ইতিহাসের পাতায় সমাধি হতে চলেছে HIV এইডসের! মাত্র দু’টি ইনজেকশনেই ১০০% নিরাপত্তা! চমকপ্রদ ওষুধ এল বাজারে

Last Updated:

HIV AIDS: ইতিহাসের পাতায় সমাধি হতে চলেছে HIV এইডসের! মাত্র দু’টি ইনজেকশনেই ১০০% নিরাপত্তা! চমকপ্রদ ওষুধ এল বাজারে।

এইচআইভি এইডসের অবসান, বিপ্লবী ওষুধের কার্যকারিতা ১০০% দাবি FDA-র!
এইচআইভি এইডসের অবসান, বিপ্লবী ওষুধের কার্যকারিতা ১০০% দাবি FDA-র!
গত ৪৪ বছর ধরে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে আসা রোগ এইচআইভি এইডস (HIV AIDS) অবশেষে ইতিহাসের পাতায় ঠাঁই নিতে চলেছে। কোটিরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই মারণ ব্যাধির রুখে দেওয়ার জন্য এবার এল এক বিপ্লবী ওষুধ, যার কার্যকারিতা ১০০ শতাংশ বলেই দাবি করা হয়েছে। আমেরিকার Food and Drug Administration (FDA) এই ওষুধকে ছাড়পত্র দিয়েছে, যা তৈরি করেছে Gilead Sciences নামের ওষুধ প্রস্তুতকারক সংস্থা।

🧪 কী এই ওষুধ?

    advertisement
  • ওষুধের নাম: Lenacapavir
  • ইনজেকশন আকারে দেওয়া হয়, বছরে মাত্র দু’বার
  • এই ওষুধ এখন বাজারে আসছে Yeztugo ব্র্যান্ড নামে
  • এটি একটি capsid inhibitor ধরনের ওষুধ, যা HIV ভাইরাসের গঠনে বাধা দেয়
  • বড়ো পরীক্ষায় প্রমাণিত হয়েছে, এটি প্রায় ১০০% কার্যকর HIV প্রতিরোধে
  • প্রাপ্তবয়স্ক ও কিশোরদের জন্য উপযোগী
  • advertisement
  • এইচআইভি এইডসের অবসান, বিপ্লবী ওষুধের কার্যকারিতা ১০০% দাবি FDA-র!
    advertisement
    এইচআইভি এইডসের অবসান, বিপ্লবী ওষুধের কার্যকারিতা ১০০% দাবি FDA-র!

    💉 দাম কত?

    • আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি ইনজেকশনের মূল্য ২৮ হাজার মার্কিন ডলার (প্রায় ₹২৩ লক্ষ টাকা)
    • তবে, সংস্থা জানিয়েছে যে, অন্যান্য দেশে দাম অনেক কম হতে পারে
    • বর্তমানে স্বাস্থ্য বিমার আওতায় আনার চেষ্টা চলছে, যাতে কিছু মানুষ বিনামূল্যে পেতে পারেন
    • advertisement

      📉 প্রতিরোধেই মুক্তি

      বিশ্বজুড়ে এখন প্রায় ১.৩ কোটি মানুষ প্রতি বছর নতুন করে HIV সংক্রমিত হন।
      Yeztugo মূলত একটি PrEP (Pre-Exposure Prophylaxis) ওষুধ, অর্থাৎ সংক্রমণের আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা। বর্তমানে যে প্রেপ ওষুধগুলি রয়েছে, তা প্রতিদিন খেতে হয়, আর কঠোর নিয়ম মেনে চলতে হয়। Yeztugo-র সুবিধা, বছরে মাত্র দুইবার ইনজেকশন নিলেই চলবে।
      advertisement

      🗣️ কী বলছেন বিশেষজ্ঞরা?

      • Kevin Robert Frost, CEO, Foundation for AIDS Research বলছেন, “Yeztugo শুধু কার্যকর নয়, এটিকে সবার নাগালে পৌঁছে দেওয়াটাই আসল চ্যালেঞ্জ।”
      • Daniel O’Day, CEO, Gilead বলেছেন, “এটা ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। Lenacapavir আমাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মাধ্যমে আমরা এই মহামারিকে রুখে দিতে পারি।”
      • advertisement
      • সংস্থা জানিয়েছে, ভবিষ্যতে এই ওষুধকে জেনেরিক (Generic) করার পরিকল্পনাও রয়েছে, যাতে বিশ্বের দরিদ্র দেশগুলিতেও সহজে পাওয়া যায়।
      •  HIV-এর ‘The End’ ঘনিয়ে এসেছে?

        এই ওষুধের আবির্ভাব সত্যিই চিকিৎসাবিজ্ঞানের এক নতুন দিগন্ত। এতদিন HIV মানেই ছিল ‘আজীবন রোগ’, সামাজিক লজ্জা, এবং মৃত্যুর ছায়া। কিন্তু Lenacapavir আসায় সেই ছবি বদলে যেতে শুরু করেছে। এখন শুধু প্রয়োজন নীতিগত সহযোগিতা, সঠিক বিতরণ ব্যবস্থা এবং সবার জন্য সহজলভ্যতা।
        বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
        ইতিহাসের পাতায় সমাধি হতে চলেছে HIV এইডসের! মাত্র দু’টি ইনজেকশনেই ১০০% নিরাপত্তা! চমকপ্রদ ওষুধ এল বাজারে
        Next Article
        advertisement
        পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
        পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
        VIEW MORE
        advertisement
        advertisement