Benefits of Tulsi : তুলসি দিয়ে তৈরি এই পানীয়গুলি শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অতুলনীয়

Last Updated:

Benefits of Tulsi : চা এবং অন্যান্য পানীয়ের সঙ্গে তুলসি (Basil or Tulsi) মিশিয়ে খেলে স্বাদ ও উপকারিতা, দুই-ই বাড়ে বেশ কয়েক গুণ৷

করোনা ভাইরাসের সঙ্গে আমাদের নিরন্তর যু্দ্ধ চলছে৷ সম্প্রতি ওমিক্রন ভ্যারিয়্যান্টের চোখরাঙানিতে আবার ফিরে এসেছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পর্ব (immunity power)৷ তার মধ্যে দোরগোড়ায় হাজির শীত৷ এ সময় মরশুমি ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই হয়৷ তবে সেটা কিন্তু খুব কঠিন নয়৷ ডায়েটে সামান্য রদবদলেই শরীরে আসে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার বাড়তি ক্ষমতা৷ আমাদের চারপাশে সহজলভ্য ভেষজ থেকে সহজেই পেতে পারি সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষমতা (Benefits of Tulsi )৷ সেরকমই সহজলভ্য প্রয়োজনীয় ভেষজ হল তুলসি৷ চা এবং অন্যান্য পানীয়ের সঙ্গে তুলসি (Basil or Tulsi) মিশিয়ে খেলে স্বাদ ও উপকারিতা, দুই-ই বাড়ে বেশ কয়েক গুণ৷ তুলসি সহযোগে সেরকম বেশ কিছু পানীয় তৈরির হদিশ রইল এখানে-
তুলসি চা-
ফুটন্ত জলে কয়েকটা তুলসিপাতা ফেলে দিন৷ বেশ কিছু ক্ষণ ফোটার পর সেই জল ঠান্ডা করে ছেঁকে তার প পান করুন৷ এই মিশ্রণে যোগ করতে পারেন মধু বা লেবুর রসও৷
advertisement
তুলসি টারমারিক টি-
তুলসি ও হলুদ, দুটোই অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ভাইরাল৷ হাতের কাছে সহজেই পাওয়া যায় এই দুটি জিনিস৷ তুলসি চায়ে হলুদ মিশিয়ে বানিয়ে নিন তুলসি টারমারিক টি৷
advertisement
অনেকেই আছেন যাঁরা ঠান্ডা চা পান করতে ভালবাসেন৷ তাহলে শশা ও তুলসি একসঙ্গে মিশিয়ে পানীয় তৈরি করুন৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি এই পানীয় ওজন কমাতেও সাহায্য করে৷
advertisement
তুলসি আদা কড়হা-
শীতের সমস্যায় আদাও অসাধারণ কার্যকর৷ বিভিন্ন শারীরিক সমস্যায় এর প্রয়োগও প্রচুর৷ তুলসি, হলুদ এবং আদা একসঙ্গে ফুটিয়ে নিন৷ তৈরি করুন ‘কড়হা’৷ শীত জুড়ে এই পানীয় পান করুন৷
advertisement
তুলসির সঙ্গে মিশিয়ে নিন কিছু ভারতীয় মশলা৷ দারচিনি, লবঙ্গ, এলাচ এবং তুলসি একসঙ্গে ফুটিয়ে তৈরি করুন তুলসি মশালা কড়হা৷
তুলসি অশ্বগন্ধা চা-
গ্রিন টি যাঁরা ভালবাসেন, তাঁদের পছন্দ হবে তুলসি ও অশ্বগন্ধার চা৷ এই পানীয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় অনেকগুণ৷
advertisement
তুলসি আর লবঙ্গ মিশিয়ে তৈরি করুন তুলসি-লবঙ্গ কড়হা৷ এই পানীয় স্বাস্থ্যগুণে ভরপুর৷ শীতে শরীর মরশুমি রোগমুক্ত রাখতে এই পানীয় খুবই কার্যকর৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Tulsi : তুলসি দিয়ে তৈরি এই পানীয়গুলি শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অতুলনীয়
Next Article
advertisement
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন
আচমকা দাউ দাউ আগুন...! লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন
  • লালবাজার এলাকার গোডাউনে অগ্নিকাণ্ড

  • ঘটনাস্থলে দমকলের পাঁচ পাঁচটি ইঞ্জিন

  • মুহূর্তের মধ্যে ঢেকে গেল কালো ধোঁয়ায়

VIEW MORE
advertisement
advertisement