Travel : শাল জঙ্গলের পাহাড়ে সঙ্গিনীর সঙ্গে সময় কাটাতে চান? রইল সেরা জায়গার খোঁজ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
Travel: কলকাতা থেকে নামমাত্র দূরেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন একটি ডেস্টিনেশন, যেখানে গেলে ফিরতে মন চাইবে না! জানুন বিস্তারিত
ঝাড়গ্রাম : দোল পূর্ণিমার জোৎস্না রাতে সঙ্গিনীর সঙ্গে পাহাড়ের চূড়ায় শাল জঙ্গলের স্নিগ্ধতায় বসন্ত উৎসবের দিনগুলি কাটানোর ইচ্ছা থাকলে যেতে হবে না বহুদূর। কলকাতা থেকে নামমাত্র কিছু দূরেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমন একটি ডেস্টিনেশন। যেখানে একবার গেলে মন বারে বারে ছুঁটে যেতে চাইবে।জঙ্গলমহলের জেলা অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম। কেবলমাত্র শীতের সময় নয় সারা বছরই পর্যটকের আনাগোনা রয়েছে অরণ্য সুন্দরীতে। ঢেউ খেলানো পাহাড় ও শাল, মহুয়ার জঙ্গলের টানে পর্যটকের ঢল নামে ঝাড়গ্রামের বেলপাহাড়িতে।
বেলপাহাড়ি থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে রয়েছে কাঁকড়াঝোড়। কাঁকড়াঝোড়ের প্রাকৃতিক সৌন্দর্যে সম্পর্কে পর্যটক মহল ওয়াকিবহাল। কাঁকড়াঝোড়ের ছোট্ট পাহাড়ের চূড়ায় রয়েছে সরকারি একটি অতিথিশালা। যেখানে রাত্রিযাপন করে বসন্ত উৎসবের সময় দোল পূর্ণিমা জোৎস্না রাত উপভোগ করা যাবে। পূর্ণিমার জোৎস্না রাতে মনে হবে যেন সবুজ জঙ্গলের বুক চিরে পূর্ণিমার জোৎস্না চুম্বন করছে পাহাড়ের চূড়াকে। স্নিগ্ধ মনোরম পরিবেশ উপভোগ করা যাবে সাহজেই । কলকাতা থেকে মাত্র ২৪০ কিলোমিটার দূরে রয়েছে কাঁকড়াঝোড়।
advertisement
advertisement
কলকাতা থেকে ব্যক্তিগত গাড়িতে করে ঝাড়গ্রাম,বেলপাহাড়ি হয়ে পৌঁছে যাওয়া যাবে কাঁকড়াঝোড় অথবা হাওড়া স্টেশন থেকে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। সেখান থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যাবে কাঁকড়াঝোড়ে।পর্যটকদের কাঁকড়াঝোড়ে থাকার জন্য ব্যক্তিগত উদ্যোগে বহু হোম-স্টে গড়ে উঠেছে। তার পাশাপাশি কাঁকড়াঝোড়েই পাহাড়ের চূড়ায় রয়েছে সরকারি অতিথিশালা। বীনপুর দু’নম্বর ব্লকের বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েত পরিচালিত কাঁকড়াঝোড় গেস্ট হাউস রয়েছে। দোল পূর্ণিমার ছুটিতে কাঁকড়াঝোড়ে থাকার ইচ্ছা থাকলে অগ্রিম বুকিং করে নেওয়াটাই ভাল।
advertisement
কাঁকড়াঝোড়ের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি চোখে পড়বে ৭০ এর দশকের নস্টালজিয়া “চারমূর্তি” বাংলা ছবির শুটিং স্থল। জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের উদ্দেশ্যে জায়গাটিতে বসান হয়েছে সাইনবোর্ড। কাঁকড়াঝোড়ে রাত্রিযাপন করার পাশাপাশি সারাদিন ধরে ঘুরে বেড়ানও যাবে পাহাড় জঙ্গলে ঘেরা বিভিন্ন জায়গায়। বসন্ত উৎসবের দিনগুলিকে উপভোগ করার ইচ্ছা থাকলে এবারে ডেস্টিনেশন হোক কাঁকড়াঝোড় ।
advertisement
বুদ্ধদেব বেরা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 10:18 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel : শাল জঙ্গলের পাহাড়ে সঙ্গিনীর সঙ্গে সময় কাটাতে চান? রইল সেরা জায়গার খোঁজ