Viral Video : দৈত্যাকার সাপকে তোলা হচ্ছে ক্রেনে! বৃষ্টি অরণ্যের ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral Video : গত দু’ সপ্তাহ ধরে বৃষ্টিঅরণ্যের এই ভিডিও ঘুরছে ইন্টারনেটে ৷ নেটিজেনদের একাংশের অনুমান, এটাই পৃথিবীর বৃহত্তম সাপ !
বিশাল আকৃতির সাপকে তোলা হচ্ছে ক্রেনে (huge snake lifted by crane) ! এই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে (viral video)৷ গত দু’ সপ্তাহ ধরে বৃষ্টিঅরণ্যের এই ভিডিও ঘুরছে ইন্টারনেটে ৷ নেটিজেনদের একাংশের অনুমান, এটাই পৃথিবীর বৃহত্তম সাপ ! দু’ সপ্তাহ ধরে ইন্টারনেটে ঘুরলেও ভিডিওটি নিয়ে ছড়িয়ে পড়েছে ভুল তথ্যও ৷ অনেক জায়গায় বলা হয়েছে এই ভিডিও ঝাড়খণ্ডের৷ কিন্তু সেই তথ্য সঠিক নয় ৷
আরও পড়ুন : অনিদ্রার জন্য ভাল ঘুম হয় না রাতে? ডায়েটে রাখুন এই খাবারগুলি
অনেকেই এই মর্মে শেয়ার করেছেন ট্যুইটারে ৷ তাঁদের মধ্যে আছেন রাজ্যসভার সদস্য পরিমল নথওয়ানিও ৷ তিনি ট্যুইটারে ভিডিও ক্লিপটি শেয়ার করে লিখেছেন, ‘‘ ১০০ কেজি ওজনের, ৬.১ মিটার লম্বা অজগরটিকে উদ্ধার করা হয়েছে ঝাড়খন্ডের ধানবাদে৷’’ তবে ‘দ্য মিরর’-এর প্রকাশিত প্রতিবেদনে দাবি, এই অজগরটিকে পাওয়া গিয়েছে ডোমিনিকা বৃষ্টিঅরণ্যে ৷ ভিডিওটি টিকটকে শেয়ার করা হয়েছে @fakrulazwa অ্যাকাউন্ট থেকে ৷ ওই প্ল্যাটফর্মে এখনও অবধি ৭৯ মিলিয়ন বার দেখা হয়েছে ৷ ওই একই অ্যাকাউন্ট থেকে আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে বিশালাকায় সাপটিকে গাড়িতে রাখতে গিয়ে নাজেহাল অবস্থা ৷
advertisement
Massive! It took a crane to shift this #python weighing 100 kg and measuring 6.1 m length, in Dhanbad, Jharkhand. #nature #wildlife #snakes #forests #India @wwfindia @natgeoindia pic.twitter.com/nZMNUtLkbv
— Parimal Nathwani (@mpparimal) October 18, 2021
advertisement
advertisement
আরও পড়ুন : শরীরচর্চা বন্ধ করে দিলে কী কী সমস্যা হতে পারে? জেনে নিয়ে সতর্ক হন এখনই!
ভারতীয় সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, এই সাপ ঝাড়খণ্ডে পাওয়া যায়নি ৷ ধানবাদের স্থানীয় প্রশাসনও দাবি করেছে, জেলার কোনও অংশে এই সাপ পাওয়া যায়নি ৷ তাছাড়া জেসিবি মেশিনে এত বড় সাপ তোলার কোনও খবরও নেই ৷
advertisement
‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া সাপটি কী প্রজাতির, তা জানা যায়নি ৷ কিন্তু অধিকাংশের ধারণা, এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বোয়া কনস্ট্রিক্টর ৷ এই প্রজাতির সাপ ১৩ ফুট অবধি লম্বা হতে পারে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 23, 2021 4:04 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : দৈত্যাকার সাপকে তোলা হচ্ছে ক্রেনে! বৃষ্টি অরণ্যের ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা