Eye care: সবজি খেলেই বাড়বে দৃষ্টিশক্তি! চোখ ভাল রাখার জাদুমন্ত্র জেনে নিন
- Published by:Anulekha Kar
Last Updated:
সবজি খেলেই বাড়বে দৃষ্টিশক্তি! চোখ ভাল রাখার জাদুমন্ত্র জেনে নিন
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আজকাল ছোট বাচ্চাদেরও চোখের সমস্যা দেখা দেয়। তবে রঙিন শাক-সবজি খেলেই চোখের যেকোনও সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। এক গবেষণায় দাবি করা হয়েছে যে রঙিন ফল ও সবজি চোখের সমস্যা দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। এ ছাড়া সবুজ শাক-সবজি খেলে স্মৃতিশক্তিও ভাল থাকে।
একটি গবেষণায় দেখা গিয়েছে যে রঙিন ফল এবং সবজিতে লুটেইন এবং জিক্সানথিন নামে যৌগ পাওয়া যায় যা রেটিনাকে সুস্থ রাখে। এই যৌগগুলি রেটিনাকে সুস্থ রাখে, যার কারণে মানুষ দূর থেকেও স্পষ্ট দেখতে পায়।
advertisement
জর্জিয়া ইউনিভার্সিটির গবেষকরা, বিভিন্ন গবেষণা থেকে জানতে পেরেছেন যে লুটেইন এবং জেক্সানথিন ধারণ করে এমন খাবার খাওয়া চোখের স্বাস্থ্যের পাশাপাশি মস্তিষ্কের স্বাস্থ্যকেও বাড়িয়ে তুলতে পারে।
advertisement
প্রধান গবেষক জ্যাক হার্থ জানান, লুটেইন এবং জিক্সানথিন দৃষ্টিশক্তি এবং বুদ্ধির বিকাশের জন্য দুর্দান্ত কাজ করে। জ্যাক হার্থ আরও জানান যে খেলোয়াড়দের দৃষ্টিশক্তি প্রখর হওয়া অত্যন্ত প্রয়োজনীয় । তাই খেলোয়াড়দের নিয়মিত সবুজ শাকসবজি ও ফলমূল খেতে হবে।
গবেষক অধ্যাপক বিলি হ্যামন্ড জানান, “গবেষণার দীর্ঘ তালিকা থেকে আমরা দেখতে পেয়েছি যে রেটিনা এবং মস্তিষ্কে থাকা লুটেইন এবং জেক্সানথিন নীল আলোর কারণে সৃষ্ট দৃষ্টিশক্তির সমস্যা দূর করে। স্মৃতি সংক্রান্ত সমস্যারও অবসান ঘটায়।”
advertisement
এই রঙিন ফল ও সবজি স্মৃতিশক্তি বাড়ায় এবং চোখ ভাল রাখতে সাহায্য করে। নিয়মিত পালং শাক, মেথি, শাক, ঘি, জুচিনি, ওকড়া, বেগুন, আপেল, কমলা, কিউই ইত্যাদি খেলে শরীরে পর্যাপ্ত পরিমাণে লুটেইন এবং জেক্সানথিন তৈরি হবে এবং এটি চোখের রেটিনা এবং মস্তিষ্কের কোষের ক্ষতির হাত থেকে অবিলম্বে বাঁচাবে। এতে দূর পর্যন্ত দেখার শক্তি বাড়বে এবং স্মৃতিশক্তিও প্রখর হবে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 27, 2023 4:47 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eye care: সবজি খেলেই বাড়বে দৃষ্টিশক্তি! চোখ ভাল রাখার জাদুমন্ত্র জেনে নিন