একে অপরের সঙ্গে সময় কাটানো, একে অন্যের জন্য সারপ্রাইজ ভাবা বা কোথাও বেড়াতে যাওয়া, ভ্যালেন্টাইন্স ডে কাটানোর নানান পথ। এই দিনে মনের মানুষকে উপহারও দিতেই পারেন।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Valentine's week 2022: আসছে প্রেমের সপ্তাহ! প্রিয় মানুষের জন্য কীভাবে সাজিয়ে রাখবেন গোলাপ বা চুম্বন?
Next Article
advertisement
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স ! ফিচার দেখে নিন বিশদে
OPPO India নিয়ে এল F31 5G Series, যেমন টেকসই, তেমনই মসৃণ, শক্তিশালী পারফরম্যান্স !
  • OPPO India নিয়ে এল F31 5G Series

  • যেমন টেকসই, তেমনই মসৃণ

  • ফোনের ফিচার দেখে নিন বিশদে

VIEW MORE
advertisement
advertisement