Home /News /life-style /
গৃহবন্দি টেলি অভিনেত্রী সুমনা, ছাদে হিন্দি গানের সঙ্গে নেচে ফেসবুকে ফের ভাইরাল

গৃহবন্দি টেলি অভিনেত্রী সুমনা, ছাদে হিন্দি গানের সঙ্গে নেচে ফেসবুকে ফের ভাইরাল

দুরন্ত গান সঙ্গে দুর্দান্ত বিট, জোরদার নেচে সোশ্যাল মিডিয়া কাঁপালেন অভিনেত্রী

 • Share this:

  #কলকাতা: ফের সোশ্যাল মিডিয়া কাঁপালেন এই মুহূর্তের টালিগঞ্জের জনপ্রিয় অভিনেত্রী সুমনা চক্রবর্তী ৷ তিনি সব সময়েই সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়া, টিকটক ভিডিও থেকে অন্য নাচের ভিডিওতে তাঁকে দেখতে পাওয়া যায় ঝড় তুলতে ৷ সারা পৃথিবী জুড়ে করোনা বিপর্যয়ে বিপযস্ত টলিউড বা বলিউডের শ্যুটিং তা সে মেগা ধারাবাহিক হোক বা কোনও ইভেন্ট সামাজিক দূরত্ব বজায় রেখেই সবাই ভাল থাকতে সুস্থ থাকতে বাড়িতে থাকতে হবে বা হচ্ছে ৷

  এতেই ভাল থাকবে সবার পরিবার, ভাল থাকবে গোটা দেশও ৷ করোনা ভাইরাসের কোনও ওষুধ বা টিকা এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি ৷ সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজয়া রেখে বাড়িতে থাকাটাই সব থেকে নিরাপদ ৷ সেই নিরাপদ দূরত্ব বজায় রেখে বাড়িতেই থাকছেন টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তী ৷

  তিনি জনপ্রিয় একটি হিন্দি ছবির গানের সঙ্গে ছাদে তুমুল নেচেছেন মুহূর্তেই সেই গানের ভিডিও ভাইরাল হয়েছে জোরদার গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

  Published by:Arjun Neogi
  First published:

  Tags: Social media viral, Sumana Chakraborty, Viral Video

  পরবর্তী খবর