Suvendu Adhikari on JU: ‘অতি বাম’ তুলে চাঁচাছোলা শুভেন্দু! যাদবপুরে ছাত্রী মৃত্যুতে কোন প্রসঙ্গ টানলেন, বললেন...

Last Updated:

সোমবার কলকাতা থেকে নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে৷

News18
News18
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে একেবারে চাঁচাছোলা ভাষায় আক্রমণ৷ অতি বাম মনস্কতার প্রসঙ্গ তুলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ তুললেন, ‘‘আমাদের ইউজিসি, আমাদের শিক্ষাব্যবস্থা, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যা পরিবেশ, তা এখানে তৈরি করতে দেয় না৷’’ এখানেই শেষ নয়, ‘এই সব’ ছাত্রছাত্রীদের ‘রাষ্ট্রবিরোধী’, ‘জাতীয়তাবাদ’ বিরোধী বলেও মন্তব্য করেন শুভেন্দু৷ বিরোধী দলনেতার অভিযোগ, এসব সত্ত্বেও ‘ভোটের লাভে’র জন্য তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুরের ‘এই সমস্ত’ ছাত্রছাত্রীদের লালনপালন করেন৷
advertisement
সোমবার কলকাতা থেকে নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ছাত্রী মৃত্যুর ঘটনা নিয়ে৷ তার উত্তরেই ‘অতি বাম ’ মনস্কতার প্রসঙ্গ তোলেন শুভেন্দু৷ বলেন, ‘‘এরা গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায়, সংবিধান মানে না৷’’
advertisement
advertisement
শুভেন্দু বলেন, ‘‘ওখানে (যাদবপুর বিশ্ববিদ্যালয়ে) মদ-গাঁজা-চরসের আখড়া করে রেখেছে৷ ওখানে সিসিটিভি লাগাতে দেবে না৷ বন্দে মাতরমও গাইত দেবে না৷’’
advertisement
শুভেন্দুর দাবি, এই ছাত্ররা ভোটের সময়নো ভোট টু মোদিস্লোগান দেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাঙ্কে লাভ পান৷
এর পরেই শুভেন্দু বলেন, “বিজেপি-কে ক্ষমতায় আনুন, সব সাফ করে দেব।” যাদবপুরের বর্তমান পরিস্থিতিকে পার্থেনিয়াম আগাছার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “যাদবপুরে যত পার্থেনিয়াম আছে সব পরিষ্কার করে দেব।”
advertisement
প্রসঙ্গত, গত ১১ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে ঝিলপাড়ে জলে পড়ে সেখানকার ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু হয়েছে৷ সোমবার যাদবপুর থানায় মেয়ের মৃত্যুতে খুনের অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari on JU: ‘অতি বাম’ তুলে চাঁচাছোলা শুভেন্দু! যাদবপুরে ছাত্রী মৃত্যুতে কোন প্রসঙ্গ টানলেন, বললেন...
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement