Viral Video : দৈত্যাকার সাপকে তোলা হচ্ছে ক্রেনে! বৃষ্টি অরণ্যের ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা

Last Updated:

Viral Video : গত দু’ সপ্তাহ ধরে বৃষ্টিঅরণ্যের এই ভিডিও ঘুরছে ইন্টারনেটে ৷ নেটিজেনদের একাংশের অনুমান, এটাই পৃথিবীর বৃহত্তম সাপ !

বিশাল আকৃতির সাপকে তোলা হচ্ছে ক্রেনে (huge snake lifted by crane) ! এই ভিডিও এখন ভাইরাল সামাজিক মাধ্যমে (viral video)৷ গত দু’ সপ্তাহ ধরে বৃষ্টিঅরণ্যের এই ভিডিও ঘুরছে ইন্টারনেটে ৷ নেটিজেনদের একাংশের অনুমান, এটাই পৃথিবীর বৃহত্তম সাপ ! দু’ সপ্তাহ ধরে ইন্টারনেটে ঘুরলেও ভিডিওটি নিয়ে ছড়িয়ে পড়েছে ভুল তথ্যও ৷ অনেক জায়গায় বলা হয়েছে এই ভিডিও ঝাড়খণ্ডের৷ কিন্তু সেই তথ্য সঠিক নয় ৷
আরও পড়ুন : অনিদ্রার জন্য ভাল ঘুম হয় না রাতে? ডায়েটে রাখুন এই খাবারগুলি
অনেকেই এই মর্মে শেয়ার করেছেন ট্যুইটারে ৷ তাঁদের মধ্যে আছেন রাজ্যসভার সদস্য পরিমল নথওয়ানিও ৷ তিনি ট্যুইটারে ভিডিও ক্লিপটি শেয়ার করে লিখেছেন, ‘‘ ১০০ কেজি ওজনের, ৬.১ মিটার লম্বা অজগরটিকে উদ্ধার করা হয়েছে ঝাড়খন্ডের ধানবাদে৷’’ তবে ‘দ্য মিরর’-এর প্রকাশিত প্রতিবেদনে দাবি, এই অজগরটিকে পাওয়া গিয়েছে ডোমিনিকা বৃষ্টিঅরণ্যে ৷ ভিডিওটি টিকটকে শেয়ার করা হয়েছে @fakrulazwa অ্যাকাউন্ট থেকে ৷ ওই প্ল্যাটফর্মে এখনও অবধি ৭৯ মিলিয়ন বার দেখা হয়েছে ৷ ওই একই অ্যাকাউন্ট থেকে আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছে ৷ সেখানে দেখা যাচ্ছে বিশালাকায় সাপটিকে গাড়িতে রাখতে গিয়ে নাজেহাল অবস্থা ৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : শরীরচর্চা বন্ধ করে দিলে কী কী সমস্যা হতে পারে? জেনে নিয়ে সতর্ক হন এখনই!
ভারতীয় সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, এই সাপ ঝাড়খণ্ডে পাওয়া যায়নি ৷ ধানবাদের স্থানীয় প্রশাসনও দাবি করেছে, জেলার কোনও অংশে এই সাপ পাওয়া যায়নি ৷ তাছাড়া জেসিবি মেশিনে এত বড় সাপ তোলার কোনও খবরও নেই ৷
advertisement
‘নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া সাপটি কী প্রজাতির, তা জানা যায়নি ৷ কিন্তু অধিকাংশের ধারণা, এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বোয়া কনস্ট্রিক্টর ৷ এই প্রজাতির সাপ ১৩ ফুট অবধি লম্বা হতে পারে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video : দৈত্যাকার সাপকে তোলা হচ্ছে ক্রেনে! বৃষ্টি অরণ্যের ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement