Historical Place: প্রতিটি ইটে ঠাসা ইতিহাস, ৩০০ বছরের ইতিহাস খসে পড়ছে বয়সের ভারে, 'এই' মন্দির হতে পারে পর্যটনকেন্দ্র, কোথায় জানেন?

Last Updated:

Historical Place: বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগে একটি মন্দিরের চূড়ার অংশ ভেঙে পড়ে ভগ্ন প্রায় হয়ে গেছে সে সময়কার চুন- সুরকির বেশ কয়েক শতাব্দী প্রাচীন দেওয়াল গুলি

+
শান্তিপুরের

শান্তিপুরের বহু প্রাচীন তিন শিবের মন্দির

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ভগ্নপ্রায় মন্দিরের খসে পড়া ইটের মধ্যেই রয়েছে ৩০০ বছরের ইতিহাস। শান্তিপুর সূত্রাগরে পরপর তিনটি শিব মন্দিরও হতে পারে পর্যটনের অন্যতম কেন্দ্র। দেবাদিদেব মহাদেবের বহু প্রাচীন বেশ কিছু মন্দির রয়েছে শান্তিপুরে, যার মধ্যে সূত্রাগর সেনপাড়ায় অবস্থিত পাশাপাশি তিনশিবের মন্দির। বর্তমানে সেই অর্থে প্রচার কিংবা প্রসার না থাকলেও একসময় শান্তিপুরের অন্যতম প্রাচীন এই মন্দিরে ভক্তদের ঢল নামতো জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
তবে আনুমানিক প্রায় কয়েকশো বছর আগে বেশ কয়েক ঘর পুরোহিতের হাতে স্থাপিত এই মন্দিরের ইতিহাস খুব বেশি সংরক্ষিত না থাকলেও পরবর্তীতে তাদের বংশধর চ্যাটার্জি পরিবারের অনেকেই এখন সেখানে থাকেন না। এ প্রজন্মের যুবক দীপক চ্যাটার্জী জানাচ্ছেন এর আগে কখনও সহযোগিতার প্রয়োজন হয়নি, তবে সম্প্রতি বছরখানেক আগে প্রাকৃতিক দুর্যোগে একটি মন্দিরের চূড়ার অংশ ভেঙে পড়ে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে সেই সময়কার চুন-সুড়কির বেশ কয়েক শতাব্দী প্রাচীন দেওয়ালগুলি। তাই তাদের সাধ্য অনুযায়ী নির্মাণের কাজ শুরু হলেও সমগ্র মন্দির সারানোর সামর্থ্য নেই, তাই পাড়া বারোয়ারির মাধ্যমে সমস্ত শান্তিপুরবাসীকে সহযোগিতার আর্জি জানিয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ ফুটপাথে ছিল ছোট্ট বিরিয়ানির দোকান, দু-এক বছরেই ৩ বিরাট দোকানের মালিক ‘এই’ বিরিয়ানি-ওয়ালা, নজরকাড়া সাফল্য, চিনুন তাঁকে…
তবে কালনার ১০৮ শিব মন্দির লোকমুখে প্রচারিত, দিগনগরের রাঘবেশ্বর মন্দির, শান্তিপুর তিলিপাড়ার জলেশ্বর মন্দির প্রচারের আলোকে রয়েছে এই মন্দির হয়তো বর্তমানে ততটা প্রচার না পেলেও ঐতিহ্য এবং প্রাচীনত্বর দিক থেকে কোনও অংশেই কম নয়। এটাও হতে পারে পর্যটন কেন্দ্র, দর্শনীয় স্থান ভক্তদের বিশ্বাস এবং আবেগের মন্দির। এলাকাবাসীরা জানাচ্ছেন, কোনও রাজনৈতিক দলেরই মন্দিরের সংস্কার নিয়ে মাথাব্যথা নেই। এত প্রাচীন একটা ইতিহাস শেষ হতে বসেছে, এলাকাবাসীরা অবশ্য জানাচ্ছেন ভুল তাদের পক্ষ থেকেও কিছুটা রয়েছে। জনপ্রতিনিধিদের কাছে সহযোগিতা চাওয়া হয়নি এবার তারা পৌঁছবেন সকলের কাছেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাতভর নোংরা, দুর্গন্ধযুক্ত টয়লেটে রাখুন ছোট্ট ‘এই’ সাদা সবজি! সকালে দরজা খুলেই চমকে যাবেন, উধাও গন্ধ, হবে জীবাণুমুক্ত
শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান জানাচ্ছেন, মন্দির ব্যক্তিগত সম্পত্তি কিনা তা জানা নেই তবে দুয়ারে সরকার পাড়ায় সমাধান মুখ্যমন্ত্রীর নানান প্রকল্পে তারা তাদের ইচ্ছার কথা জানাতে পারেন। সেক্ষেত্রে নিশ্চয়ই প্রাচীন মন্দির হিসাবে তারা নিশ্চয়ই সংস্কারের সহযোগিতা পেতে পারেন পৌরসভার কাছেও লিখিতভাবে জানালে সংশ্লিষ্ট কাউন্সিলর নিশ্চয়ই দেখবেন।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Historical Place: প্রতিটি ইটে ঠাসা ইতিহাস, ৩০০ বছরের ইতিহাস খসে পড়ছে বয়সের ভারে, 'এই' মন্দির হতে পারে পর্যটনকেন্দ্র, কোথায় জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement