North Bengal Trip: লাভা থেকে এই ট্রেকিং রুটেই পৌঁছে যান রিশপ! ঘন জঙ্গলে ঘেরা, অ্যাডভেঞ্চারে ঠাসা পথ! ঘুরে আসুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
North Bengal Trip: লাভা তো অবশ্যই গিয়েছেন আপনারা। তবে লাভা থেকে রিশপের এই ট্রেকিং রুটে হয়তো কখনও যাওয়া হয়নি। এবার যদি আপনার ঘোরার প্ল্যানে লাভা থাকে, তবে অবশ্যই এই ট্রেকিং রুটে ঘুরে আসুন। এই ওল্ড ট্রেকিং রুটে লাভা থেকে রিশপ পৌঁছে যাবেন খুব সহজেই।
কালিম্পং: পুজো মানেই খাওয়া দাওয়া, পুজো মানেই আনন্দ, তবে যেটি ছাড়া পুজো একেবারেই অসম্ভব সেটি হল পুজো মানেই ঘুরতে যাওয়া। পুজো শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। পর্যটকদের বেড়াতে যাওয়ার প্ল্যান পুরো রেডি। এবারে পাহাড়ের বিশেষ আকর্ষণ অ্যাডভেঞ্চার স্পোর্টস।
লাভা তো অবশ্যই গিয়েছেন আপনারা। তবে লাভা থেকে রিশপের এই ট্রেকিং রুটে হয়তো কখনও যাওয়া হয়নি। এবার যদি আপনার ঘোরার প্ল্যানে লাভা থাকে, তবে অবশ্যই এই ট্রেকিং রুটে ঘুরে আসুন। এই ওল্ড ট্রেকিং রুটে লাভা থেকে রিশপ পৌঁছে যাবেন খুব সহজেই।
আরও পড়ুনঃ রাস্তা দখল নিয়ে হাঁটছে হাতির দল! গজরাজ সারি ক্যামেরাবন্দি করতে পেরে খুশি পর্যটকরা
লাভা বাজার থেকে লাভা মনেস্ট্রির দিকে যেতে হবে। তাপর সুইসাইড পয়েন্ট বলে একটা জায়গা পড়বে। তার পাশ দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে সেটাই সোজা রিশপ পৌঁছে দেবে আপনাকে। আর এই রাস্তায় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাবেন আপনি। একদিকে কাঞ্চনজঙ্ঘা, অন্যদিকে পাহাড়ের গায়ে সারি সারি ফুল। যার প্রেমে পড়বেন আপনি বারবার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অষ্টমীর মধ্যেই বদলাবে ‘ফিগার’! আজই শুরু হোক ৩০ সেকেন্ডের এই ছোট্ট কাজ, আয়নাও আপনার প্রেমে পড়বে নিশ্চিত
এখানে একটি বৌদ্ধ মন্দির ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। প্রকৃতি উপভোগ ও পাখি দেখার জন্য বিখ্যাত লাভা, নেওরাভ্যালি ন্যাশনাল পার্কে ওঠার সূচনাবিন্দুও। শিলিগুড়ি থেকে সেবক ব্রিজ পেরিয়ে ডামডিম-গরুবাথান হয়েও লাভা যাওয়া যায়। উন্নত ও সুব্যাপ্ত কাঞ্চনজঙ্ঘার রুপোলি মুকুট লাভার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ।
advertisement
মূল শহর ছাড়িয়ে জঙ্গলের নিরিবিলি পথে এই পুরোনো ট্রেকিং রুটে গেলে মন তরতাজা হয়ে উঠবে সকলের। লাভা বাজারে গ্রিন প্যালেস হতে পারে আপনার থাকার জন্যে আদর্শ একটি স্থান। ডাবল বেড ১৪৫০ টাকা, ফোর বেডের রুম ১৬৫০ টাকা। কিংবা লাভা বাজারে অবস্থিত লাভা ভিউ পয়েন্ট হোটেলে ডিলাক্স রুমের ভাড়া পড়বে ১৫০০ টাকার মতো এবং ফোর বেডের রুমের ভাড়া পড়বে ১৮০০ টাকা। সিজন বুঝে দাম ওঠানামা করে। এ ছাড়াও প্রচুর থাকার হোম স্টে , হোটেল রয়েছে।
advertisement
অনির্বাণ রায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 03, 2024 10:58 AM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North Bengal Trip: লাভা থেকে এই ট্রেকিং রুটেই পৌঁছে যান রিশপ! ঘন জঙ্গলে ঘেরা, অ্যাডভেঞ্চারে ঠাসা পথ! ঘুরে আসুন