প্রতি মুহূর্তেই মৃত্যুর হাতছানি, বিষাক্ত দাঁত-নখ দিয়ে জিরাফের পা-পিঠ ছিঁড়ে খাচ্ছে একদল ভয়ঙ্কর সিংহী

Last Updated:
এ যেন এক দুর্ধর্ষ অভিযান, হাড়হিম করা ঘটনা ৷ যা প্রকাশ্যে আসতেই চক্ষু হয়েছে চড়ক গাছ গবীর ভাবে কাতরাচ্ছে একটি জিরাফ ৷ তাকে ঘিরে উল্লাস করছে বেশ কয়েকটি সিংহী ৷ বিষাক্ত থাবা ও তীক্ষ্ণ দাঁতের কামড় বসিয়ে দিয়েছে পিঠের উপরে ৷ এখানেই শেষ নয় ৷ দু'পা ধরেই ঝুলছে সিংহীরা ৷
সঙ্গে কয়েক পাউন্ড ওজনের থাবা ৷ সব মিলিয়ে এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার বর্ণনা এককথায় অবসম্ভব ৷ এমন ঘটনা রীতিমত মানসিকতা নাড়িতে দিতে পারে মানবিকতার উপরেও প্রভাব ফেলতে ৷ অবলা জীব জিরাফের শরীরকে বাজি রেখে চলছে মরণ বাঁচন লড়াই ৷ প্রতি মুহূর্তের আশার একটু একটু নিভে যাচ্ছে যে কোনও ভাবেই হিংস্র সিংহীদের হাত থেকে জিরাফ নিজেকে বাঁচাতে পারলে ৷ অনেকটাই ভাল হতে পারে ৷
advertisement
advertisement
সমস্ত পরিবেশ যেন এক নিমেষেই কেমন হয়ে গিয়েছে জিরাপের চোখের সামনে নেমে এসেছথে গভীর অন্ধকার ৷ প্রতিটি মুহূর্তেই টানটান উত্তেজনার সাক্ষী থেকে তামাম নেট দুনিয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
প্রতি মুহূর্তেই মৃত্যুর হাতছানি, বিষাক্ত দাঁত-নখ দিয়ে জিরাফের পা-পিঠ ছিঁড়ে খাচ্ছে একদল ভয়ঙ্কর সিংহী
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement