Monsoon Stomach Problem : বর্ষায় বদহজম ও পেটের গণ্ডগোলে কাতর? সুরাহা আপনার হাতের মুঠোয়

Last Updated:

Monsoon Stomach Problem : মরশুমি সর্দিকাশি ছাড়াও এ সময় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে৷ দেখা দেয় হজমের গণ্ডগোল ও পেটের সমস্যা৷ তাই সুস্থ থাকতে গেলে মানতে হবে কিছু সাধারণ নিয়ম৷

Monsoon Stomach Problem
Monsoon Stomach Problem
প্রখর গ্রীষ্মের পর বহু প্রতীক্ষিত বর্ষা হাজির৷ এ সময় অসহ্য রোদের তাপ ও ঘাম থেকে রেহাই মেলে ঠিকই৷ কিন্তু অন্যদিকে আসে একাধিক শারীরিক সমস্যা৷ এ সময় আমরা কী খাচ্ছি, কখন খাচ্ছি এবং কীভাবে খাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ৷ কারণ এ সময় খাবারে জীবাণুর আক্রমণ বেড়ে যায় অনেকটাই৷ এ ছাড়া সংক্রমিত খাবার খেলে পেটের সমস্যা দেখা দেয়৷ ব্যাহত হয় রোগ প্রতিরোধ শক্তিও৷ আমাদের অজান্তেই আমরা শরীরের ক্ষতি ডেকে আনি৷
মরশুমি সর্দিকাশি ছাড়াও এ সময় জলবাহিত রোগের প্রকোপ বাড়ে৷ দেখা দেয় হজমের গণ্ডগোল ও পেটের সমস্যা৷ তাই সুস্থ থাকতে গেলে মানতে হবে কিছু সাধারণ নিয়ম৷
সি-ফুডে নিয়ন্ত্রণ-
advertisement
খেতে ভালবাসলেও উপায় নেই৷ বর্ষায় এড়িয়ে চলতে হবে সামুদ্রিক খাবার৷ কারণ সামুদ্রিক খাবারে এ সময়ে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে৷ কারণ সংক্রমণ সবথেকে বেশি হয় জল থেকে৷ তাই সি-ফুড এড়িয়ে চলুন ৷
advertisement
কাঁচা খাবারে সংক্রমণের ঝুঁকি অত্যন্ত বেশি৷ তাই কাঁচা খাবার বা ভালভাবে রান্না না করা খাবার একদমই খাওয়া অনুচিত বর্ষায়৷ কারণ যথাযথ তাপমাত্রায় রাঁধা না হলে বা সুসিদ্ধ করা না হলে খাবারে জীবামু রয়ে যাওয়ার আশঙ্কা থাকে৷
advertisement
আরও পড়ুন :  দাম্পত্য সুখের হয় পরকীয়ার গুণে? এও কি সম্ভব?
রাস্তার খাবার এড়িয়ে চলা-
বর্ষার আর্দ্রতায় খাবারে জীবাণু তথা ছত্রাকের সংক্রমণ খুবই বেড়ে যায়৷ তাই রাস্তার ধারে বিক্রি করা খাবার খেলে জলবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা খুবই বেশি৷ তাই বছরের এই সময়ে রাস্তায় বিক্রি করা খাবার খাবেন না৷
advertisement
কাঁচা তরিতরকারি, ফল, মাছ, মাংস-বাজার থেকে যা-ই কিনুন না কেন, ভাল করে ধুয়ে তবেই রাঁধুন৷ নয়তো ছত্রাক সংক্রান্ত সংক্রমণের হার খুবই বেশি থাকে৷ কাটা ফল বা সব্জি এ সময়ে একদমই কিনবেন না৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Monsoon Stomach Problem : বর্ষায় বদহজম ও পেটের গণ্ডগোলে কাতর? সুরাহা আপনার হাতের মুঠোয়
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement