নতুন বছরে আরও উজ্জ্বল ও ঝকঝকে ত্বক, কয়েকটি সহজ টোটকায় বাজিমাত করুন

Last Updated:

কয়েকটি জিনিসের হদিশ দেওয়া হল। এতে নতুন বছরেই ত্বক হবে চকচকে এবং স্বাস্থ্যোজ্জ্বল।

সুস্থ এবং উজ্জ্বল ত্বক কে না চায়! কিন্তু কোন পণ্য ব্যবহার করা উচিত, কোনটা এড়িয়ে যেতে হবে, এই নিয়ে বিভ্রান্তি থাকে। পরিচিত কারও কাছে দেখা পণ্যও ব্যবহার করেন অনেকে। এতে ভাল তো হয়ই না, উল্টে ক্ষতি হয়। খেসারত দিতে হয় ত্বককে। তাই ত্বকের জন্য সঠিক রুটিন থাকা জরুরি। এখানে সেরকম কয়েকটি জিনিসের হদিশ দেওয়া হল। এতে নতুন বছরেই ত্বক হবে চকচকে এবং স্বাস্থ্যোজ্জ্বল।
ভিটামিন সি এবং রেটিনল সবার প্রিয়: রেটিনল যখন প্রথম বাজারে আসে তখন অনেকেই ভুরু কুঁচকেছিলেন। ত্বকে এর কেমন প্রতিক্রিয়া হবে সেই নিয়ে চিন্তা ছিল। এরপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ত্বকচর্চায় রেটিনল হয়ে উঠেছে অন্যতম জনপ্রিয় পণ্য। একই ভাবে, গ্লাইকোলিক অ্যাসিড এক্সফোলিয়েশনের খেলায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। মানুষ বুঝতে পেরেছে ফল থেকে পাওয়া তো যায়ই, ত্বকে ভিটামিন সি সিরাম প্রয়োগও সমান স্বাস্থ্যকর।
advertisement
সিরামাইড বাজার কাঁপাবে: সিরামাইড হল আরেকটি উপাদান যা ২০২৩ সালে বাজার কাঁপাবে। ত্বকের বাইরের স্তর, যাকে এপিডার্মিস বলা হয়, স্বাভাবিকভাবেই সিরামাইড থাকে। এটি ত্বকের বাধা হিসাবে কাজ করে এবং আর্দ্রতাকে লক করে।
advertisement
advertisement
দৌড় জিতবে শামুক (মুসিন): কে বিউটি স্কিনকেয়ার রেজিমেন থেকে শামুক মুসিন জনপ্রিয়তা পেয়েছে। যদিও শামুক মুসিন যে সকলেই খুব পছন্দ করেন তা নয়, বিশেষ করে নিরামিষাশীরা। এটা হাইড্রেটিং উপাদানের সমৃদ্ধ উৎস। হায়ালুরোনিক অ্যাসিড ছাড়াও গ্লাইকোলিক অ্যাসিড এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে পূর্ণ। এটি শুষ্ক ত্বককে নিরাময় করে।
advertisement
হায়ালুরোনিক অ্যাসিড আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে: হায়ালুরোনিক অ্যাসিডের মতো আর্দ্রতা-পুষ্টিকর পণ্য সহ সিরামই এ বছর ট্রেন্ড করেছে। ২০২৩-এও এর জনপ্রিয়তায় ভাঁটা পড়বে না একচুল। চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, হায়ালুরোনিক অ্যাসিড সেলুলার লেভেলে কাজ করে। বহু-স্তর ত্বকের টিস্যু পুনর্গঠনে সাহায্য করে।
ত্বকের যত্নে নিয়াসিনামাইড: নিয়াসিনামাইড ত্বকের নায়ক। এটা কেরাটিন নামক এক ধরনের প্রোটিন গঠনে সাহায্য করে। এটাই ত্বককে দৃঢ় রাখে। প্রদাহ প্রশমিত করে। একজিমা এবং ব্রণর বিরুদ্ধে লড়ে। হাইপারপিগমেন্টেশনে কাজ করে ছিদ্রের উপস্থিতি কমিয়ে দেয়।
advertisement
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
নতুন বছরে আরও উজ্জ্বল ও ঝকঝকে ত্বক, কয়েকটি সহজ টোটকায় বাজিমাত করুন
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement