Happy Valentine's Day: উপহারে হন অসামান্য, ভালোবাসায় অনন্য! রইল প্রেম দিবসের খুচরো টিপস

Last Updated:

Valentine's Day 2022: মোমবাতির আলো জ্বেলে প্রেম নিবেদন ক্লিশে মনে হচ্ছে? তাহলে একটু অন্য ধাঁচের রেস্তোরাঁয় যান, যেতে পারেন নতুন কোনও ছিমছাম ক্যাফেতেও।

এই ভালবাসার সপ্তাহে নতুন কিছু করা যায় কি?যদি উত্তর হ্য়াঁ হয়, তাহলে আপনার সঙ্গীকে আপনি কতটা ভালোবাসেন প্রতিটি ভাষায় তা বলা আবশ্যক।  চটপট দেখে নিন কীভাবে প্রকাশ করবেন আপনার ভালবাসা...
এই ভালবাসার সপ্তাহে নতুন কিছু করা যায় কি?যদি উত্তর হ্য়াঁ হয়, তাহলে আপনার সঙ্গীকে আপনি কতটা ভালোবাসেন প্রতিটি ভাষায় তা বলা আবশ্যক। চটপট দেখে নিন কীভাবে প্রকাশ করবেন আপনার ভালবাসা...
#নয়াদিল্লি: ফেব্রুয়ারি এসে গেছে। খাতায় কলমে না হলেও সবার মনে বসন্ত সমাগত। ভালোবাসা উদযাপিত হবে এক সপ্তাহ জুড়ে। ভ্যালেন্টাইন্স ডে (valentine’s day) ভালোবাসা প্রকাশের একখানা উপলক্ষ্য। আর ‘ভালোবাসি’ বলতে কোনও উপলক্ষ্যই (Happy Valentine's Day) কাছছাড়া করা যায় না। হৃদয়ের সেই গভীর তোরঙ্গ থেকে যত্নে বাঁচিয়ে রাখা ভালোবাসা দিয়ে ভালোবাসার মানুষকে ঘিরে থাকুন এই দিনে। ভালোবাসা প্রকাশ করতে আমাদের কিছু টিপস যদি কাজে আসে, মেনে চলতেই পারেন।
উপহারে হন অনন্য
অনলাইনে হাতের সামনে যা পাবেন অর্ডার করে ফেলবেন না। উপহার তাই যা বাছাই করতে আপনার সময়, আপনার চিন্তা মিশে রয়েছে। আপনার সঙ্গীর কীসে সবচেয়ে খুশি হবেন, কী পেলে ভালো হতো বলে উল্লেখ করেছে আগে কখনও? বা এমন কি কিছু রয়েছে যা বারেবারে পেতে চাইলেও কখনও পাওয়া হয়নি? ভাবুন। সেই উপহারই দিন যাতে আপনার নিজের স্পর্শ রয়েছে।
advertisement
advertisement
গোলাপ কখনও পুরনো হয় না
ভালোবাসায় আর যারই গুরুত্ব কমুক না কেন, গোলাপ, সে তো গোলাপই। প্রেম আর গোলাপ একে অপরের সঙ্গে এমনভাবে যুক্ত যে যুগের পর যুগ ভালোবাসার কথা প্রকাশ করতে গোলাপের কাছে নত হতেই হয়! গোলাপের সৌন্দর্য আর গন্ধ ছাড়া ভ্যালেন্টাইন্স ডে (Happy Valentine's Day) অসম্পূর্ণ। সঙ্গীর কর্মক্ষেত্রে একটা গোলাপ তো পাঠাতেই পারেন। দূরে রইলে বাড়িতেই পাঠিয়ে দিন না, দু’কলি প্রেমপত্র সহ।
advertisement
ভালোবাসাকে প্রকাশ করুন
না বলা কথায় অনেক কিছু বলা যায় ঠিকই। তবে মাঝে মাঝে মন খুলে ভালোবাসার কথা বলুন। ভ্যালেন্টাইন্স ডে একটা উপলক্ষ্য মাত্র। নিজের প্রেমিক বা প্রেমিকার সামনে নিজের ভালোবাসার (Happy Valentine's Day) দেরাজ খুলে দিন। গড়িয়ে যাক সমস্ত আনন্দের মুহূর্ত, ভালোবাসার স্পর্শ। সঙ্গীর সামনে অকপটে বলুন ভালোবাসার কথা। আর যদি এখনও বলার সাহস করে না উঠতে পারেন তবে এই সুযোগ হাতছাড়া করবেন না।
advertisement
ডিনার ডেট
রোম্যান্টিক ডিনার ছাড়া কি প্রেম জমে? আপনার সঙ্গীকে প্রিয় কোনও রেস্তোরাঁয় নিয়ে যান। মোমবাতির আলো জ্বেলে প্রেম নিবেদন ক্লিশে মনে হচ্ছে? তাহলে একটু অন্য ধাঁচের রেস্তোরাঁয় যান, যেতে পারেন নতুন কোনও ছিমছাম ক্যাফেতেও। সময় কাটান একে অন্যের সঙ্গে। ফোন থেকে দূরে, ভিড় থেকে দূরে, নিভৃতে (Happy Valentine's Day)।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Valentine's Day: উপহারে হন অসামান্য, ভালোবাসায় অনন্য! রইল প্রেম দিবসের খুচরো টিপস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement