Why Red is Considered The Colour of Love: লাল নাকি ভালবাসার রং! কিন্তু কেন? জানেন কি?

Last Updated:

Why Red is Considered The Colour of Love: গ্রিকরা লালকে ভালোবাসার রঙ বানিয়েছিল। এক কবিতা অনুসারে, একজন ব্যক্তি একটি লাল গোলাপের সন্ধানে বেরিয়েছিলেন এবং সেই সন্ধানে তার জীবনসঙ্গীকে খুঁজে পান।

এই ভালবাসার সপ্তাহে নতুন কিছু করা যায় কি?যদি উত্তর হ্য়াঁ হয়, তাহলে আপনার সঙ্গীকে আপনি কতটা ভালোবাসেন প্রতিটি ভাষায় তা বলা আবশ্যক।  চটপট দেখে নিন কীভাবে প্রকাশ করবেন আপনার ভালবাসা...
এই ভালবাসার সপ্তাহে নতুন কিছু করা যায় কি?যদি উত্তর হ্য়াঁ হয়, তাহলে আপনার সঙ্গীকে আপনি কতটা ভালোবাসেন প্রতিটি ভাষায় তা বলা আবশ্যক। চটপট দেখে নিন কীভাবে প্রকাশ করবেন আপনার ভালবাসা...
পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী...
আসছে প্রেমের সপ্তাহ (Valentines' Week) চায়ের দোকানে একসঙ্গে কাপে চুমুক, কিংবা ময়দানের ট্রামলাইন ধরে হাঁটা- প্রেমের জোয়ারে ভাসাবে দোঁহারে৷ প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেনটাইন্স ডে। এই দিনের আগে প্রতিটি প্রেমিক-প্রেমিকা লাল গোলাপ (Red Rose), ফুল, চকোলেট বা কার্ড দিয়ে তাঁদের প্রিয়জনকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত হয়। আমরা সবাই জানি যে লাল রং ভালোবাসার সাথে জড়িত। কিন্তু এর পিছনের কারণ কি কখনো ভেবে দেখেছেন? লাল কেন প্রেমের সাথে যুক্ত, কেন অন্য কোন রং নয় (Why Red is Considered The Colour of Love)?
advertisement
advertisement
লাল রংকে ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয়।  ভ্যালেন্টাইনস সপ্তাহ (Valentines' Week) আসার আগেই শপিং মল, থিয়েটার এবং রেস্তোরাঁর মতো সর্বজনীন স্থানকে লাল রংয়ে সাজিয়ে ফেলা হয়৷। লাল বেলুন, ফুল এই জায়গাগুলিকে জীবন্ত করে তোলে।
কিন্তু এটা সবসময় ছিল না। এর আগে লালকে (Red) ত্যাগের রং বলে মনে করা হতো।
advertisement
ইতিহাস ঘেঁটে দেখা যায়, মধ্যযুগে রোমান চার্চের ধর্মযাজকরা যিশু খ্রিস্ট ও অন্যান্য শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে লাল পোশাক পরতেন। এছাড়াও, লাল রংটি রাগ, যুদ্ধ এবং বিপদের প্রতীক ছিল। তবে একটা কবিতা লালকে করে দিয়েছে ভালোবাসার রং (Why Red is Considered The Colour of Love)।
advertisement
ইতিহাস বলে গ্রিকরা লালকে ভালোবাসার রং (Why Red is Considered The Colour of Love) বানিয়েছিল। এই কবিতা অনুসারে, একজন ব্যক্তি একটি লাল গোলাপের সন্ধানে বেরিয়েছিলেন এবং সেই সন্ধানে তিনি তাঁর জীবনসঙ্গীকে খুঁজে পান।
তারপর থেকেই বদলে গেল সবটা৷ লাল হয়ে উঠল ভালবাসার রং (Why Red is Considered The Colour of Love)৷ কাউকে লাল গোলাপ দিলে আলাদা করে আর বলার দরকার থাকে না, আপনি তাঁর জন্য কী অনুভব করেন৷ ওই লাল ফুলটিই যথেষ্ট৷ এভাবেই ত্যাগ থেকে প্রেম হয়ে উঠেছিল লাল...
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Why Red is Considered The Colour of Love: লাল নাকি ভালবাসার রং! কিন্তু কেন? জানেন কি?
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement