সুপারহিট মাসিমা ! 'হাম তুম এক কামরে বন্ধ হো' গেয়ে-নেচে ফেসবুকে ভাইরাল মহিলা
Last Updated:
রাজ কাপুরের নির্দেশনায় ববি ছবির সুপারহিট গান
রাজ কাপুরের নির্দেশনায় ববি ছবি ৷ এই ছবিকে রাজ কাপুরের জীবনের তপস্যাও বলা যেতে পারে যে ৷ এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়া ৷ এই ছবির বিখ্যাত গানটি দশকের পর দশক ধরে সবার মনে জায়গা করেছে গানটি হল হাম তুম এক কামরে বন্ধ হো অউর চাবি খো যায় ৷ শৈলেন্দ্র সিং-এর মুগ্ধ করা গান সুপারহিট ছবি ৷
বলিউডের ইতিউতি সেই সময়ে কান পাতলে শোনা যেত যে ববি যদি সুপারহিট না হত তাহলে রাজ কাপুর অনেকটাই চাপে পড়ে যেত ৷ কিন্তু সেক্ষেত্রে তাঁর জীবনে কোনও সমস্যা হয়নি কেননা ববি ছবিটি সুপারহিট হয়েছে ৷ শুধুই ববি খো যায় নয় ৷ ঝুট বোলে কউয়া কাটে কালি কউয়ে সে ডরিও ৷ এত বছর পরে ও যে ববি ছবিটির গান পুরনো হয়নি তা প্রমাণ পাওয়া গিয়েছে ৷
advertisement
advertisement
ফেসবুকে লক্ষ্য করা গিয়েছে এক মাসিমা সুপারহিট হয়েছেন ৷ হাম তুম এক কামরে বন্ধ হো অউর চাবি খো যায় ৷ এই গানের সঙ্গে তুমুল নেচেছেন তিনি গেয়েছেন ৷ গানের কথাগুলি সম্পূর্ণ রূপে সঠিক নয় ৷ নিজের মত করে নেচেছেন প্রাণ খুলে গেয়েছেন আর মন খুলে নেচেছেন ৷ তবুও তাঁর আগ্রহকে কুর্নিশ করতে হয় ৷ দেখে নিন সেই ভিডিও আরও একবার যেটি ভাইরাল হয়েছে ৷
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 30, 2019 2:38 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সুপারহিট মাসিমা ! 'হাম তুম এক কামরে বন্ধ হো' গেয়ে-নেচে ফেসবুকে ভাইরাল মহিলা