Viral Video: মেঝেতে জলের মধ্যে মাছ কিলবিল করছে ! এ আবার কেমন ক্যাফে-রেস্তোরাঁ ! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Pond Cafe where guests are seated in the tank: ক্যাফের কোনও বিশেষ অংশে নয় ৷ সব জায়গাতেই জলে থইথই করছে ৷ সেখানে শয়ে শয়ে মাছ কিলবল করছে !
সোশ্যাল মিডিয়ায় এখন কত কিছুই না দেখতে পাওয়া যায় ৷ কোনও ভিডিও বা ছবি ভাইরাল হতেও খুব বেশি সময় লাগে না ৷ সম্প্রতি একটি ক্যাফে বা রেস্তোরাঁর ভিডিও ভাইরাল হয়েছে (Viral Video) ৷ নেটিজেনরা যা দেখে অবাক ৷ কারণ ক্যাফের মধ্যে মেঝেতে কিলবিল করছে মাছ (Fish Pond Cafe) !
এ আবার কেমন ক্যাফে ৷ নতুন কিছু করতে গিয়ে এমন খারাপ আইডিয়া কার ! এমন প্রশ্নই তুলেছেন নেটিজেনরা একাংশ ৷ কারণ ক্যাফের কোনও বিশেষ অংশে নয় ৷ সব জায়গাতেই জলে থইথই করছে ৷ সেখানে শয়ে শয়ে মাছ কিলবল করছে ৷ টেবল-চেয়ারও তার মধ্যেই কিছুটা দূরে দূরে রাখা হয়েছে ৷ এমন ভিডিও দেখে সবারই প্রশ্ন, এভাবে খাওয়া যায় !
advertisement
advertisement
ক্যাফেটি অবশ্য কোথাকার সেটি স্পষ্ট নয় ভিডিওতে ৷ তবে নেটিজেনরা অনেকেই অনেক প্রশ্ন করেছেন ৷ কারো কারোর মতে এই জলের মধ্যে খাবার পড়লে মাছগুলির জন্য মোটেই ভালো নয় ৷ বিষাক্ত হয়ে উঠবে পরিবেশ ৷ আর সবাই পা ডুবিয়ে এখানে খেতে বসতে নাও চাইতে পারেন ৷ কারণ পুরো ব্যাপারটাই খুব অস্বস্তিকর বলে মনে করেছেন অনেকে ৷ একজন ইউজারের সরাসরি কমেন্ট, ‘‘কেউ খেতে আসবে না এখানে ! ক্যাফের টেবিলগুলি ফাঁকাই থাকবে...৷’’ অনেকে আবার বিদ্যুৎ নিয়েও ভয় পাচ্ছেন ৷ কারণ দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2021 6:18 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: মেঝেতে জলের মধ্যে মাছ কিলবিল করছে ! এ আবার কেমন ক্যাফে-রেস্তোরাঁ ! দেখুন ভাইরাল ভিডিও