Pesta Badam: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পেস্তাবাদাম অবিশ্বাস্যভাবে কার্যকর; প্রতিদিন খেলেই মুখে দেখা দেবে ন্যাচারাল গ্লো
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Pesta Badam: সাধারণত সুস্বাস্থ্য ও হার্টের জন্য পেস্তাকে উপকারী মনে করা হলেও, বিশেষজ্ঞদের মতে এই বাদাম ত্বকের পুষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পেস্তা বাদাম খেলে মুখে দেখা দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।
ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে নানা ধরনের খাবারের পরামর্শ দেন পুষ্টিবিদরা। এর মধ্যে অন্যতম হল পেস্তা বাদাম। সাধারণত সুস্বাস্থ্য ও হার্টের জন্য পেস্তাকে উপকারী মনে করা হলেও, বিশেষজ্ঞদের মতে এই বাদাম ত্বকের পুষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পেস্তা বাদাম খেলে মুখে দেখা দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।
advertisement
পুষ্টিবিদদের দাবি, পেস্তায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, অ্যান্টিঅক্সিড্যান্ট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রয়োজনীয় মিনারেল, যা ত্বককে ভিতর থেকে পুষ্টি জোগায়। ভিটামিন ই ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করে এবং স্কিন সেলের পুনর্গঠনে সাহায্য করে। ফলে বয়সের ছাপ কমে এবং ত্বক আরও মসৃণ দেখায়।
advertisement
advertisement
advertisement
