Travel Destination: কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টা! শহরের কোলাহল ছেড়ে সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? ঢুঁ মারুন সবুজে ঘেরা প্রকৃতির কোলে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Travel Destination: আন্দুলপোতা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে মনোরম অঞ্চল হয়ে উঠছে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দের ঠিকানা। খড়িডাঙ্গায় প্রবেশ করতেই চোখে পড়বে গ্রামীণ সৌন্দর্যের এক অনন্য দৃশ্যপট।
উত্তর ২৪পরগণা: আন্দুলপোতার নয়, পাশের সবুজে মায়াজালে ঢাকা খড়িডাঙাই এখন বেড়ানোর নতুন ঠিকানা। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে কয়েক ঘণ্টা সময় কাটানোর ইচ্ছা আমাদের অনেকেরই থাকে। তবে সময়, দূরত্ব ও ব্যস্ততা এইসব স্বপ্নকে বারবার থমকে দেয়। কিন্তু যদি বলি কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টার পথ পেরলেই আপনি পেতে পারেন এমন এক স্থান, যেখানে প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে এক অপূর্ব নৈসর্গ?
হ্যাঁ, আমরা কথা বলছি আন্দুলপোতা’র এবং তার এক কাছের, প্রায় অজানা এক জায়গার কথা, যার নাম পূর্ব খড়িডাঙা। উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমায় অবস্থিত এই অঞ্চল আন্দুলপোতা থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে মনোরম অঞ্চল হয়ে উঠছে ভ্রমণপ্রেমীদের নতুন পছন্দের ঠিকানা। খড়িডাঙায় প্রবেশ করতেই চোখে পড়বে গ্রামীণ সৌন্দর্যের এক অনন্য দৃশ্যপট। রাস্তার দু’ধারে বিস্তৃত সবুজ ধানক্ষেত, নারকেল গাছের সারি, তার পাশে হাঁটছে গ্রামের মানুষজন। রাস্তার দু’পাশে দেখা মিলবে মাছচাষের ভেড়ি, যেগুলোর ওপরে বসে আছে দল বেঁধে আসা পরিযায়ী পাখিরা—তাদের ডানার শব্দ আর জলের হালকা ছলাৎছল শব্দ যেন প্রকৃতির সঙ্গীত। মাঝে মাঝে চোখে পড়বে কৃষ্ণচূড়ার গাছে আগুনরঙা ফুলের ঝাড়, যা পুরো দৃশ্যপটকে করে তোলে আরও রঙিন, আরও প্রাণবন্ত।
advertisement
advertisement
এই অঞ্চলটির প্রধান আকর্ষণ এর অবিচ্ছিন্ন শান্তি ও প্রকৃতির ঘনিষ্ঠতা। কোনও শহুরে কোলাহল নেই, নেই হর্ণের শব্দ বা যানজটের বিরক্তি। আছে শুধু প্রকৃতির নিজস্ব ছন্দে বয়ে চলা এক সুর, যা আপনাকে স্নিগ্ধতায় মোড়া এক ঘোরে নিয়ে যাবে। আন্দুলপোতার রেশ ধরে খড়িডাঙার টান।
advertisement
আন্দুলপোতা ইতিমধ্যেই এক জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে স্থানীয়দের কাছে। বিশাল জলরাশি, নির্জনতা, আঁকাবাঁকা গ্রামীণ রাস্তা আর মাথার উপর মেঘেদের খেলা—সব মিলিয়ে এক জীবন্ত পেইন্টিং যেন! তবে যাঁরা ভিড় এড়িয়ে কিছুটা নিরিবিলি, তুলনামূলকভাবে কম চেনা জায়গা খুঁজছেন, তাঁদের জন্য আদর্শ হতে পারে এই খড়িডাঙা অঞ্চল। এটি আন্দুলপোতার মতোই কিন্তু তুলনায় আরও নির্জন ।
advertisement
জুলফিকার মোল্যা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 2:31 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel Destination: কলকাতা থেকে মাত্র দেড় ঘণ্টা! শহরের কোলাহল ছেড়ে সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে চান? ঢুঁ মারুন সবুজে ঘেরা প্রকৃতির কোলে