You Tube Earnings: ইউটিউবের ভিডিওতে ১ লাখ ভিউ হলে কত আয় হয়? অনেকের মনের প্রশ্ন, জানা থাকলে চাকরি ছেড়ে দেবেন

Last Updated:
You Tube Earnings- এবার প্রশ্ন হল, এক লাখ ভিউ হলে ক্রিয়েটর কত টাকা পেতে পারেন! ১ লক্ষ ভিউ থেকে আয় নির্ভর করে বিজ্ঞাপন ও ভিডিওর ধরণের উপর। ইউটিউবের আয় মূলত অ্যাডসেন্সের মাধ্যমে হয়।
1/5
ইউটিউবে কত ভিউ এবং সাবস্ক্রাইবারে টাকা ও গোল্ডেন বাটন পাওয়া যায়? এই প্রশ্ন অনেকের মনে উঁকি দেয়। তবে সত্যি বলতে, এর উত্তর কিথু মানুষেরই জানা। তাঁরাই জানেন, যাঁরা কি না ইউ টিউবে ভিডিও আপলোড করে উপার্জন করেন। বাকি অনেকেই আন্দাজের বশে বা অন্যের মুখে শুনে একটা কিছু ভেবে নেন।
ইউটিউবে কত ভিউ এবং সাবস্ক্রাইবারে টাকা ও গোল্ডেন বাটন পাওয়া যায়? এই প্রশ্ন অনেকের মনে উঁকি দেয়। তবে সত্যি বলতে, এর উত্তর কিথু মানুষেরই জানা। তাঁরাই জানেন, যাঁরা কি না ইউ টিউবে ভিডিও আপলোড করে উপার্জন করেন। বাকি অনেকেই আন্দাজের বশে বা অন্যের মুখে শুনে একটা কিছু ভেবে নেন।
advertisement
2/5
ওটিটি (OTT) প্ল্যাটফর্মের আগেও মানুষের মধ্যে ইউটিউব বেশ জনপ্রিয় ছিল। এমন কিছু ভিডিও রয়েছে যেগুলি লাখে নয়, বরং কোটিতে ভিডিও পেয়েছে। এখানে সব ধরনের ভিডিও পাওয়া যায়। তবে আজ আমরা বলব, ভিডিওর ভিউ সংখ্য়া কত হলে ঠিক কত টাকা পাওয়া যায়!
ওটিটি (OTT) প্ল্যাটফর্মের আগেও মানুষের মধ্যে ইউটিউব বেশ জনপ্রিয় ছিল। এমন কিছু ভিডিও রয়েছে যেগুলি লাখে নয়, বরং কোটিতে ভিডিও পেয়েছে। এখানে সব ধরনের ভিডিও পাওয়া যায়। তবে আজ আমরা বলব, ভিডিওর ভিউ সংখ্য়া কত হলে ঠিক কত টাকা পাওয়া যায়!
advertisement
3/5
ইউটিউবে ক্রিয়েটর অ্যাওয়ার্ডস বা প্লে বাটন পেতে হলে কিছু মাইলফলক পূর্ণ হতে হয়। চ্যানেল ১ লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছলে সিলভার প্লে বাটন, ১০ লক্ষ সাবস্ক্রাইবারে গোল্ডেন প্লে বাটন, ১ কোটি সাবস্ক্রাইবারে ডায়মন্ড প্লে বাটন এবং ১০ কোটি সাবস্ক্রাইবারে রেড ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয়। অর্থাৎ, ইউটিউবে গোল্ডেন বাটন পেতে হলে চ্যানেলের ১০ লক্ষ সাবস্ক্রাইবার থাকা বাধ্যতামূলক।
ইউটিউবে ক্রিয়েটর অ্যাওয়ার্ডস বা প্লে বাটন পেতে হলে কিছু মাইলফলক পূর্ণ হতে হয়। চ্যানেল ১ লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছলে সিলভার প্লে বাটন, ১০ লক্ষ সাবস্ক্রাইবারে গোল্ডেন প্লে বাটন, ১ কোটি সাবস্ক্রাইবারে ডায়মন্ড প্লে বাটন এবং ১০ কোটি সাবস্ক্রাইবারে রেড ডায়মন্ড প্লে বাটন প্রদান করা হয়। অর্থাৎ, ইউটিউবে গোল্ডেন বাটন পেতে হলে চ্যানেলের ১০ লক্ষ সাবস্ক্রাইবার থাকা বাধ্যতামূলক।
advertisement
4/5
এবার প্রশ্ন হল, এক লাখ ভিউ হলে ক্রিয়েটর কত টাকা পেতে পারেন! ১ লক্ষ ভিউ থেকে আয় নির্ভর করে বিজ্ঞাপন ও ভিডিওর ধরণের উপর। ইউটিউবের আয় মূলত অ্যাডসেন্সের মাধ্যমে হয়। প্রযুক্তি, অর্থ বা শিক্ষামূলক বিষয়ের ভিডিও থেকে বেশি আয় হয়। বিনোদন বা ভ্লগের মাধ্যমে আয় তুলনামূলকভাবে কম। ভারতের মতো দেশে CPM (প্রতি হাজার ভিউয়ের আয়) মার্কিন বা ইউরোপের দেশের তুলনায় অনেকটাই কম। ভারতে ১ লক্ষ ভিউ থেকে গড়ে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে।
এবার প্রশ্ন হল, এক লাখ ভিউ হলে ক্রিয়েটর কত টাকা পেতে পারেন! ১ লক্ষ ভিউ থেকে আয় নির্ভর করে বিজ্ঞাপন ও ভিডিওর ধরণের উপর। ইউটিউবের আয় মূলত অ্যাডসেন্সের মাধ্যমে হয়। প্রযুক্তি, অর্থ বা শিক্ষামূলক বিষয়ের ভিডিও থেকে বেশি আয় হয়। বিনোদন বা ভ্লগের মাধ্যমে আয় তুলনামূলকভাবে কম। ভারতের মতো দেশে CPM (প্রতি হাজার ভিউয়ের আয়) মার্কিন বা ইউরোপের দেশের তুলনায় অনেকটাই কম। ভারতে ১ লক্ষ ভিউ থেকে গড়ে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে।
advertisement
5/5
তবে একটি ব্যাপার মনে রাখবেন। অনেক ভিউ থাকা সত্ত্বেও যদি চ্যানেলের ১০ লক্ষ সাবস্ক্রাইবার না থাকে, তবে গোল্ডেন বাটন পাওয়া সম্ভব নয়। অর্থাৎ, ভিউ-এর থেকে বরং সাবস্ক্রাইবার সংখ্যা নির্ধারণ করে ইউটিউবের এই পুরস্কারের যোগ্যতা।
তবে একটি ব্যাপার মনে রাখবেন। অনেক ভিউ থাকা সত্ত্বেও যদি চ্যানেলের ১০ লক্ষ সাবস্ক্রাইবার না থাকে, তবে গোল্ডেন বাটন পাওয়া সম্ভব নয়। অর্থাৎ, ভিউ-এর থেকে বরং সাবস্ক্রাইবার সংখ্যা নির্ধারণ করে ইউটিউবের এই পুরস্কারের যোগ্যতা।
advertisement
advertisement
advertisement