Tourism: বোলপুর এসেছেন তবে এই জায়গা ঘুরে দেখা হয়নি! তাহলে আপনার বোলপুর ভ্রমণ বৃথা

Last Updated:
Tourism: বোলপুর শান্তিনিকেতনের মধ্যে অবস্থিত এই জাদুঘরটি নন্দলাল বসু, বিনোদবিহারী মুখার্জি, রামকিঙ্কর বাইজ এবং অন্যান্যদের মতো শিল্পীদের ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শন করে।
advertisement
বীরভূম, সৌভিক রায়: কলকাতার থেকে ঢিল ছোড়া দূরত্বে বোলপুর শান্তিনিকেতন। মাত্র ২ ঘন্টার ট্রেন জার্নি করলেই খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই জায়গায়। আর এই বোলপুর শান্তিনিকেতনের মধ্যেই রয়েছে নন্দন আর্ট মিউজিয়াম এবং গ্যালারি যেটা শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি অসাধারণ জায়গা।
নন্দন আর্ট মিউজিয়াম 
আরও পড়ুনঃ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পেস্তাবাদাম অবিশ্বাস্যভাবে কার্যকর; প্রতিদিন খেলেই মুখে দেখা দেবে ন্যাচারাল গ্লো
এই জাদুঘরটি কলা ভবনের অংশ, এতে সঙ্গীত ভবন এবং কালো বাড়িও রয়েছে। রবি ঠাকুরের অনুরোধে, রামকিঙ্কর বাইজ, নন্দলাল বসু এবং সুরেন্দ্রনাথ কর-এর তত্ত্বাবধানে ১৯২৩ সালে কলা ভবন নির্মিত হয়েছিল বলে জানা যায়। বোলপুর শান্তিনিকেতনে আরও যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এটি অন্যতম।
advertisement
বোলপুর শান্তিনিকেতনের মধ্যে অবস্থিত এই জাদুঘরটি নন্দলাল বসু, বিনোদবিহারী মুখার্জি, রামকিঙ্কর বাইজ এবং অন্যান্যদের মতো শিল্পীদের ভাস্কর্য ও চিত্রকর্ম প্রদর্শন করে। এই জাদুঘরে একটি লাইব্রেরি এবং একটি প্রদর্শনী হল রয়েছে।
advertisement
আপনি জাদুঘরের সংস্কৃতি, শিল্প এবং সাহিত্যের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। আপনি প্রতি বুধ এবং বৃহস্পতিবার সকাল ৯:৩০ থেকে সন্ধ্যা ৬:০০ পর্যন্ত মিউজিয়াম ও গ্যালারি দেখতে পারেন। তবে এর জন্য আপনাকে খরচ করতে হবে সামান্য কিছু টাকা। ভারতীয়দের জন্য ৪০ টাকা টিকিট এবং বিদেশীদের জন্য টিকিট ভাড়া ৩০০-৪০০টাকা।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tourism: বোলপুর এসেছেন তবে এই জায়গা ঘুরে দেখা হয়নি! তাহলে আপনার বোলপুর ভ্রমণ বৃথা
Next Article