Fake Friends: নকল বন্ধু নষ্ট করতে পারে সন্তানের জীবন; শিখিয়ে দিন চেনার উপায়...

Last Updated:

Fake Friends: মিথ্যে বন্ধুত্বকে ধরিয়ে দেয় এমন বেশ কয়েকটি লক্ষণের কথা তাদের জানিয়ে রাখা দরকার।

 Parenting Tips
Parenting Tips
স্কুল, কলেজ এবং প্রায় সর্বত্রই শিক্ষার্থীদের মধ্যে অন্যকে উপহাস, উৎপীড়ন করার মতো ঘটনা চোখে পড়ে। যখন একটি শিশু অল্পবয়সী হয়, তখন এই উৎপীড়ন মনের উপর খুবই ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আর এই ধরনের অভিজ্ঞতা জীবনের সেই সময়ে বেশ ছাপ রেখে যায়। তবে সবসময় যে খারাপ মেয়ে বা ছেলে সন্তানকে জ্বালাতন করে এমনটা নয়, অনেক সময় তাদের নিজেদের গ্রুপের বন্ধুরাই এই সব কিছু করে থাকে। যার অন্যতম কারণ হল নকল বন্ধুত্ব (Fake Friends)। যেহেতু শিশুরা সবসময় চরিত্র বুঝতে পারে না, তাই মিথ্যে বন্ধুত্বকে ধরিয়ে দেয় এমন বেশ কয়েকটি লক্ষণের কথা তাদের জানিয়ে রাখা দরকার।
পরচর্চা এবং নাটুকে স্বভাব
পরচর্চা এবং নাটুকে স্বভাব হল নকল বন্ধুদের (Fake Friends) প্রধান বৈশিষ্ট্য। এই ধরনের মানুষেরা এতটাই এটি উপভোগ করে। কাউকে জ্বালাতন করার ক্ষেত্রে পরচর্চা মূল বিষয় হয়ে উঠতে পারে। সন্তান যেন এই ধরনের বন্ধুদের সঙ্গে কোনও ব্যক্তিগত কথা না বলে সেদিকে খেয়াল রাখতে হবে।
পাশে না দাঁড়ানো
যে কোনও পরিস্থিতিতে প্রকৃত বন্ধুরা পাশে দাঁড়ায়। কিন্তু একজন নকল বন্ধু অন্যের হেনস্তা উপভোগ করে অথবা মিথ্যের বিরুদ্ধে কোনও কথা বলে না। এই ধরনের চরিত্র দিয়ে নকল বন্ধুকে চেনা যায়। তাই সন্তানকে এইসব বন্ধুদের সঙ্গে মিশতে বারণ করতে হবে।
advertisement
advertisement
স্বার্থপর
নকল মানুষদের চরিত্রের এটি সবচেয়ে বেশি প্রচলিত এবং প্রধান বৈশিষ্ট্য। এরা খুবই স্বার্থপর হয় এবং নিজের প্রয়োজনেই যোগাযোগ করে। তাদের বন্ধুত্ব লাভে সীমাবদ্ধ থাকে এবং কখনওই তা সত্যিকারের বন্ধুত্ব নয়।
advertisement
মিথ্যের আশ্রয়
নকল বন্ধুরা নিজেদের নিরাপত্তাহীনতা আড়াল করতে মিথ্যের আশ্র‍য় নেয়। তারা গুরুত্বপূর্ণভাবে নিজেদের সম্পর্কে মিথ্যা বলতে পারে। এছাড়াও তারা নিজেদের এবং তাদের বন্ধুদের সম্পর্কেও মিথ্যা বলতে পারে। সেক্ষেত্রে মিথ্যা ধরে ফেললে সাবধানে হয়ে যেতে হবে।
advertisement
ঈর্ষা
নকল বন্ধুরা প্রায়ই ঈর্ষান্বিত হয়। এই ধরনের মানুষেরা কখনওই কারও কৃতিত্ব দেখতে পারেন না, অন্যে সফল হলে ঈর্ষা করেন। তাই সন্তানকে এমন বন্ধুদের থেকে দূরে থাকতে বলতে হবে যারা তার সাফল্য উদযাপনের পরিবর্তে তা নিয়ে পরিহাস করে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fake Friends: নকল বন্ধু নষ্ট করতে পারে সন্তানের জীবন; শিখিয়ে দিন চেনার উপায়...
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement