Travel: অবহেলায় পড়ে রয়েছেন বাংলা, বিহার, ওড়িশার নবাব! তাঁর সমাধীতে আর আসে না পর্যটক! কেন জানেন?

Last Updated:

Travel: ভাগীরথী নদীর তীরে অবস্থিত খোসবাগে সিরাজউদ্দৌলার শহীদ বেদী থাকলেও পর্যটকদের সংখ্যা কম সেখানে। কারণ জানলে অবাক হবেন

+
খোসবাগে

খোসবাগে অবস্থিত সিরাজউদ্দৌলার সমাধিক্ষেত্র 

মুর্শিদাবাদ: বাংলা, বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব মীর্জা মহম্মদ সিরাজউদ্দৌলার সমাধি আছে মুর্শিদাবাদে। ভাগীরথী নদীর তীরে অবস্থিত খোসবাগে সিরাজউদ্দৌলার শহীদ বেদী থাকলেও পর্যটকদের সংখ্যা কম সেখানে। মোট ৩৪জনের কবর আছে যারা সকলেই সিরাজউদ্দৌলার পরিবারের। সিরাজউদ্দৌলা তার দাদু নবাব আলীবর্দী খানের কাছ থেকে ২৩ বছর বয়সে ১৭৫৬ সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন। তার সেনাপতি মীরজাফর, রায়দুর্লভ, বিশ্বাসঘাতকতার কারণে ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজিত হন।
রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার শাসনভার গ্রহণ করে।পলাশির যুদ্ধে পরাজয় অতঃপর গ্রেফতারের পর ১৭৫৭ সালে মীর জাফরের পুত্র মীর সাদিক আলি খান মীরনের নির্দেশে মোহাম্মদী বেগ কারাগারেই সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করেন। যার কারণে অস্তমিত হয় তৎকালীন সময়ে বাংলার সূর্য।
advertisement
advertisement
সিরাজউদ্দৌলার প্রাসাদ হাজারদুয়ারী সহ মুর্শিদাবাদ জেলার পর্যটন কেন্দ্র, তাই সেই সিরাজউদ্দৌলার কে মানুষ ভুলে না গিয়ে তাকে অনেকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন ঠিকই। কিন্তু যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকার কারণে গঙ্গার ওপারে খোসবাগে পর্যটকদের নিয়ে যাওয়া হয় না। স্থানীয় টোটো চালক বা টাঙ্গা চালক অনেকেই নিয়ে যেতে অনিহা প্রকাশ করেন। কিন্তু বর্তমানে কিছু সংখ্যক পর্যটকদের দেখা মেলে। তবে রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা ভাল করে তৈরি করা হলে আগামী দিনে আরও পর্যটকরা আসবে এলাকায় বলে দাবি গাইডদের।
advertisement
কৌশিক অধিকারী 
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Travel: অবহেলায় পড়ে রয়েছেন বাংলা, বিহার, ওড়িশার নবাব! তাঁর সমাধীতে আর আসে না পর্যটক! কেন জানেন?
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement