রাসায়নিক ছেড়ে বাড়িতেই বানান রুজ-লিপস্টিক, ঠোঁট-গাল হবে গোলাপের মতো
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Making lipstick at home: এই ধরনের প্রসাধনী সামগ্রী সবসময় ব্যবহার করা উচিত নয়। বদলে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়
রুজ এবং লিপস্টিক। গাল ও ঠোঁটের জন্য ব্যবহৃত সবচেয়ে সাধারণ প্রসাধনী। এগুলো সাধারণত বাজার থেকেই কেনেন মহিলারা। কিন্তু দীর্ঘদিন রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহারের ফলে ত্বকের ক্ষতি হয়। বিশেষ করে ঠোঁটে কালচে দাগ পড়ে যায়। তাই এই ধরনের প্রসাধনী সামগ্রী সবসময় ব্যবহার করা উচিত নয়। বদলে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়।
অনেক কিছু জিনিস লাগবে, এমন নয়। দরকার মাত্র ৩টি সামগ্রী। সেই দিয়ে বাড়িতে বসে সহজেই তৈরি করে নেওয়া যায় রুজ এবং লিপস্টিক। এগুলো বাড়িতে তৈরি হলেও কাজ করবে বাজার থেকে কেনা পণ্যের মতোই। এখন দেখে নেওয়া যাক তৈরির পদ্ধতি।
ঠোঁট এবং গালের জন্য: প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে তৈরি এই প্রসাধনী দিয়েই গাল এবং ঠোঁট হবে গোলাপি। এ জন্য লাগবে ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল, ১ চা চামচ বিট পাউডার এবং ১ চা চামচ গোলাপজল। একটা পাত্রে অ্যালোভেরা জেল এবং গোলাপজল ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর এতে দিতে হবে বিট পাউডার। সবকটা ভাল করে মিশিয়ে নিলেই প্রসাধনী তৈরি। একটা ছোট কৌটো বা পাত্রে এটাকে সংরক্ষণ করা যায়।
advertisement
advertisement
আরও পড়ুন : বয়সের দূরত্ব ভাটা ফেলেনি প্রেমের জোয়ারে, দুই সন্তানের মা ৫০ বছর বয়সি ডিভোর্সির সহবাস ২৫ বছরের তরুণের সঙ্গে
ব্যবহারের পদ্ধতি: অন্য কোনও প্রসাধনী বা মলম যেভাবে লাগানো হয়, ঠিক সেভাবেই এটা ঠোঁটে এবং গালে লাগাতে হবে।

advertisement
টিপস: ১ চা চামচের পরিবর্তে গোলাপ জল একটু বেশি ব্যবহার করা যায়। গোলাপের সুগন্ধ পছন্দ কি না তার উপর নির্ভর করে।
অ্যালোভেরা জেল, বিট পাউডার এবং গোলাপজল কেন: শুকনো ঠোঁট ফেটে যায়। ঠোঁটকে ময়শ্চারাইজ করতে লাগানো হয় অ্যালোভেরা জেল। যেহেতু অ্যালোভেরার ময়েশ্চারাইজিং এবং অ্যান্টিইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য রয়েছে তাই এটা ফাটা ঠোঁটে দারুণ কাজ করে। অ্যালোভেরার প্রাকৃতিক ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বককে নরম করতে সাহায্য করে।
advertisement
আরও পড়ুন : ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
বিট শুকনো ঠোঁট নিরাময়ে সাহায্য করে। ধীরে ধীরে ঠোঁট এবং গালের স্বাভাবিক গোলাপি আভা ফিরিয়ে দেয়। কারণ এতে ত্বককে হালকা করার জন্য প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য রয়েছে। এটি মৃত ত্বকের কোষগুলিকে এক্সফোলিয়েট করতেও সাহায্য করে এবং ত্বককে মসৃণ এবং নরম রাখে।
advertisement
গোলাপ জল সবচেয়ে জনপ্রিয় ত্বকচর্চার পণ্যগুলির মধ্যে একটি। এতে শক্তিশালী অ্যান্টিইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্য রয়েছে যা ত্বকের যে কোনও ধরনের সমস্যা কমায়। এছাড়াও, গোলাপজলে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ এবং অ্যালার্জির কারণে সৃষ্ট লালভাব কমিয়ে ত্বকের বর্ণকে উজ্জ্বল করে। তাছাড়া গোলাপ জল ঠোঁটকে ময়শ্চারাইজ করতেও সাহায্য করে।
Location :
First Published :
October 10, 2022 1:27 PM IST