সুপারহিট মাসিমা ! 'হাম তুম এক কামরে বন্ধ হো' গেয়ে-নেচে ফেসবুকে ভাইরাল মহিলা

Last Updated:

রাজ কাপুরের নির্দেশনায় ববি ছবির সুপারহিট গান

রাজ কাপুরের নির্দেশনায় ববি ছবি ৷ এই ছবিকে রাজ কাপুরের জীবনের তপস্যাও বলা যেতে পারে যে ৷ এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়া ৷ এই ছবির বিখ্যাত গানটি দশকের পর দশক ধরে সবার মনে জায়গা করেছে গানটি হল হাম তুম এক কামরে বন্ধ হো অউর চাবি খো যায় ৷ শৈলেন্দ্র সিং-এর মুগ্ধ করা গান সুপারহিট ছবি ৷
বলিউডের ইতিউতি সেই সময়ে কান পাতলে শোনা যেত যে ববি যদি সুপারহিট না হত তাহলে রাজ কাপুর অনেকটাই চাপে পড়ে যেত ৷ কিন্তু সেক্ষেত্রে তাঁর জীবনে কোনও সমস্যা হয়নি কেননা ববি ছবিটি সুপারহিট হয়েছে ৷ শুধুই ববি খো যায় নয় ৷ ঝুট বোলে কউয়া কাটে কালি কউয়ে সে ডরিও ৷ এত বছর পরে ও যে ববি ছবিটির গান পুরনো হয়নি তা প্রমাণ পাওয়া গিয়েছে ৷
advertisement
advertisement
ফেসবুকে লক্ষ্য করা গিয়েছে এক মাসিমা সুপারহিট হয়েছেন ৷ হাম তুম এক কামরে বন্ধ হো অউর চাবি খো যায় ৷ এই গানের সঙ্গে তুমুল নেচেছেন তিনি গেয়েছেন ৷ গানের কথাগুলি সম্পূর্ণ রূপে সঠিক নয় ৷ নিজের মত করে নেচেছেন প্রাণ খুলে গেয়েছেন আর মন খুলে নেচেছেন ৷ তবুও তাঁর আগ্রহকে কুর্নিশ করতে হয় ৷ দেখে নিন সেই ভিডিও আরও একবার যেটি ভাইরাল হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
সুপারহিট মাসিমা ! 'হাম তুম এক কামরে বন্ধ হো' গেয়ে-নেচে ফেসবুকে ভাইরাল মহিলা
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement