Viral Video: মেঝেতে জলের মধ্যে মাছ কিলবিল করছে ! এ আবার কেমন ক্যাফে-রেস্তোরাঁ ! দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

Pond Cafe where guests are seated in the tank: ক্যাফের কোনও বিশেষ অংশে নয় ৷ সব জায়গাতেই জলে থইথই করছে ৷ সেখানে শয়ে শয়ে মাছ কিলবল করছে !

Photo: Twitter
Photo: Twitter
সোশ্যাল মিডিয়ায় এখন কত কিছুই না দেখতে পাওয়া যায় ৷ কোনও ভিডিও বা ছবি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগে না ৷ সম্প্রতি একটি ক্যাফে বা রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে (Viral Video) ৷ নেটিজেনরা যা দেখে অবাক ৷ কারণ ক্যাফের মধ্যে মেঝেতে কিলবিল করছে মাছ (Fish Pond Cafe) !
এ আবার কেমন ক্যাফে ৷ নতুন কিছু করতে গিয়ে এমন খারাপ আইডিয়া কার ! এমন প্রশ্নই তুলেছেন নেটিজেনরা একাংশ ৷ কারণ ক্যাফের কোনও বিশেষ অংশে নয় ৷ সব জায়গাতেই জলে থইথই করছে ৷ সেখানে শয়ে শয়ে মাছ কিলবল করছে ৷ টেবল-চেয়ারও তার মধ্যেই কিছুটা দূরে দূরে রাখা হয়েছে ৷  এমন ভিডিও দেখে সবারই প্রশ্ন, এভাবে খাওয়া যায় !
advertisement
advertisement
ক্যাফেটি অবশ্য কোথাকার সেটি স্পষ্ট নয় ভিডিওতে ৷ তবে নেটিজেনরা অনেকেই অনেক প্রশ্ন করেছেন ৷ কারো কারোর মতে এই জলের মধ্যে খাবার পড়লে মাছগুলির জন্য মোটেই ভালো নয় ৷ বিষাক্ত হয়ে উঠবে পরিবেশ ৷ আর সবাই পা ডুবিয়ে এখানে খেতে বসতে নাও চাইতে পারেন ৷ কারণ পুরো ব্যাপারটাই খুব অস্বস্তিকর বলে মনে করেছেন অনেকে ৷ একজন ইউজারের সরাসরি কমেন্ট, ‘‘কেউ খেতে আসবে না এখানে ! ক্যাফের টেবিলগুলি ফাঁকাই থাকবে...৷’’ অনেকে আবার বিদ্যুৎ নিয়েও ভয় পাচ্ছেন ৷ কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: মেঝেতে জলের মধ্যে মাছ কিলবিল করছে ! এ আবার কেমন ক্যাফে-রেস্তোরাঁ ! দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement