Viral Video of a Tusker shattering windshield : হাতির দাঁতের ধাক্কায় চূর্ণ কাচ! মৃত্যুর মুখোমুখি হয়েও যাত্রীদের রক্ষা বাসচালকের, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Viral Video of a Tusker shattering windshield : ভিডিওতে দেখা যাচ্ছে হাতিটি বাসের উইন্ডশিল্ড তার দাঁতের ধাক্কায় চুরমার করে দিল ৷ তাতেও রক্ষে নেই ৷
চেন্নাই : দাঁতালের ধাক্কায় চুরমার সরকারি বাসের উইন্ডশিল্ড (Tusker shatters windshield )৷ তার পরও ঠান্ডা মাথায় নিজেকে এবং বাসের অন্যান্য যাত্রীকে রক্ষা করলেন চালক ৷ মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বইয়ে দেওয়া এই ভিডিয়ো এখন ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ বাসচালকের (Nilgiri Busdriver) সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ ট্যুইটারেত্তিরা ৷
শনিবার সকালে এই ঘটনা তামিলনাড়ুর (Tamilnadu) ৷ সরকারি কর্মীদের নিয়ে বাসটি যাচ্ছিল কোটাগিরি থেকে মেত্তুয়াপালয়মের পথে ৷ রাস্তায় যাত্রীভর্তি বাসের সঙ্গে দেখা বিশালাকায় হাতির (Tusker) ৷ মাঝরাস্তায় বাসের পথরোধ করে দাঁড়ায় সে ৷ বাসের মধ্যে তখন ভয়ে আর্ত চিৎকার করছেন যাত্রীরা ৷ কিছু জন অবশ্য সে অবস্থাতেও ঠান্ডা মাথায় পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে গিয়েছেন ৷ সেই ভিডিওে দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে হাতিটি বাসের উইন্ডশিল্ড তার দাঁতের ধাক্কায় চুরমার করে দিল ৷ তাতেও রক্ষে নেই ৷ কিছুটা পিছিয়ে গিয়ে মাথা দিয়ে এ বার আক্রমণে উদ্যত হল সে ৷
advertisement
Huge respect for the driver of this Government bus in Nilgiris who kept his cool even under the terrifying hits on the bus from an agitated tusker.He helped passengers move back safely, in an incident today morning. Thats why they say a cool mind works wonders VC- by a friend pic.twitter.com/SGb3yqUWqK
— Supriya Sahu IAS (@supriyasahuias) September 25, 2021
advertisement
হাতির সামনে এত ক্ষণ নিশ্চুপ বসে ছিলেন বাসচালক ৷ তার সামনেই চূর্ণবিচূর্ণ হয়ে যায় উইন্ডশিল্ড ৷ এর পর হাতিটি ফের আক্রমণে উদ্যত হতেই চালক হাত দিয়ে ঈশারা করেন যাতে যাত্রীরা বাসের পিছন দিকে চলে যান ৷
আরও পড়ুন : পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো
ট্যুইটারে ভিডিওটি শেয়ার করেছেন উচ্চপদস্থ সরকারি অফিসার সুপ্রিয়া সাহু ৷ তামিলনাড়ু সরকারের পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং অরণ্য বিভাগের তিনি প্রিন্সিপাল সেক্রেটারি ৷ ভিডিওটি কোনও বন্ধুর সৌজন্যে পেয়েছেন বলে জানিয়েছেন ৷ ভিডিও শেয়ার করে তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘ নীলগিরি অঞ্চলে সরকারি বাসের এই চালকের প্রতি আমার গভীর শ্রদ্ধা ৷ বিধ্বংসী দাঁতালের আক্রমণ থেকে তিনি বাসযাত্রীদের রক্ষা করেছেন ৷ ’’ বিপদের মুখে স্থিতধী চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন তিনি ৷
advertisement
আরও পড়ুন : শুক্তো, মাছের কালিয়া থেকে চিংড়ির মালাইকারি, মায়ের হাতের রান্নায় ভোজনবিলাস বিপাশার
সুপ্রিয়া একা নন৷ তামিলনাড়ুর ওই বাসচালককে বাহবা জানিয়েছেন অসংখ্য নেটিজেন ৷ জানা গিয়েছে, দাঁতালটি এর পর বাসের কোনও ক্ষতি না করে সরে গিয়েছে ৷ নিরাপদে আছেন চালক ও বাসযাত্রীরা ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2021 1:35 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video of a Tusker shattering windshield : হাতির দাঁতের ধাক্কায় চূর্ণ কাচ! মৃত্যুর মুখোমুখি হয়েও যাত্রীদের রক্ষা বাসচালকের, দেখুন ভাইরাল ভিডিও