Viral Video: লোকসঙ্গীত গায়িকা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিলেন, এক বালতি টাকা মাথার ওপর ঢেলে দিল একটা লোক

Last Updated:

Viral Video: একটা সময় দেখা যাচ্ছে হারমোনিয়ামের ওপর , তার চারপাশেও পড়েছিল প্রচুর নোট৷ তিনি হাত দিয়ে টাকাগুলি (Money) সরিয়ে নিজের মতো গান গাইছিলেন৷

Viral Video: gujarati singer Urvashi Radadiya is showered with bucketful of notes- Photo Courtesy- Instagram/ Video Garb
Viral Video: gujarati singer Urvashi Radadiya is showered with bucketful of notes- Photo Courtesy- Instagram/ Video Garb
#আহমেদাবাদ: গুজরাতি লোকসঙ্গীত গায়িকা উর্বশী রাদাদিয়া (Urvashi Radadiya) নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি পারফরম্যান্সের ভিডিও শেয়ার করেছেন৷ একটি ধর্মীয় বিয়ের অনুষ্ঠানে গান গাইছিলেন তিনি৷ তবে শুধু এই জন্যে এই ভিডিওটি স্পেশাল নয়৷ সেই অনুষ্ঠানে লোকসঙ্গীত গায়িকা যখন গান গাইছিলেন তখন তাঁর মাথায় বালতি করে নোটের বান্ডিল ঢেলে দিয়ে যান (gujarati singer showered with note)৷ সেটা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
ঘটনাটি ঘটে তুলসী বিবাহের অনুষ্ঠানে এটা তুলসী-র সঙ্গে বিষ্ণুর বিয়ের অনুষ্ঠান৷ এই বছরের নভেম্বরে ১৫ নভেম্বর৷ এই ভিডিওতে দেখা যাচ্ছে উর্বশী স্টেজে বসে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন৷ এমন সময় একজন পুরুষ তাঁর পিছন দিকে উঠে গিয়ে এক ড্রাম টাকার বান্ডিল ঢেলে দিল তাঁর ওপর৷ একটা সময় দেখা যাচ্ছে হারমোনিয়ামের ওপর , তার চারপাশেও পড়েছিল প্রচুর নোট৷ তিনি হাত দিয়ে টাকাগুলি (Money) সরিয়ে নিজের মতো গান গাইছিলেন৷
advertisement
advertisement
উর্বশী একাধিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের এই ভিডিওটি শেয়ার করেছেন৷ সকলকে তিনি অসামাণ্য ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷ তিনি এই ভিডিওতে আরও পাঁচটা ট্যাগের সঙ্গে মানি রেন (money rain) হ্যাশট্যাগও দিয়েছিলেন৷ এই ভিডিওর লোকেশন দেওয়া আছে আহমেদাবাদ৷
advertisement
দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
ফ্যানরা এই ভিডিওকে কমেন্ট করে ভরিয়ে দিচ্ছে৷ কেউ  আবার বলেছেন, ‘‘আতলা পিসা নু সু করু৷ ’’ অর্থাৎ এত টাকা নিয়ে কী করবে৷ এছাড়াও আরও লেখেন, ‘‘আপনার গলায় জাদু আছে৷ ’’ কেউ আবার মলহার রাগ অর্থাৎ বর্ষার বিশেষ রাগের কথা লিখেছেন৷
গুজরাতি মিউজিক ইন্ডাস্ট্রির এখন অত্যন্ত বড় তারকা উর্বশী৷ তাঁর জনপ্রিয় গান দ্বারিকা, ভাবনা ফেরা, নাগর নন্দ জি৷ তাঁর ফ্যান ফলোয়িংও প্রচুর৷ তাঁর নিজের বায়োতে তিনি নিজেকে ‘কুইন অফ গুজরাতি ফোক ’ বলেন৷
advertisement
তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর নানা পারফরম্যান্সের ছোট ছোট ভিডিও রাখা থাকে৷ তিনি গুজরাতের বিভিন্ন ভ্যেনুতে পারফরম্যান্স করেন৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: লোকসঙ্গীত গায়িকা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিলেন, এক বালতি টাকা মাথার ওপর ঢেলে দিল একটা লোক
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement