World Pizza Day: বিশ্ব পিৎজা দিবসে কাঁচি দিয়ে পিৎজা কেটে ভাইরাল হলেন এই ব্যক্তি!

Last Updated:

Pizza Cutter: ৯ ফেব্রুয়ারি বিশ্ব পিৎজা দিবস (World Pizza Day) হিসেবেও পালিত হয়।

#নয়াদিল্লি: পিৎজা দেখে লোভ হবে না এমন মানুষ কমই। চিজ, মেরিনারা সস এবং সুস্বাদু টপিংওয়ালা পিৎজার (World Pizza Day) নাম শুনেই জিভে জল। পিৎজা কাটার সঠিক পদ্ধতি কী? এই নিয়ে পিৎজা প্রেমীরা প্রায়ই তরজায় মাতেন। অনেকেই বলেন পিৎজা কাটার দিয়েই সবচেয়ে সুন্দরভাবে পিৎজা কাটা যায়। অনেকে আবার মনে করেন কাঁটাচামচ এবং ছুরি দিয়েই সবচেয়ে সুবিধাজনকভাবে পিৎজা (World Pizza Day) কাটা যায়। তবে যাইহোক, আজব দেশের আজব রকমের কায়দা। এক ট্যুইটার ব্যবহারকারী সম্প্রতি অতি উদ্ভট কায়দায় পিৎজা কেটে ভাইরাল হয়েছেন। পিৎজা কাটতে কাঁচি ব্যবহার করেছেন ওই নেটিজেন। শুধু তাই না, তার ধারণা, এর আগে যে যে ভাবে পিৎজা কেটেছেন তার থেকে এটি অনেক ভালো পদ্ধতি। দেখুন তার ট্যুইট:
advertisement
ট্যুইটটি ব্যবহারকারী @abidickinson যে পোস্টটি করেছেন তা অল্প সময়েই হাজারে হাজারে লাইকে ভরে গিয়েছে। “কাঁচি দিয়ে পিৎজা কাটছি,” ট্যুইটে লিখেছেন তিনি। নেটিজেনরাও শয়ে শয়ে মন্তব্যে ভরিয়ে দিচ্ছে তার এই পোস্ট৷
advertisement
advertisement
advertisement
পিৎজা (World Pizza Day) কাটতে কাঁচি ব্যবহার করার বিষয়ে ট্যুইটার ব্যবহারকারীরা দ্বিধাবিভক্ত। কেউ কেউ কাঁচির এমন ব্যবহার দেখে হতবাক! অন্যরা আবার পিৎজা এবং স্যান্ডউইচ কাটার জন্য কাঁচির ছবি শেয়ার করেছেন। দেখুন নেটিজেনদের প্রতিক্রিয়া:
advertisement
মজার ব্যাপার হল, ৯ ফেব্রুয়ারি বিশ্ব পিৎজা দিবস (World Pizza Day) হিসেবেও পালিত হয়। পিৎজা খাওয়ার আলাদা দিন হয় না ঠিকই, তবে এই উপলক্ষ্যে নিজেকে একটা পিৎজা ট্রিট দিতেই পারেন।
কাঁচি দিয়ে পিৎজা কাটার অদ্ভুত কৌশল সম্পর্কে আপনার কী মত?
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
World Pizza Day: বিশ্ব পিৎজা দিবসে কাঁচি দিয়ে পিৎজা কেটে ভাইরাল হলেন এই ব্যক্তি!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement