Thyroid Control: থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখুন, কী খাবেন আর কী একেবারেই খাবেন না রইল তালিকা

Last Updated:

Thyroid Health: থাইরয়েড নিয়ন্ত্রণে (Thyroid Control) রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শক্তির মাত্রা, বিপাক এবং হরমোনকে নিয়ন্ত্রণ করে।

গবেষণা ও সমীক্ষা থেকে দেখা যায়, পুরুষদের থেকে মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন।  থাইরয়েড হল শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত একটি গ্রন্থি। এই গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন শরীরে বিশেষ ভূমিকা পালন করে।
গবেষণা ও সমীক্ষা থেকে দেখা যায়, পুরুষদের থেকে মহিলারা এই রোগে বেশি আক্রান্ত হন। থাইরয়েড হল শ্বাসনালীর সামনের দিকে অবস্থিত একটি গ্রন্থি। এই গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে নিঃসৃত হরমোন শরীরে বিশেষ ভূমিকা পালন করে।
#নয়াদিল্লি: থাইরয়েড মূলত প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি যা ঘাড়ের গোড়ায় অবস্থিত। থাইরয়েড গ্রন্থি (Thyroid Gland health) সঠিকভাবে কাজ না করলে গ্রন্থি ফুলে যেতে পারে এবং এর ফলে দু’টি অবস্থা হতে পারে – ক) হাইপোথাইরয়েডিজম (hypothyroidism) এবং খ) হাইপারথাইরয়েডিজম (hyperthyroidism)। থাইরয়েড নিয়ন্ত্রণে (Thyroid Control) রাখা গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের শক্তির মাত্রা, বিপাক এবং হরমোনকে নিয়ন্ত্রণ করে।
আমরা যে খাবার খাই তা গ্রন্থির উপর প্রভাব ফেলে। অতএব, আমাদের অবশ্যই থাইরয়েডের সমস্যা (Thyroid Control) তৈরি করতে পারে এমন খাবার এড়িয়ে চলতে হবে। থাইরয়েডকে সুস্থ রাখে এমন খাবার বাড়াতে হবে খাদ্যতালিকায়।
advertisement
কোন কোন খাবার থাইরয়েডের জন্য গুরুত্বপূর্ণ:
advertisement
মাছ
মাছ ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা প্রদাহ কমায় এবং অনাক্রম্যতা তৈরিতে সাহায্য করে। মাছ সেলেনিয়াম সমৃদ্ধ, এটি থাইরয়েড নিয়ন্ত্রণ করে।
বাদাম
বাদামও সেলেনিয়ামের সমৃদ্ধ উৎস যা থাইরয়েডের কার্যকারিতায় সাহায্য করে। সুতরাং টিফিনে জাঙ্ক ফুডের পরিবর্তে অল্প বাদাম খান।
দই
সঠিক পরিমাণে আয়োডিন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি এবং গলগন্ড সৃষ্টিতে বাধা দেয়। দইয়ে যথেষ্ট আয়োডিন থাকে এবং চর্বি কম থাকে, তাই থাইরয়েডের জন্য খুবই উপকারী দই।
advertisement
গোটা শস্যদানা
ফাইবার সমৃদ্ধ গোটা শস্য কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে যা হাইপোথাইরয়েডিজমের একটি গুরুতর লক্ষণ। অনেকেই গোটা শস্য এড়িয়ে চলেন যাতে সমস্যা বেড়ে যায় বহুগুণ। থাইরয়েডের ওষুধ খাওয়ার কয়েক ঘণ্টা পর গোটা শস্য অবশ্যই খাওয়া উচিত।
রোস্টেড সিউইড
আয়োডিনের আরেকটি সমৃদ্ধ উৎস হল সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবাল রোস্ট করে স্যালাড হিসেবে খান, মিলবে পর্যাপ্ত আয়োডিন। থাইরয়েডের ভারসাম্য বজায় রাখতে অবশ্যই খান সামুদ্রিক শৈবাল।
advertisement
থাইরয়েড সুস্থ রাখতে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
সয়াবিন
সয়াবিনে এমন কিছু রাসায়নিক উপাদান রয়েছে যা থাইরয়েডের হরমোন তৈরির ক্ষমতা হ্রাস করে। যদি পর্যাপ্ত পরিমাণ আয়োডিন গ্রহণ করেন, তাহলে সয়াবিনে সমস্যা হওয়ার কথা নয়। যদি খাদ্যতালিকায় আয়োডিনের অভাব থাকে এবং তাও সয়াবিন খান, তাহলে সমস্যা দেখা দিতে পারে।
advertisement
ফুলকপি এবং ব্রকলি
শরীরে যদি আয়োডিনের ঘাটতি থাকে তবে ফুলকপি এবং ব্রকলি থাইরয়েড হরমোন উত্পাদনে বাধা দেয়।
চিনিযুক্ত খাবার
খাবারে বেশি চিনি ক্যালোরি বাড়ায় এবং শরীরে কোনো পুষ্টি জোগায় না। যে পরিমাণ চিনি খান রোজ তার পরিমাণ কমিয়ে দেওয়াই ভাল।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Thyroid Control: থাইরয়েডকে নিয়ন্ত্রণে রাখুন, কী খাবেন আর কী একেবারেই খাবেন না রইল তালিকা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement