Aiburobhat inside Bangaon Local: পাঞ্জাবীর সঙ্গে টোপর রজনীগন্ধার মালায় সেজে চলন্ত বনগাঁ লোকালে সহযাত্রীদের কাছে আইবুড়ো ভাত খেলেন হবু বর, রইল মালাইকারি-মাটন কষার লোভনীয় মেনু

Last Updated:

Aiburobhat inside Bangaon Local: কর্মস্থলে যাওয়ার পোশাক খুলিয়ে তাকে পরানো হয় পাঞ্জাবি, মাথায় দেওয়া হয় টোপরও। এরপর ট্রেনের সিটে বসেই মাটির থালায় রাখা একের পর এক মেনু চেটেপুটে খেয়ে বিয়ের প্রথম আইবুড়ো ভাত খাওয়া

+
চলন্ত

চলন্ত ট্রেনে আইবুড়ো ভাত

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বিয়ের মরশুম শুরু হতেই লোকাল ট্রেনে সহযাত্রীকে সারপ্রাইজ দিতে বনগাঁ লোকালে করা হল আইবুড়ো ভাতের এলাহি আয়োজন! চলন্ত ট্রেনেই মাটির থালা বাটিতে একের পর এক রাখা হল ভূরিভোজের আইটেম। ফুল, বেলুন দিয়ে সাজানো ট্রেনের কামরার চারপাশ। সামনের জানুয়ারি মাসেই দীর্ঘ প্রায় পাঁচ বছরের ট্রেনযাত্রার সঙ্গী বনগাঁর নতুনগ্রামের বাসিন্দা শুভেন্দু চক্রবর্তীর বিয়ে কাঁচরাপাড়া নিবাসী পাত্রীর সঙ্গে। প্রতিদিন ৮ টা ৮-এর বনগাঁ শিয়ালদহ লোকাল ট্রেনে চড়ে শুভেন্দুর মতো অনেকেই যান কর্মস্থলে। আবার দিনের শেষে শিয়ালদহ থেকে একই ভাবে ট্রেনের নির্দিষ্ট কামরায় চড়ে ইয়ার্কি গল্প আড্ডায় বাড়ি ফেরা।
রোজনামচার জীবনে নিত্য যাওয়া আসার পথে এভাবেই গড়ে ওঠে  বন্ধুত্ব, যা হয়ে যায় পরিবারের মতোই। ওই ট্রেনের কামরায় যাতায়াত করা এমনই নতুন প্রজন্মের সহযাত্রীদের মধ্যে প্রথম বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শুভেন্দু। তাই বাকি সহযাত্রী বন্ধুরা সকলে মিলে সিদ্ধান্ত নেন ট্রেনেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানোর। যেমন ভাবনা তেমন কাজ, সহযাত্রী বন্ধুকে সারপ্রাইজ দিতে মাছ মাংস মিষ্টি সহযোগে আইবুড়ো ভাতের মেনু তৈরি করে নিয়ে আসা হয় ট্রেনে। সহযাত্রী বন্ধু শুভেন্দু ট্রেন ধরার আগেই, সাজিয়ে ফেলা হয়েছিল গোটা ট্রেনের কামরা। হবু পাত্র ট্রেনের কামরায় উঠতেই উল্লাসে মেতে ওঠেন সহযাত্রীরা। এমন কাণ্ড দেখে হতবাক হয়ে যান শুভেন্দুও।
advertisement
কর্মস্থলে যাওয়ার পোশাক খুলিয়ে তাকে পরানো হয় পাঞ্জাবি, মাথায় দেওয়া হয় টোপরও। এরপর ট্রেনের সিটে বসেই মাটির থালায় রাখা একের পর এক মেনু চেটেপুটে খেয়ে বিয়ের প্রথম আইবুড়ো ভাত খাওয়া সারেন রেলে কর্মরত বছর ২৭-এর পাত্র শুভেন্দু চক্রবর্তী। এর মধ্যে দিয়েই অনির্বাণ বিশ্বাস, দুষ্টু, সব্যসাচী চক্রবর্তী, কানাইদা-সহ কুড়ি জন সহযাত্রীর এই অভিনব উদ্যোগ সফল হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চলন্ত ট্রেনে এই আইবুড়ো ভাত দেওয়ার ছবি।
advertisement
advertisement
আরও পড়ুন : ছিল ট্রেনের কামরা, হল সুদৃশ্য রেস্তরাঁ! নদীর ঠান্ডা বাতাসে কোথায় পাবেন এই লোভনীয় অভিজ্ঞতা? জানুন
কী ছিল না সেই আইবুড়ো ভাতের মেনুতে! সাদা ভাত, পাঁচ রকম ভাজা, মাছের মাথা দিয়ে কচু শাক, , চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট মাছ, মাটন কষা, চাটনি, পাপড়, মিষ্টি ও পান-সহ এলাহি আয়োজন। চলন্ত ট্রেনের কামরায় সহযাত্রীরাও পাত্রকে জানালেন শুভেচ্ছা, দিলেন উপহার। সহযাত্রীদের কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে আপ্লুত শুভেন্দু নিজেও। নতুন বছরের ২৪ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন শুভেন্দু, ট্রেনের সহযাত্রীদেরও রয়েছে নেমন্তন্ন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Aiburobhat inside Bangaon Local: পাঞ্জাবীর সঙ্গে টোপর রজনীগন্ধার মালায় সেজে চলন্ত বনগাঁ লোকালে সহযাত্রীদের কাছে আইবুড়ো ভাত খেলেন হবু বর, রইল মালাইকারি-মাটন কষার লোভনীয় মেনু
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement