Travel: গাইড দরকার নেই! ঘুরে আসুন বাংলার প্রাচীন রাজধানী থেকে! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Travel: এই শীতে ছোট্ট ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই জায়গা থেকে! দরকার হবে না গাইডের, নিজেই জেনে নিতে পারবেন সব ইতিহাস!
মালদহ: পর্যটকদের জন্য সুখবর। এবার থেকে গৌড়ের ইতিহাস জানতে আর ভরসা করতে হবে না গাইডের উপর। গৌড়ের প্রতিটি সৌধের ইতিহাস সম্পর্কে লেখা বোর্ড লাগানো থাকছে। যদিও এর আগেও ছিল এই সমস্ত বোর্ড। কিন্তু এতদিন শুধু মাত্র বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ছিল বোর্ডগুলি। দীর্ঘদিন আগে বোর্ডগুলি লাগানোয় নষ্টও হয়ে গিয়েছিল। তাই পর্যটন মরশুম শুরুর আগেই অভিনব উদ্যোগ নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মালদহ শাখা।
ইতিমধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মালদহ শাখার পক্ষ থেকে গৌড় সহ জেলার প্রতিটি ঐতিহাসিক নিদর্শন গুলির সৌধ গুলির পাশে নতুন করে ডাইরেকশন বোর্ড লাগানো হয়েছে। এই বোর্ডগুলিতে সৌধ গুলির নাম সহ ইতিহাস ও অন্যান্য বর্ণনা থাকছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিভাগের অফিসার সৌমেন্দু রায় বলেন, পর্যটকদের জন্য এটি একটি ভাল খবর। গৌড়ের ইতিহাস সম্বন্ধে তাঁরা জানতে পারবেন। তিনটি ভাষায় লেখা থাকায় দেশ ও বিদেশের পর্যটকদের সুবিধা হবে।
advertisement
advertisement
প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে, দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ঘুরতে আসে ইতিহাসের টানে। কিন্তু জেলায় পর্যাপ্ত পরিমাণে গাইড না থাকায় সঠিক ইতিহাস জানতে সমস্যায় পড়তে হয় পর্যটকদের। তাই পর্যটকদের সুবিধার জন্য ইতিহাস বর্ণনা করে বোর্ড লাগানো হয়েছে প্রতিটি স্থানে। বাংলা হিন্দি ও ইংরেজি ভাষায় বর্ণনা করা হয়েছে ইতিহাসকে। এর ফলে বাংলাভাষা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক ও বিদেশি পর্যটকরা সহজেই গৌড়ের ইতিহাস জানতে পারবেন এই বোর্ডগুলি থেকে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মালদহ শাখা সূত্রে জানা গিয়েছে, গৌড়ের বিভিন্ন টুরিস্ট স্পট গুলিতে মোট ৪২ টি বোর্ড লাগানো হয়েছে। ১৭ টি সাইড রয়েছে গৌড়ে। স্থানগুলির ইতিহাস পথ দেখানো ও সচেতনতার বোর্ড লাগানো রয়েছে। পর্যটকদের সুবিধার জন্যই এই ধরনের ব্যবস্থা করা হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পক্ষ থেকে।
advertisement
হরষিত সিংহ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2024 11:09 PM IST