Viral Aiburobhat: ট্রেনের মধ্যেই হল আইবুড়ো ভাত! সহ-যাত্রীরা সাজিয়ে দিলেন নানা খাবার! ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Aiburobhat: সহ-যাত্রীরাই যেন একটা অন্য পরিবার! আর্শীবাদ করে যুবককে ট্রেনের মধ্যেই খাওয়ানো হল আইবুড়ো ভাত! মন ভরাবে ভাইরাল ভিডিও

কলকাতা: বিয়ের মরশুম শুরু হয়ে গিয়েছে! টলিপাড়ায় একের পর এক বিয়ের খবর! সানাই বাজছে অলিতে গলিতে! শুধু সেলেবরাই বিয়ে করছেন এমন নয়, সাধারণ মানুষও বিয়ের আনন্দে মেতে উঠছেন! আর বিয়ে মানেই নানা কিছু ভাইরাল হয়! বিয়ের ভিডিও থেকে বর বউ বা বন্ধুদের নানা কাণ্ড মুহূর্তে হয় ভাইরাল! সম্প্রতি লোকাল ট্রেনে একটি বিয়েও হয়েছে! সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল। এবার লোকাল ট্রেনে আইবুড়ো ভাত!
অবাক হচ্ছেন তো? হ্যাঁ সম্প্রতি এমনটাই ঘটেছে! ভিডিওটি শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে! পশ্চিমবঙ্গেরই ভিডিও। বোঝাই যাচ্ছে বাঙালি পরিবারের বিয়ে। আইবুড়ো ভাত বাঙালিদের বিয়ের একটি অন্যতম অনুষ্ঠান। সাধারণত আত্মীয়দের বাড়িতে হবু বর বা কনেকে ডেকে এই আইবুড়ো ভাত খাওয়ানো হয়! বিয়ের আগের দিন বাড়িতেই হয় আইবুড়োভাতের অনুষ্ঠান! কিন্তু ট্রেনে আইবুড়ো ভার নিশ্চয় আগে দেখেননি! ট্রেনে যাতায়াত করতে করতে অফিস যাত্রীরা প্রায় পরিবারের মতো হয়ে ওঠেন।
advertisement
advertisement
advertisement
একে অপরের জন্য সিট রাখেন। পুরুষরা তাস খেলেন গান করেন! মহিলারা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন ট্রেনের সহযাত্রীদের জন্য! এ যেন এক অন্য পরিবার! আর সেই ট্রেনেই এক যুবককে আয়বুড়ো ভাত খাওয়ালেন ট্রেনের সহ যাত্রীরা!
advertisement
কেউ বাড়ি থেকে আনলেন ভাত, কেউ মাছ, কেউ আবার অন্য কিছু। তারপর ধূপ জ্বালিয়ে পাত্রকে বরণ করে নেওয়া হয়। সামনে এক এক করে টফিন বাক্স খুলে খাবার সাজিয়ে দেওয়া হয়! ট্রেনের পাটাতনে বসেই খেতে থাকেন যুবক। আবার আর্শীবাদ করে দেওয়া হয় টাকাও! এই ভিডিওটি খুব মিষ্টি। যা অন্য পরিবারের গল্প বলে! আপাতত তুমুল ভাইরাল!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Aiburobhat: ট্রেনের মধ্যেই হল আইবুড়ো ভাত! সহ-যাত্রীরা সাজিয়ে দিলেন নানা খাবার! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement