Coronavirus: করোনার সারলেই দুশ্চিন্তা শেষ নয়! তৈরি হচ্ছে না অ্যান্টিবডি, কী বলছেন চিকিৎসকরা
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Coronavirus: গবেষকরা দেখেছেন, যাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি তাঁরা বেশিরভাগই অল্পবয়সী।
#পেনসিলভ্যানিয়া: কেউ যদি মনে করেন যে তিনি করোনাভাইরাস থেকে মুক্ত, ফলে আর ভ্যাকসিনের প্রয়োজন নেই, কারণ, একবার করোনা হয়ে গিয়েছে বলে এবারে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে, তাহলে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে বলছেন গবেষকরা। ইমার্জিং ইনফেকশাস ডিজিজ জার্নালে (Emerging Infectious Disease) প্রকাশিত একটি সমীক্ষায় বল হয়েছে করোনা থেকে সুস্থ হওয়া ৩৬% মানুষের দেহে রেসপিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাস ২-এর (Severe Acute Respiratory Syndrome Coronavirus 2) বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডি নেই। গবেষকদের মতে ৩৬% মানে সেটা কম সংখ্যার মানুষ নয়। তাই করোনা থেকে সুস্থ হওয়ার পরও ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন রয়েছে।
পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়ের (University of Pennsylvania) গবেষণা দলের ফার্স্ট অথার উইমিন লিউ (Weimin Liu) ও সিনিয়র অথার বিয়াত্রিচে হানের (Beatrice Hahn) নেতৃত্বে একটি সার্ভে করা হয়। মোট ৭২ জনের আরটি-পিসিআর (RT-PCR) টেস্টের পজিটিভ রিপোর্ট নিয়ে কাজ করা হয়। এঁদের মধ্যে মাত্র ২ জন ছাড়া, ১৩ (১৮%) জনের হালকা উপসর্গ, ৪৮ (৬৭%) জনের মাঝারি উপসর্গ ও ৯ (১২%) জনের গুরুতর উপসর্গ ছিল।
advertisement
advertisement
৭২ জনের মধ্যে মাত্র ৪৬ জনের শরীরে করোনাভাইরাস স্পাইক প্রোটিনের বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডি মজুত থাকলেও ২৬ (৩৬%) জনের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়নি। দেখা গিয়েছে রিসেপ্টর-বাইন্ডিং ডোমেইন (Receptor-binding Domain) ও নিউক্লিওক্যাপসিডের (Nucleocapsid) বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়নি। গবেষকরা দেখেছেন, যাঁদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি তাঁরা বেশিরভাগই অল্পবয়সী।
advertisement
শুধুমাত্র ৭২ জনের মধ্যে করা গবেষণায় সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। তাই, এমন আরও গবেষণা করা হয়েছিল যেখানও একই অসুবিধা দেখা গিয়েছে। ইক্লিনিক্যাল মেডিসিনের একটি রিপোর্টে বলা হয়েছে, ৬৯৮ জনকে নিয়ে করা একটি গবেষণায় ৫ শতাংশ মানুষের মধ্যে এই অসুবিধাগুলো লক্ষ্য করা গিয়েছে।
advertisement
ইনফেকশাস ডিজিজ জার্নালে প্রকাশিত রিপোর্টে, বলা হয়েছে ২০ শতাংশ মানুষের মধ্যে এই অসুবিধা দেখা গিয়েছে। এই গবেষণাটি নিউ ইয়র্কের একটি গ্রুপের ওপর করা হয়েছিল। এছাড়াও, জার্মানির ক্লিনিকাল ভাইরোলজি (Clinical Virology) নামে একটি জার্নালে প্রকাশিত হয়েছে একটি পেপার, যেখানে ৮৫ শতাংশ মানুষের ক্ষেত্রে করোনা থেকে সেরে ওঠার পরেও অ্যান্টিবডি তৈরি না হওয়ার রিপোর্ট পাওয়া গিয়েছে।
advertisement
গবেষকদের মতে, অ্যান্টিবডি শরীরে না থাকলেই বড় চিন্তা তা কিন্তু নয়। অ্যান্টিবডি ছাড়াও, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে। তবে তা বুস্ট আপ করার প্রয়োজন পড়ে। তাই কোভিড ভ্যাকসিনের প্রয়োগ অবশ্যই জরুরি হয়ে পড়ে। কারণ, করোনায় আক্রান্ত হওয়াটা খুব একটা ভালো অভিজ্ঞতা নয়। কখনও কখনও তা মারাত্মক হতে পারে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 06, 2021 2:26 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Coronavirus: করোনার সারলেই দুশ্চিন্তা শেষ নয়! তৈরি হচ্ছে না অ্যান্টিবডি, কী বলছেন চিকিৎসকরা