Youngest Grand Mother: স্কুলে ১৫ বছর বয়সে মা, দিদিমা ৩৩ বছর বয়সেই! জানুন এই তরুণী দিদিমার কথা

Last Updated:

Youngest Grand Mother: ব্রিটিশ মহিলা মা হয়েছিলেন ১৫ বছর বয়সে৷ তার পর দিদিমা হয়েছেন ৩৩ বছর বয়সে৷

মাতৃত্বকে জীবনের সেরা পর্ব বলে অভিহিত করা হয়৷ সন্তানকে বলা হয় ঈশ্বরের দেওয়া সেরা উপহার৷ মাতৃত্বের হাত ধরেই জীবনে আসে দায়িত্ব৷ তাই শারীরিক ও মানসিক পরিপক্বতা এলেই মাতৃত্ব লাভের জন্য আদর্শ বলা হয়৷ সেই ধারণাকে উড়িয়ে দিয়ে এক ব্রিটিশ মহিলা মা হয়েছিলেন ১৫ বছর বয়সে৷ তার পর দিদিমা হয়েছেন ৩৩ বছর বয়সে৷ বিদেশিনীর নাম রুথ ক্লেটন৷
পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডে সর্বকনিষ্ঠ ঠাকুমা দিদিমাদের মধ্যে রুথ অন্যতম৷ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি, স্কুলে পড়ার সময় ১৫ বছর বয়সে মা হন রুথ৷ সদ্যোজাত মেয়ের নাম রাখেন রোজ৷ মা রুথের মতো অল্প বয়সে মাতৃত্বকে বরণ করে নিয়েছেন রোজ-ও৷ তিনি মা হয়েছেন ১৮ বছর বয়সে৷ ফলে রুথ দিদিমা হয়েছেন মাত্র ৩৩ বছর বয়সে৷
advertisement
তবে রুথ কিন্তু চাননি তাঁর মেয়েও অল্প বয়সে সন্তানের মা হন৷ ইংল্যান্ডের লিঙ্কনের এই বাসিন্দা সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি প্রথমে মেয়েকে পরামর্শ দিয়েছিলেন গর্ভপাতের৷ কিন্তু পরে বুঝতে পারেন তাঁর মেয়ে মাতৃত্ব নিয়ে সিরিয়াস৷ এর পর আর গর্ভপাতের কথা বলেননি তিনি৷ বরং তাঁকে উৎসাহ দিয়ে গিয়েছেন সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য৷ মেয়ের এই যাত্রাপথে আগাগোড়া তাঁর পাশে ছিলেন রুথ৷
advertisement
advertisement
সর্বকনিষ্ঠ এই দিদিমার কথায়,‘‘আমি মেয়ের বয়ফ্রেন্ডের পরিবারের সঙ্গে আলাপ করি৷ তাঁরা দারুণ মানুষ৷ পরিবারও খুব ভাল৷ মেয়েকে সন্তানের জন্ম দিতে দেখে আনন্দে আমার চোখে জল এসে গিয়েছে৷ ও একজন যোদ্ধা৷’’ সন্তানকে মা হতে দেখা তাঁর কাছে সেরা উপহার৷
রুথ নিজে অন্তঃসত্ত্বা হয়েছিলেন ১৪ বছর বয়সে৷ প্রথমে তিনিও ভেবেছিলেন গর্ভপাত করাবেন৷ কিন্তু অ্যাবরশান করাতে যাওয়ার পথে তাঁর চিন্তাভাবনা পাল্টে যায়৷ এই পরিবর্তনই তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত৷
advertisement
সরকারি পরিসংখ্যান বলছে, ইংল্যান্ডে ঠাকুমা দিদিমা হওয়ার গড় বয়স ৬৩ বছর৷ কেলি হিলে এই মুহূর্তে সর্বকনিষ্ঠ দিদিমা ব্রিটেনের৷ তিনি এই তকমা পেয়েছেন ৩০ বছর বয়সে৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Youngest Grand Mother: স্কুলে ১৫ বছর বয়সে মা, দিদিমা ৩৩ বছর বয়সেই! জানুন এই তরুণী দিদিমার কথা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement