corona virus btn
corona virus btn
Loading

সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের কুর্নিশ, জাতীয় সঙ্গীত গেয়ে সবার মন কেড়েছে ভাইরাল খুদে

সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষের কুর্নিশ, জাতীয় সঙ্গীত গেয়ে সবার মন কেড়েছে ভাইরাল খুদে

কোটি কোটি মানুষের স্বপ্নেনর অন্য নাম জাতীয় সঙ্গীত

  • Share this:

এমন এক গান যা কোটি কোটি ভারতবাসীকে বাঁচতে শেখায় ৷ স্বপ্ন দেখাতেও শেখায় ৷ সমস্ত ভারতবাসীর মনের খুব কাছাকাছি এই জাতীয় সঙ্গীত ৷ আমাদের দেশের দুটি জাতীয় সঙ্গীত আছে ৷ আর সব থেকে বড় বিষয় হল এই দুই জাতীয় সঙ্গীতের লেখক দুই বাঙালি ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয় হে ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দেমাতরম ৷ জাতীয় সঙ্গীত মানে জাতির সঙ্গীত সমগ্র জাতিকে গুণমুগ্ধ যা করে তাই হল জাতীয় সঙ্গীত ৷ ছোটবেলা থেকেই জাতীয় সঙ্গীত গাওয়ার একটি বিশেষ প্রেক্ষাপট প্রতিটি শিশুকেই শেখানো হয় ৷

জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হয় কোনওভাবে বসে বা শুয়ে থাকা উচিৎ নয় ৷ প্রতিদিন স্কুলে স্তবপাঠের মধ্য অন্যতম জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত দিয়েই স্কুলের পঠন-পাঠন শুরু হয় ৷ গতকাল আমরা উদযাপন করেছি আরও একটি প্রজাতন্ত্র দিবস ৷

তার আঙ্গিকেই এই ভিডিওটির আলোচনা করা হচ্ছে একটি ছোট্ট শিশু ৷ নিজের মনে ভারতীয় পতাকা হাতে জনগণ মন অধিনায়ক জয় হে গেয়ে সবাইকে আবেগে ভাসিয়েছে ৷ সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷

First published: January 27, 2020, 1:00 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर